০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মেসিকে ছাড়াই দল দিলেন কোম্যান!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • / ৪১৩৮ বার দেখা হয়েছে

চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষে বার্সেলোনার দলে নেই লিওনেল মেসি। এছাড়া ফ্রেঙ্কি ডি জংকে ছাড়াই ইউক্রেনে যাচ্ছেন রোনাল্ড কোম্যান। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। কিয়েভের বিপক্ষে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে কাতালানরা।

চ্যাম্পিয়নস লিগে ভালো অবস্থানে আছে রোনাল্ড কোম্যানের দল। তিন ম্যাচ খেলেই জয় পেয়েছে তারা। কিয়েভের বিপক্ষে তাই মেসিদের বিশ্রাম দেওয়ার ভালো সুযোগ বলে মনে করছেন কোচ। কারণ মৌসুম শুরু থেকেই নিয়মিত খেলছেন মেসি। ইনজুরির কারণে এক ম্যাচে তাকে ম্যাচের দ্বিতীয়ার্ধে নামানো হয়েছিল।

এরপর ইনজুরির শঙ্কা নিয়েই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে পুরোপুরি খেলেছেন বর্তমানের বিশ্বের অন্যতম সেরা তারকা মেসি। তাকে তাই বিশ্রাম দিয়েছেন কোচ। মেসি-ডি জং ছাড়া ইনজুরির কারণে কিয়েভের বিপক্ষে দলে নেই আনসু ফাতি, রোনাল্ড অ্যারাজু, জেরার্ড পিকে, সের্গিও রর্বাতো ও সার্জিও বুসকেটস।

বার্সেলোনাকে তাই তরুণ এক দল নিয়ে খেলতে হবে। এরই মধ্যে তারা দলে ডেকেছে তরুণ সেট্রাল ডিফেন্ডার অস্কার মিনগুয়েজকে। এছাড়া গোলরক্ষক ইনাকি পেনা এবং মিডফিল্ডার ম্যাথিউস ফার্নান্দেজ আছেন বার্সার দলে।

বার্সেলোনার দল: গোলরক্ষক: মার্ক টের স্টেগান, নেতো, ইনাকি পেনা।

ডিফেন্ডার: সের্গিয়ানো ডেস্ট, জর্ডি আলবা, জুনিয়র ফিরপো, অস্কার মিনগুয়েজ, রোনাল্ড ডি ফুয়েত, ক্লিমেন্ট লিংলেট।

মিডফিল্ডার: কার্লোস অ্যালেনা, মিরালেম পিয়ানিচ, রিকি পুচ, ফিলিপে কুতিনহো, প্রেদি, ম্যাথিউস ফার্নান্দেজ। 

ফরোয়ার্ড: অ্যান্তোনিও গ্রিজম্যান, মার্টিন ব্রাথওয়েট, উসমান ডেম্বেলে, ত্রিনকাও।

শেয়ার করুন

x
English Version

মেসিকে ছাড়াই দল দিলেন কোম্যান!

আপডেট: ১২:১২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০

চ্যাম্পিয়নস লিগে ডায়নামো কিয়েভের বিপক্ষে বার্সেলোনার দলে নেই লিওনেল মেসি। এছাড়া ফ্রেঙ্কি ডি জংকে ছাড়াই ইউক্রেনে যাচ্ছেন রোনাল্ড কোম্যান। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। কিয়েভের বিপক্ষে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে কাতালানরা।

চ্যাম্পিয়নস লিগে ভালো অবস্থানে আছে রোনাল্ড কোম্যানের দল। তিন ম্যাচ খেলেই জয় পেয়েছে তারা। কিয়েভের বিপক্ষে তাই মেসিদের বিশ্রাম দেওয়ার ভালো সুযোগ বলে মনে করছেন কোচ। কারণ মৌসুম শুরু থেকেই নিয়মিত খেলছেন মেসি। ইনজুরির কারণে এক ম্যাচে তাকে ম্যাচের দ্বিতীয়ার্ধে নামানো হয়েছিল।

এরপর ইনজুরির শঙ্কা নিয়েই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে পুরোপুরি খেলেছেন বর্তমানের বিশ্বের অন্যতম সেরা তারকা মেসি। তাকে তাই বিশ্রাম দিয়েছেন কোচ। মেসি-ডি জং ছাড়া ইনজুরির কারণে কিয়েভের বিপক্ষে দলে নেই আনসু ফাতি, রোনাল্ড অ্যারাজু, জেরার্ড পিকে, সের্গিও রর্বাতো ও সার্জিও বুসকেটস।

বার্সেলোনাকে তাই তরুণ এক দল নিয়ে খেলতে হবে। এরই মধ্যে তারা দলে ডেকেছে তরুণ সেট্রাল ডিফেন্ডার অস্কার মিনগুয়েজকে। এছাড়া গোলরক্ষক ইনাকি পেনা এবং মিডফিল্ডার ম্যাথিউস ফার্নান্দেজ আছেন বার্সার দলে।

বার্সেলোনার দল: গোলরক্ষক: মার্ক টের স্টেগান, নেতো, ইনাকি পেনা।

ডিফেন্ডার: সের্গিয়ানো ডেস্ট, জর্ডি আলবা, জুনিয়র ফিরপো, অস্কার মিনগুয়েজ, রোনাল্ড ডি ফুয়েত, ক্লিমেন্ট লিংলেট।

মিডফিল্ডার: কার্লোস অ্যালেনা, মিরালেম পিয়ানিচ, রিকি পুচ, ফিলিপে কুতিনহো, প্রেদি, ম্যাথিউস ফার্নান্দেজ। 

ফরোয়ার্ড: অ্যান্তোনিও গ্রিজম্যান, মার্টিন ব্রাথওয়েট, উসমান ডেম্বেলে, ত্রিনকাও।