০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২১.২০ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • / ৪২৬৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সদ্য সমাপ্ত সপ্তাহে (০২-০৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইর লেনদেনের পরিমান বেড়েছে ২১.২০ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে মূলধনের পরিমান। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩ হাজার ৫৮৫ কোটি ৭৪ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৫৮ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬২৭ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯৯৩ টাকার বা ২১.২০ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ১৫ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৩৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৫৩ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন: ডিএসই’র পিই রেশিও কমেছে

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ২৩টির। আর ১৮৫টির দাম ছিল অপরিবর্তিত।

প্রসঙ্গত, ডিএসইর উল্লেখিত সাপ্তাহিক বাজার পরযালোচনা ১৮ থেকে ২২ জুনের সাপ্তাহিক প্রতিবেদনের সাথে ২ থেকে ৬ জুলাইয়ের তথ্য তুলনা করে তৈরী করা হয়েছে। সপ্তাহে কমপক্ষে ৩ দিন লেনদেন হলে সাপ্তাহিক প্রতিবেদন তৈরী করা যায়। কিন্তু ঈদের আগে ২৫ ও ২৬ জুন মাত্র দুই দিন লেনদেন হয়েছিল।

বিদায়ী সপ্তাহে সিএসইর সিএএসপিআই দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৭২০ দশমিক ৮০ পয়েন্টে। এছাড়া সিএসই ৫০ সূচক দশমিক শূন্য ৩ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক শূন্য শূন্য ১ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক শূন্য ৩ শতাংশ, সিএসআই সূচক দশমিক ১০ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ৭ দশমিক ৪৩ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৫ দশমিক ৩৫ পয়েন্টে, ১৩ হাজার ৩৯৮ দশমিক ২২ পয়েন্টে, ১১ হাজার ১৮৭ দশমিক ২৭ পয়েন্টে, ১ হাজার ১৭৭ দশমিক ৫২ পয়েন্টে এবং ২ হাজার ৭ দশমিক শূন্য ৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৯ হাজার ১৪ কোটি ৮ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস সোমবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫৮ হাজার ৫৫০ কোটি ১৯ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৪৬৩ কোটি ৮৯ লাখ টাকা।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৯৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৬৯ কোটি ২৯ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১৮৪ কোটি ৩০ লাখ টাকা।

তালিকাভুক্ত ৩১১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৯টির, দর কমেছে ৯১টির ও অপরিবর্তিত রয়েছে ১৪১টি কোম্পানির।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২১.২০ শতাংশ

আপডেট: ০১:০০:৫৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

সদ্য সমাপ্ত সপ্তাহে (০২-০৬ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। বিদায়ী সপ্তাহে ডিএসইর লেনদেনের পরিমান বেড়েছে ২১.২০ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে মূলধনের পরিমান। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩ হাজার ৫৮৫ কোটি ৭৪ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৯৫৮ কোটি ৪৭ লাখ ৪৪ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬২৭ কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৯৯৩ টাকার বা ২১.২০ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ১৫ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ২৫ শতাংশ বেড়ে ৬ হাজার ৩৩৪ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.৫৩ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন: ডিএসই’র পিই রেশিও কমেছে

ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ২৩টির। আর ১৮৫টির দাম ছিল অপরিবর্তিত।

প্রসঙ্গত, ডিএসইর উল্লেখিত সাপ্তাহিক বাজার পরযালোচনা ১৮ থেকে ২২ জুনের সাপ্তাহিক প্রতিবেদনের সাথে ২ থেকে ৬ জুলাইয়ের তথ্য তুলনা করে তৈরী করা হয়েছে। সপ্তাহে কমপক্ষে ৩ দিন লেনদেন হলে সাপ্তাহিক প্রতিবেদন তৈরী করা যায়। কিন্তু ঈদের আগে ২৫ ও ২৬ জুন মাত্র দুই দিন লেনদেন হয়েছিল।

বিদায়ী সপ্তাহে সিএসইর সিএএসপিআই দশমিক শূন্য ৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৭২০ দশমিক ৮০ পয়েন্টে। এছাড়া সিএসই ৫০ সূচক দশমিক শূন্য ৩ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক শূন্য শূন্য ১ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক শূন্য ৩ শতাংশ, সিএসআই সূচক দশমিক ১০ শতাংশ এবং সিএসই এসএমইএক্স ৭ দশমিক ৪৩ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৫ দশমিক ৩৫ পয়েন্টে, ১৩ হাজার ৩৯৮ দশমিক ২২ পয়েন্টে, ১১ হাজার ১৮৭ দশমিক ২৭ পয়েন্টে, ১ হাজার ১৭৭ দশমিক ৫২ পয়েন্টে এবং ২ হাজার ৭ দশমিক শূন্য ৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৯ হাজার ১৪ কোটি ৮ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস সোমবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫৮ হাজার ৫৫০ কোটি ১৯ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৪৬৩ কোটি ৮৯ লাখ টাকা।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৮৪ কোটি ৯৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২৬৯ কোটি ২৯ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১৮৪ কোটি ৩০ লাখ টাকা।

তালিকাভুক্ত ৩১১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৭৯টির, দর কমেছে ৯১টির ও অপরিবর্তিত রয়েছে ১৪১টি কোম্পানির।

ঢাকা/টিএ