১০:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মেলায় আসছে বঙ্গবন্ধুর ওপর লেখা ৪০ বই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
  • / ৪১৩৯ বার দেখা হয়েছে

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা ১০০টি বই প্রকাশ করার ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। যদিও সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সংশ্লিষ্টরা বলছেন, এবারের অমর একুশে বইমেলায় বঙ্গবন্ধুর ওপর লেখা কমপক্ষে ৪০টি বই প্রকাশ করা হবে, যার মধ্যে ৩৬টি মেলার প্রথম দিন থেকে পাওয়া যাবে।

বাংলা একাডেমি সংশ্লিষ্টরা বলছেন, এবারের অমর একুশে বইমেলা কালের সাক্ষী হয়ে থাকবে। কারণ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মেলা। তাই এ দুটি বিষয়ের থিম মাথায় রেখে করা হচ্ছে মেলার কাঠামোগত সাজসজ্জা। বঙ্গবন্ধুর জীবনীসহ মুক্তিযুদ্ধের নানা বিষয়কে উপজীব্য হিসেবে ফুটিয়ে তোলা হবে মেলার দুই ক্যানভাস সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে। আর পাঠকের হাতে তুলে দেওয়া হবে বঙ্গবন্ধুর নিজের লেখা এবং তার ওপর অন্য লেখকদের লেখা নতুন বইগুলো। এছাড়া বাংলা একাডেমির অনুষ্ঠানমালায় মূলমঞ্চে প্রতিদিনই থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গ্রন্থের ওপর বিষয়ভিত্তিক আলোচনা, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিকণ্ঠে কবিতা পাঠ ও আবৃত্তিসহ নানা আয়োজন।

একাডেমি সূত্রে জানা গেছে, এবারের বইমেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০টি বইয়ের মধ্যে ৩৬টি বই মেলার প্রথম দিন থেকে পাওয়া যাবে। বইগুলো হচ্ছে- বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়াচীন’ (৪০০ টাকা), সৈয়দ শামসুল হকের ‘বঙ্গবন্ধুর বীরগাথা’ (১২০ টাকা), Ballad of our hero, Bangabandhu (২৮০), হারুন-অর-রশিদের ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব: কী ও কেন’ (২০০ টাকা), ‘৭ মার্চের ভাষণ কেন বিশ্ব-ঐতিহ্য সম্পদঃ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ’ (১৮০ টাকা), অজয় দাশগুপ্তের ‘বঙ্গবন্ধুর আন্দোলন কৌশল ও হরতাল’ (২০০ টাকা), নূহ-উল-আলম লেনিনের ‘রাজনীতিতে হাতেখড়ি ও কলকাতায় শেখ মুজিব’ (১৮০ টাকা), অনুপম হায়াতের ‘বঙ্গবন্ধু ও চলচ্চিত্র’ ( ১৪০ টাকা), মোহাম্মদ আলী খানের ‘ডাকটিকিট ও মুদ্রায় বঙ্গবন্ধু’ (৩০০ টাকা), জালাল ফিরোজের ‘বঙ্গবন্ধু গণপরিষদ সংবিধান’ (৩০০ টাকা), সাইমন জাকারিয়ার ‘সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি’ (৩৫০ টাকা), সমীর কুমার বিশ্বাসের ‘বঙ্গবন্ধুর সমবায় ভাবনা’ (১৮০ টাকা), পিয়াস মজিদের ‘মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলা একাডেমি’ (২২৫ টাকা), কামরুল হকের ‘বঙ্গবন্ধু ও সংবাদপত্র: ছয় দফা থেকে গণঅভ্যুত্থান’ (২৬০ টাকা), আবুল কাসেমের ‘বঙ্গবন্ধুর অর্থনৈতিক উন্নয়ন দর্শন: জাতীয়করণনীতি এবং প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা’ (২৮০ টাকা), মুর্শিদা বিনতে রহমানের ‘স্বাধীনতার পথে বঙ্গবন্ধু: পরিপ্রেক্ষিতে ১৯৭০ এর নির্বাচন’ (৩৪০ টাকা), শাজাহান কিবরিয়ার ‘জাতির পিতা বঙ্গবন্ধু’ (১৪০ টাকা), আবুল কাসেমের ‘বঙ্গবন্ধু ও চা শিল্প’ (২০০ টাকা), আসাদ চৌধুরীর ‘সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু’ (১৬০ টাকা), এম আবদুল আলীমের ‘বঙ্গবন্ধু ও ভাষা-আন্দোলন’ (৩৬০ টাকা), সুব্রত বড়ুয়ার ‘বঙ্গবন্ধুর বীরগাথা’ (১২০ টাকা), দিব্যদ্যুতি সরকারের ‘বঙ্গবন্ধুর কারাজীবন’ (১৭০ টাকা)। এছাড়া শামসুজ্জামান খানের সম্পাদনায় ‘বঙ্গবন্ধুর নানা বর্ণে নানা রেখায়’ (২৮০ টাকা), বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বহুমাত্রিক বিশ্লেষণ (৩০০), মিনার মনসুর ও দিলওয়ার চৌধুরীর সম্পাদনায় ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ (১৮০ টাকা), নাসিমা বেগমের ‘রেণু থেকে বঙ্গমাতা’ (২৭০ টাকা), বঙ্গবন্ধুর নিজের লেখা ‘NEW CHINA 1952 ‘ (৫০০ টাকা), মাহফুজুর রহমানের ‘ব্যাংক ও বীমা খাতে বঙ্গবন্ধুর অবদান’ (১২৮ টাকা), আবু মো. দেলোয়ার হোসেনের ‘বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থপঞ্জি’ (২০৮ টাকা), সাজেদুল আউয়ালের ‘বঙ্গবন্ধুর সংস্কৃতি ভাবনা’ সুভাষ সিংহ রায়ের ‘বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িকতা’ এবং নুরুন নবীর লেখা ‘Bangabandhu and Turbulent Bangladesh’, হাবীবুল্লাহ সিরাজীর সম্পাদনায় ‘বর্ষপঞ্জি’ (৪০০ টাকা), বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা (৪০০ টাকা), বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া (৩০০ টাকা)।

বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগের পরিচালক মোবারক হোসেনের ঢাকা পোস্টকে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি যে ১০০টি বই প্রকাশের উদ্যোগ নিয়েছে তার মধ্যে ৪০টি বই এবারের মেলায় পাওয়া যাবে। তার মধ্যে ৩৬টি বই মেলার প্রথম দিনে পাঠক পাবে। আর কিছু বই মেলার সময় প্রকাশিত হবে।’

বাংলা একাডেমির বিপণন বিভাগ থেকে জানা যায়, বঙ্গবন্ধুর ওপর লেখা বই গায়ে লেখা মূল্য থেকে ২৫ শতাংশ কমিশনে পাঠক কিনতে পারবেন। আর বঙ্গবন্ধুর নিজের লেখা কারাগারের রোজনামচা, Prison Diaries, আমার দেখা নয়াচীন, NEW CHINA 1952 এ চারটি বইসহ তার ওপর লেখা ৩১টি বইয়ের একটি সেট তৈরি করা হয়েছে। প্রতি সেট বইয়ের মূল্য ধরা হয়েছে ছয় হাজার একশ ১৬ টাকা।

এদিকে বঙ্গবন্ধুর ওপর লেখা কয়েকটি বইয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বাংলা একাডেমির কর্মকর্তাদের কেউ কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে যেসব লেখক বই লিখেছেন সেগুলোর অধিকাংশ তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী। তবে কয়েকজন লেখক আবেগতাড়িত হয়ে বই লেখায় এর মান নিয়ে প্রশ্ন উঠেছে। তাই আগামীতে এ বিষয়ে আরও সর্তক হতে হবে বাংলা একাডেমিকে। কারণ বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, স্বাধীনতা মানেই বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধুর ওপর লেখা বইয়ের মান নিয়ে হেলাফেলা করা যাবে না।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে প্রচলিত রীতি অনুসারে এ বছর ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হয়নি অমর একুশে বইমেলা। ‘হে স্বাধীনতা’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ১৮ মার্চ শুরু হবে এবারের বইমেলা, শেষ হবে ১৪ এপ্রিল।

 

আরও পড়ুন্:

শেয়ার করুন

x
English Version

মেলায় আসছে বঙ্গবন্ধুর ওপর লেখা ৪০ বই

আপডেট: ০২:১৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখা ১০০টি বই প্রকাশ করার ঘোষণা দিয়েছিল বাংলা একাডেমি। যদিও সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি প্রতিষ্ঠানটি। তবে সংশ্লিষ্টরা বলছেন, এবারের অমর একুশে বইমেলায় বঙ্গবন্ধুর ওপর লেখা কমপক্ষে ৪০টি বই প্রকাশ করা হবে, যার মধ্যে ৩৬টি মেলার প্রথম দিন থেকে পাওয়া যাবে।

বাংলা একাডেমি সংশ্লিষ্টরা বলছেন, এবারের অমর একুশে বইমেলা কালের সাক্ষী হয়ে থাকবে। কারণ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ মেলা। তাই এ দুটি বিষয়ের থিম মাথায় রেখে করা হচ্ছে মেলার কাঠামোগত সাজসজ্জা। বঙ্গবন্ধুর জীবনীসহ মুক্তিযুদ্ধের নানা বিষয়কে উপজীব্য হিসেবে ফুটিয়ে তোলা হবে মেলার দুই ক্যানভাস সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে। আর পাঠকের হাতে তুলে দেওয়া হবে বঙ্গবন্ধুর নিজের লেখা এবং তার ওপর অন্য লেখকদের লেখা নতুন বইগুলো। এছাড়া বাংলা একাডেমির অনুষ্ঠানমালায় মূলমঞ্চে প্রতিদিনই থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গ্রন্থের ওপর বিষয়ভিত্তিক আলোচনা, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিকণ্ঠে কবিতা পাঠ ও আবৃত্তিসহ নানা আয়োজন।

একাডেমি সূত্রে জানা গেছে, এবারের বইমেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০টি বইয়ের মধ্যে ৩৬টি বই মেলার প্রথম দিন থেকে পাওয়া যাবে। বইগুলো হচ্ছে- বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়াচীন’ (৪০০ টাকা), সৈয়দ শামসুল হকের ‘বঙ্গবন্ধুর বীরগাথা’ (১২০ টাকা), Ballad of our hero, Bangabandhu (২৮০), হারুন-অর-রশিদের ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব: কী ও কেন’ (২০০ টাকা), ‘৭ মার্চের ভাষণ কেন বিশ্ব-ঐতিহ্য সম্পদঃ বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ’ (১৮০ টাকা), অজয় দাশগুপ্তের ‘বঙ্গবন্ধুর আন্দোলন কৌশল ও হরতাল’ (২০০ টাকা), নূহ-উল-আলম লেনিনের ‘রাজনীতিতে হাতেখড়ি ও কলকাতায় শেখ মুজিব’ (১৮০ টাকা), অনুপম হায়াতের ‘বঙ্গবন্ধু ও চলচ্চিত্র’ ( ১৪০ টাকা), মোহাম্মদ আলী খানের ‘ডাকটিকিট ও মুদ্রায় বঙ্গবন্ধু’ (৩০০ টাকা), জালাল ফিরোজের ‘বঙ্গবন্ধু গণপরিষদ সংবিধান’ (৩০০ টাকা), সাইমন জাকারিয়ার ‘সাধক কবিদের রচনায় বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতি’ (৩৫০ টাকা), সমীর কুমার বিশ্বাসের ‘বঙ্গবন্ধুর সমবায় ভাবনা’ (১৮০ টাকা), পিয়াস মজিদের ‘মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ও বাংলা একাডেমি’ (২২৫ টাকা), কামরুল হকের ‘বঙ্গবন্ধু ও সংবাদপত্র: ছয় দফা থেকে গণঅভ্যুত্থান’ (২৬০ টাকা), আবুল কাসেমের ‘বঙ্গবন্ধুর অর্থনৈতিক উন্নয়ন দর্শন: জাতীয়করণনীতি এবং প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা’ (২৮০ টাকা), মুর্শিদা বিনতে রহমানের ‘স্বাধীনতার পথে বঙ্গবন্ধু: পরিপ্রেক্ষিতে ১৯৭০ এর নির্বাচন’ (৩৪০ টাকা), শাজাহান কিবরিয়ার ‘জাতির পিতা বঙ্গবন্ধু’ (১৪০ টাকা), আবুল কাসেমের ‘বঙ্গবন্ধু ও চা শিল্প’ (২০০ টাকা), আসাদ চৌধুরীর ‘সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু’ (১৬০ টাকা), এম আবদুল আলীমের ‘বঙ্গবন্ধু ও ভাষা-আন্দোলন’ (৩৬০ টাকা), সুব্রত বড়ুয়ার ‘বঙ্গবন্ধুর বীরগাথা’ (১২০ টাকা), দিব্যদ্যুতি সরকারের ‘বঙ্গবন্ধুর কারাজীবন’ (১৭০ টাকা)। এছাড়া শামসুজ্জামান খানের সম্পাদনায় ‘বঙ্গবন্ধুর নানা বর্ণে নানা রেখায়’ (২৮০ টাকা), বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বহুমাত্রিক বিশ্লেষণ (৩০০), মিনার মনসুর ও দিলওয়ার চৌধুরীর সম্পাদনায় ‘শেখ মুজিব একটি লাল গোলাপ’ (১৮০ টাকা), নাসিমা বেগমের ‘রেণু থেকে বঙ্গমাতা’ (২৭০ টাকা), বঙ্গবন্ধুর নিজের লেখা ‘NEW CHINA 1952 ‘ (৫০০ টাকা), মাহফুজুর রহমানের ‘ব্যাংক ও বীমা খাতে বঙ্গবন্ধুর অবদান’ (১২৮ টাকা), আবু মো. দেলোয়ার হোসেনের ‘বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থপঞ্জি’ (২০৮ টাকা), সাজেদুল আউয়ালের ‘বঙ্গবন্ধুর সংস্কৃতি ভাবনা’ সুভাষ সিংহ রায়ের ‘বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িকতা’ এবং নুরুন নবীর লেখা ‘Bangabandhu and Turbulent Bangladesh’, হাবীবুল্লাহ সিরাজীর সম্পাদনায় ‘বর্ষপঞ্জি’ (৪০০ টাকা), বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা (৪০০ টাকা), বঙ্গবন্ধুকে নিবেদিত ছড়া (৩০০ টাকা)।

বাংলা একাডেমির গবেষণা, সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগের পরিচালক মোবারক হোসেনের ঢাকা পোস্টকে বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি যে ১০০টি বই প্রকাশের উদ্যোগ নিয়েছে তার মধ্যে ৪০টি বই এবারের মেলায় পাওয়া যাবে। তার মধ্যে ৩৬টি বই মেলার প্রথম দিনে পাঠক পাবে। আর কিছু বই মেলার সময় প্রকাশিত হবে।’

বাংলা একাডেমির বিপণন বিভাগ থেকে জানা যায়, বঙ্গবন্ধুর ওপর লেখা বই গায়ে লেখা মূল্য থেকে ২৫ শতাংশ কমিশনে পাঠক কিনতে পারবেন। আর বঙ্গবন্ধুর নিজের লেখা কারাগারের রোজনামচা, Prison Diaries, আমার দেখা নয়াচীন, NEW CHINA 1952 এ চারটি বইসহ তার ওপর লেখা ৩১টি বইয়ের একটি সেট তৈরি করা হয়েছে। প্রতি সেট বইয়ের মূল্য ধরা হয়েছে ছয় হাজার একশ ১৬ টাকা।

এদিকে বঙ্গবন্ধুর ওপর লেখা কয়েকটি বইয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বাংলা একাডেমির কর্মকর্তাদের কেউ কেউ। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে যেসব লেখক বই লিখেছেন সেগুলোর অধিকাংশ তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী। তবে কয়েকজন লেখক আবেগতাড়িত হয়ে বই লেখায় এর মান নিয়ে প্রশ্ন উঠেছে। তাই আগামীতে এ বিষয়ে আরও সর্তক হতে হবে বাংলা একাডেমিকে। কারণ বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু, স্বাধীনতা মানেই বঙ্গবন্ধু। তাই বঙ্গবন্ধুর ওপর লেখা বইয়ের মান নিয়ে হেলাফেলা করা যাবে না।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে প্রচলিত রীতি অনুসারে এ বছর ১ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হয়নি অমর একুশে বইমেলা। ‘হে স্বাধীনতা’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ১৮ মার্চ শুরু হবে এবারের বইমেলা, শেষ হবে ১৪ এপ্রিল।

 

আরও পড়ুন্: