০৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

শান্তর সেঞ্চুরি ম্লান করে নায়ক ইমন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • / ৪১২৬ বার দেখা হয়েছে

এক কথায় অসাধারণ এক ক্রিকেট ম্যাচ উপভোগ করলেন সমর্থকরা। আসরে শান্তর প্রথম সেঞ্চুরির পর একই ম্যাচে পারভেজ ইমনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সাথে আসরের প্রথম হ্যাটট্রিক করেছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। হাই স্কোরিং এ ম্যাচে রাজশাহীর দেয়া ২২১ রানের টার্গেট ২ উইকেটের বিনিময়ে পৌঁছে যায় ফরচুন বরিশাল। 

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় রাজশাহী। ৩৯ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন আনিসুল ইসলাম। তবে, প্রান্ত আগলে দাপুটে ব্যাট করতে থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু, যোগ্য সমর্থন পাননি তিনি। শান্ত তুলে নেন আসরের প্রথম সেঞ্চুরি। এরপর ধস নামে তাদের ব্যাটিং লাইনআপে। শান্তর ইনিংস থামে ১০৯ রানে। এক ওভারে হ্যাটট্রিকসহ ৪ নেন কামরুল ইসলাম রাব্বি। এরপরেও ২২১ রানের বিশাল টার্গেট দাঁড়ায় বরিশালের সামনে। 

জবাবে ব্যাটিংয়ে নেমে আসকিং রান রেটের সাথে পাল্লা দিয়ে ব্যাট করতে থাকেন তামিম ও সাঈফ হাসান। তবে, সাঈফ ২৭ রানে আউট হলেও প্রতাপে ব্যাট করে গেছেন অধিনায়ক তামিম ইকবাল ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার পারভেজ ইমন। ফিফটি তুলে তামিম আউট হলেও, দলকে জিতিয়ে ছেড়েছেন। বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন ইমন। ১১ বল বাকি থাকতে জয় পায় বরিশাল। সাথে ঘরোয়া ক্রিকেটে রেকর্ড ৪২ বলে সেঞ্চুরি করেন পারভেজ ইমন। এ জয়ে সম্ভাবনা টিকে থাকলো ফরচুন বরিশালের।

শেয়ার করুন

x
English Version

শান্তর সেঞ্চুরি ম্লান করে নায়ক ইমন

আপডেট: ০৬:৫২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০

এক কথায় অসাধারণ এক ক্রিকেট ম্যাচ উপভোগ করলেন সমর্থকরা। আসরে শান্তর প্রথম সেঞ্চুরির পর একই ম্যাচে পারভেজ ইমনের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সাথে আসরের প্রথম হ্যাটট্রিক করেছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। হাই স্কোরিং এ ম্যাচে রাজশাহীর দেয়া ২২১ রানের টার্গেট ২ উইকেটের বিনিময়ে পৌঁছে যায় ফরচুন বরিশাল। 

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পায় রাজশাহী। ৩৯ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন আনিসুল ইসলাম। তবে, প্রান্ত আগলে দাপুটে ব্যাট করতে থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু, যোগ্য সমর্থন পাননি তিনি। শান্ত তুলে নেন আসরের প্রথম সেঞ্চুরি। এরপর ধস নামে তাদের ব্যাটিং লাইনআপে। শান্তর ইনিংস থামে ১০৯ রানে। এক ওভারে হ্যাটট্রিকসহ ৪ নেন কামরুল ইসলাম রাব্বি। এরপরেও ২২১ রানের বিশাল টার্গেট দাঁড়ায় বরিশালের সামনে। 

জবাবে ব্যাটিংয়ে নেমে আসকিং রান রেটের সাথে পাল্লা দিয়ে ব্যাট করতে থাকেন তামিম ও সাঈফ হাসান। তবে, সাঈফ ২৭ রানে আউট হলেও প্রতাপে ব্যাট করে গেছেন অধিনায়ক তামিম ইকবাল ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার পারভেজ ইমন। ফিফটি তুলে তামিম আউট হলেও, দলকে জিতিয়ে ছেড়েছেন। বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন ইমন। ১১ বল বাকি থাকতে জয় পায় বরিশাল। সাথে ঘরোয়া ক্রিকেটে রেকর্ড ৪২ বলে সেঞ্চুরি করেন পারভেজ ইমন। এ জয়ে সম্ভাবনা টিকে থাকলো ফরচুন বরিশালের।