০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

যেসব কারণে পুঁজিবাজারে প্রতিদিনই বাড়ছে বিনিয়োগ!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
  • / ৪৩৫০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাজেট যত ঘনিয়ে আসছে, শেয়ারবাজারে তত চাঙাভাব দেখা যাচ্ছে। তারই অংশ হিসেবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এক দিনেই গতকাল ডিএসইএক্স সূচকটি ১০১ পয়েন্ট বেড়ে ৬ হাজারের মাইলফলক ছুঁই ছুঁই করছে। লেনদেনও পৌঁছেছে ২ হাজার ৩৬৯ কোটি টাকায়।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল পৌনে ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৮৬ পয়েন্টে। এতে সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজারের প্রধান সূচকটি ৬ হাজার পয়েন্টের মাইলফলক থেকে মাত্র ১৪ পয়েন্ট দূরে অবস্থান করছে। ৩৯ মাসের ব্যবধানে সূচকটির সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি ডিএসইএক্স সূচকটি ৬০৫০ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।

বাজারের লেনদেনসংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এপ্রিলের শেষ সপ্তাহ থেকে বাজারে চাঙাভাব ফিরতে শুরু করে। আর চলতি মাস ঈদের আগে-পরে বাজার আরও গতি পায়। তাতে গত এক মাসের ব্যবধানে ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৫৬৪ পয়েন্ট বা সাড়ে ১০ শতাংশ বেড়েছে। এর মধ্যে গত তিন কার্যদিবসে বেড়েছে প্রায় ২০০ পয়েন্ট।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন ধরে ডিএসইতে লেনদেন দেড় থেকে আড়াই হাজার কোটি টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এতে প্রতিদিনই বাজারে নতুন নতুন বিনিয়োগ বা অর্থ লগ্নি হচ্ছে। বিশেষ করে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে আবেদনের ক্ষেত্রে সেকেন্ডারি বাজারে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগের বাধ্যবাধকতা আরোপের কারণে চলতি মাসের শুরু থেকে এ বিনিয়োগ এসেছে। আগামী রোববার শুরু হচ্ছে একটি বিমা কোম্পানির আইপিও আবেদন গ্রহণ। ১৯ মে যেসব বিনিয়োগকারীর সেকেন্ডারি বাজারে ২০ হাজার টাকার বেশি বিনিয়োগ ছিল, তাঁরাই এ আইপিওতে আবেদনের সুযোগ পাবেন।

এ ছাড়া আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট যত ঘনিয়ে আসছে, শেয়ারবাজারও তত বেশি চাঙা হচ্ছে। আগামী ৩ জুন নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর ৩০ জুন শেষ হবে চলতি ২০২০-২১ অর্থবছর। চলতি অর্থবছরে মাত্র ১০ শতাংশ কর দিয়ে শেয়ারবাজারে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়, এ সুবিধা ৩০ জুন শেষ হয়ে যাবে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, শেষ দিকে এসে এ সুবিধা নিতে অনেকে শেয়ারবাজারে বিনিয়োগ করছেন।

ঢাকা/এনইউ

শেয়ার করুন

x
English Version

যেসব কারণে পুঁজিবাজারে প্রতিদিনই বাড়ছে বিনিয়োগ!

আপডেট: ১১:৩৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাজেট যত ঘনিয়ে আসছে, শেয়ারবাজারে তত চাঙাভাব দেখা যাচ্ছে। তারই অংশ হিসেবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এক দিনেই গতকাল ডিএসইএক্স সূচকটি ১০১ পয়েন্ট বেড়ে ৬ হাজারের মাইলফলক ছুঁই ছুঁই করছে। লেনদেনও পৌঁছেছে ২ হাজার ৩৬৯ কোটি টাকায়।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল পৌনে ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৮৬ পয়েন্টে। এতে সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজারের প্রধান সূচকটি ৬ হাজার পয়েন্টের মাইলফলক থেকে মাত্র ১৪ পয়েন্ট দূরে অবস্থান করছে। ৩৯ মাসের ব্যবধানে সূচকটির সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি ডিএসইএক্স সূচকটি ৬০৫০ পয়েন্টের সর্বোচ্চ অবস্থানে ছিল।

বাজারের লেনদেনসংক্রান্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এপ্রিলের শেষ সপ্তাহ থেকে বাজারে চাঙাভাব ফিরতে শুরু করে। আর চলতি মাস ঈদের আগে-পরে বাজার আরও গতি পায়। তাতে গত এক মাসের ব্যবধানে ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৫৬৪ পয়েন্ট বা সাড়ে ১০ শতাংশ বেড়েছে। এর মধ্যে গত তিন কার্যদিবসে বেড়েছে প্রায় ২০০ পয়েন্ট।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছুদিন ধরে ডিএসইতে লেনদেন দেড় থেকে আড়াই হাজার কোটি টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এতে প্রতিদিনই বাজারে নতুন নতুন বিনিয়োগ বা অর্থ লগ্নি হচ্ছে। বিশেষ করে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে আবেদনের ক্ষেত্রে সেকেন্ডারি বাজারে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগের বাধ্যবাধকতা আরোপের কারণে চলতি মাসের শুরু থেকে এ বিনিয়োগ এসেছে। আগামী রোববার শুরু হচ্ছে একটি বিমা কোম্পানির আইপিও আবেদন গ্রহণ। ১৯ মে যেসব বিনিয়োগকারীর সেকেন্ডারি বাজারে ২০ হাজার টাকার বেশি বিনিয়োগ ছিল, তাঁরাই এ আইপিওতে আবেদনের সুযোগ পাবেন।

এ ছাড়া আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট যত ঘনিয়ে আসছে, শেয়ারবাজারও তত বেশি চাঙা হচ্ছে। আগামী ৩ জুন নতুন অর্থবছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আর ৩০ জুন শেষ হবে চলতি ২০২০-২১ অর্থবছর। চলতি অর্থবছরে মাত্র ১০ শতাংশ কর দিয়ে শেয়ারবাজারে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়, এ সুবিধা ৩০ জুন শেষ হয়ে যাবে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, শেষ দিকে এসে এ সুবিধা নিতে অনেকে শেয়ারবাজারে বিনিয়োগ করছেন।

ঢাকা/এনইউ