০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

রাষ্ট্রীয় মালিকানার ১৭ কোম্পানিকে তালিকাভুক্তির জন্য চিঠি দিয়েছে বিএসইসি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • / ৪২১১ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন ১৭ কোম্পানিকে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের চিঠি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম।

তিনি বলেন, আজ সন্ধ্যায় ১৭টি কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে, যাতে শেয়ার অথবা মূলধন ইস্যুর মাধ্যমে কোম্পানিগুলোর মূলধন বৃদ্ধি করতে পারে।

কোম্পানিগুলো হচ্ছে- এসেনসিয়াল ড্রাগস কোম্পানি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি, কর্ণফুলী পেপার মিলস, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, এলফি গ্যাস, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল), জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম, সিলেট গ্যাস ফিল্ডস, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ, প্রগতি ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ক্যাবল এবং হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেড।

ঢাকা/এসআর

শেয়ার করুন

x

রাষ্ট্রীয় মালিকানার ১৭ কোম্পানিকে তালিকাভুক্তির জন্য চিঠি দিয়েছে বিএসইসি

আপডেট: ০১:০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন ১৭ কোম্পানিকে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের চিঠি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (০৮ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম।

তিনি বলেন, আজ সন্ধ্যায় ১৭টি কোম্পানিকে চিঠি দেওয়া হয়েছে, যাতে শেয়ার অথবা মূলধন ইস্যুর মাধ্যমে কোম্পানিগুলোর মূলধন বৃদ্ধি করতে পারে।

কোম্পানিগুলো হচ্ছে- এসেনসিয়াল ড্রাগস কোম্পানি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি, কর্ণফুলী পেপার মিলস, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি, এলফি গ্যাস, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি (জিটিসিএল), জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম, সিলেট গ্যাস ফিল্ডস, বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ, প্রগতি ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ক্যাবল এবং হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেড।

ঢাকা/এসআর