০৬:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার সহজ জয়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • / ১০২২৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শুরুর একাদশ নিয়ে পরীক্ষা চালালেন লিওনেল স্ক্যালোনি, থাকলেন না লিওনেল মেসিও। আর্জেন্টিনাও তাই ছন্দ হারালো কিছুটা। তবে মেসি নামতেই যেন বদলে গেলো ম্যাচের চেহারা। শেষদিকে পায়ের জাদুতে নিজের সামর্থ্যের ছাপ রাখলেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। তাতে জ্যামাইকাকে ৩-০ গোলে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র সফর শেষ করলো আর্জেন্টিনা। এই জয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত রইল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মেসিবিহীন আর্জেন্টিনাকে পেয়ে শুরু থেকে চেপে ধরার চেষ্টা করে জ্যামাইকা। তবে সুযোগ বের করে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। পঞ্চম মিনিটে গিদো রদ্রিগেসের শট কোনোমতে ফিরিয়ে দেন জ্যামাইকা গোলরক্ষক। সফল হতেও খুব বেশি সময় নেয়নি দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ১৩ মিনিটেই লিড তুলে নেয় তারা। লাউতারো মার্টিনেজের অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন আলভারেজ। শুরুতে এগিয়ে যাওয়ার পর আর গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে হয়নি আর কোনো গোল।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন আনেন স্ক্যালোনি। ৫৬ মিনিটে মার্টিনেজকে তুলে নামানো হয় লিওনেল মেসিকে। এরপরই যেন ধীরে ধীরে বদলে যেতে থাকে আর্জেন্টিনার খেলা। আসল জাদুর দেখা মেলে ৮৬তম মিনিটে এসে। ডি-বক্সের বাইরে থেকে  দুর্দান্ত ফিনিশিংয়ে জ্যামাইকান গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। এর তিন মিনিট পরই নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। এবার তিনি বল জালে জড়ান ফ্রি কিক থেকে। শেষ পর্যন্ত তার জোড়া গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।  এই দুই গোলে আর্জেন্টিনার জার্সিতে ৯০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন মেসি। টানা দুই ম্যাচে করলেন জোড়া গোল। এর আগে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচেও করেছিলেন দুই গোল।

এছাড়া এই ম্যাচ শেষে দেশের হয়ে আর্জেন্টিনা অধিনায়কের গোল হলো ৯০টি। মোখতার দাহারিকে (৮৯) ছাড়িয়ে গেলেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল আছে কেবল এখন আলি দাইয়ি (১০৯) ও ক্রিশ্চিয়ানো রোনালদোর (১১৭)।

আরও পড়ুন: তিউনিসিয়াকে গোলে ভাসিয়ে বিশ্বকে বার্তা দিল ব্রাজিল

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার সহজ জয়

আপডেট: ০১:৩৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: শুরুর একাদশ নিয়ে পরীক্ষা চালালেন লিওনেল স্ক্যালোনি, থাকলেন না লিওনেল মেসিও। আর্জেন্টিনাও তাই ছন্দ হারালো কিছুটা। তবে মেসি নামতেই যেন বদলে গেলো ম্যাচের চেহারা। শেষদিকে পায়ের জাদুতে নিজের সামর্থ্যের ছাপ রাখলেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। তাতে জ্যামাইকাকে ৩-০ গোলে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র সফর শেষ করলো আর্জেন্টিনা। এই জয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত রইল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মেসিবিহীন আর্জেন্টিনাকে পেয়ে শুরু থেকে চেপে ধরার চেষ্টা করে জ্যামাইকা। তবে সুযোগ বের করে একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। পঞ্চম মিনিটে গিদো রদ্রিগেসের শট কোনোমতে ফিরিয়ে দেন জ্যামাইকা গোলরক্ষক। সফল হতেও খুব বেশি সময় নেয়নি দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ১৩ মিনিটেই লিড তুলে নেয় তারা। লাউতারো মার্টিনেজের অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন আলভারেজ। শুরুতে এগিয়ে যাওয়ার পর আর গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। ম্যাচের প্রথমার্ধে হয়নি আর কোনো গোল।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন আনেন স্ক্যালোনি। ৫৬ মিনিটে মার্টিনেজকে তুলে নামানো হয় লিওনেল মেসিকে। এরপরই যেন ধীরে ধীরে বদলে যেতে থাকে আর্জেন্টিনার খেলা। আসল জাদুর দেখা মেলে ৮৬তম মিনিটে এসে। ডি-বক্সের বাইরে থেকে  দুর্দান্ত ফিনিশিংয়ে জ্যামাইকান গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। এর তিন মিনিট পরই নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। এবার তিনি বল জালে জড়ান ফ্রি কিক থেকে। শেষ পর্যন্ত তার জোড়া গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।  এই দুই গোলে আর্জেন্টিনার জার্সিতে ৯০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন মেসি। টানা দুই ম্যাচে করলেন জোড়া গোল। এর আগে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচেও করেছিলেন দুই গোল।

এছাড়া এই ম্যাচ শেষে দেশের হয়ে আর্জেন্টিনা অধিনায়কের গোল হলো ৯০টি। মোখতার দাহারিকে (৮৯) ছাড়িয়ে গেলেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল আছে কেবল এখন আলি দাইয়ি (১০৯) ও ক্রিশ্চিয়ানো রোনালদোর (১১৭)।

আরও পড়ুন: তিউনিসিয়াকে গোলে ভাসিয়ে বিশ্বকে বার্তা দিল ব্রাজিল

ঢাকা/এসএ