০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

শেয়ারবাজার থেকে বাদ পড়লো তালিকাভুক্ত ২৯ কোম্পানি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • / ৪১৮২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভূক্ত ওভার দ্যা কাউন্টার মার্কেটের (ওটিসি) ৭০ কোম্পানির মধ্যে ২৯ কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)। বাদ বাকি কোম্পানিগুলোর মধ্যে ৪১টিকে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৪১ কোম্পানির মধ্যে ২৩টিকে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে স্থানান্তর করা হবে। এরমধ্যে ৭টির উৎপাদনে আছে ও ১৬টির বন্ধ রয়েছে। আর ১৮টিকে এটিবিতে পাঠানো হবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানিকে অবসায়নে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলো হলো- আরবি টেক্সটাইল, আজাদী প্রিন্টার্স, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ডায়িং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ লাগেজ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ, চিক টেক্স, ঈগল স্টার টেক্সটাইল, জার্মান বাংলা জে.বি. ফুড, গাল্ফ ফুড, হিল প্ল্যান্টেশন, যশোর সিমেন্ট, এম হুসাইন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডায়িং, ম্যাক এন্টারপ্রাইজ, ম্যাক পেপার, ফনিক্স লেদার, দ্যা ইঞ্জিনিয়ার্স লি:, টিউলিপ ডেইরি অ্যান্ড ফুড, পদ্মা প্রিন্টার্স, বাংলাদেশ প্ল্যান্টেশন, খাজা মোজাইক টাইলস, ন্যাশনাল অক্সিজেন, প্যারাগন লেদার, জিইম নীটওয়্যার এবং জিএসজি ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন লিমিটেড।

ঢাকা/এইচকে

শেয়ার করুন

x

শেয়ারবাজার থেকে বাদ পড়লো তালিকাভুক্ত ২৯ কোম্পানি

আপডেট: ০৯:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভূক্ত ওভার দ্যা কাউন্টার মার্কেটের (ওটিসি) ৭০ কোম্পানির মধ্যে ২৯ কোম্পানি অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন (বিএসইসি)। বাদ বাকি কোম্পানিগুলোর মধ্যে ৪১টিকে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে ও অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৪১ কোম্পানির মধ্যে ২৩টিকে স্মল ক্যাপিটাল প্লাটফর্মে স্থানান্তর করা হবে। এরমধ্যে ৭টির উৎপাদনে আছে ও ১৬টির বন্ধ রয়েছে। আর ১৮টিকে এটিবিতে পাঠানো হবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

যেসব কোম্পানিকে অবসায়নে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলো হলো- আরবি টেক্সটাইল, আজাদী প্রিন্টার্স, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ডায়িং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ লাগেজ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ, চিক টেক্স, ঈগল স্টার টেক্সটাইল, জার্মান বাংলা জে.বি. ফুড, গাল্ফ ফুড, হিল প্ল্যান্টেশন, যশোর সিমেন্ট, এম হুসাইন গার্মেন্টস ওয়াশিং অ্যান্ড ডায়িং, ম্যাক এন্টারপ্রাইজ, ম্যাক পেপার, ফনিক্স লেদার, দ্যা ইঞ্জিনিয়ার্স লি:, টিউলিপ ডেইরি অ্যান্ড ফুড, পদ্মা প্রিন্টার্স, বাংলাদেশ প্ল্যান্টেশন, খাজা মোজাইক টাইলস, ন্যাশনাল অক্সিজেন, প্যারাগন লেদার, জিইম নীটওয়্যার এবং জিএসজি ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন লিমিটেড।

ঢাকা/এইচকে