সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

- আপডেট: ১১:২৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ১০৩৭৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি ও ১ বন্ড বিদায়ী সপ্তাহে ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি ৩টি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর বন্ডটি চলতি বছরের প্রথমার্ধের জন্য কুপন রেট ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো-সোনার বাংলা ইন্সুরেন্স, ঢাকা ইন্সুরেন্স ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আর বন্ডটি হলো এপিএসসিএল বন্ড।
সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ০৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৮৮ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা ৬২ পয়সা (পুর্নমূল্যায়িত)। আগের বছর একই সময়ে এনএভি ছিল ১৮ টাকা ২২ পয়সা (পুর্নমূল্যায়িত)। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিপি) হয়েছে ৩ টাকা ৬৬ পয়সা। আগের বছর এনওসিপি ছিল ১ টাকা ২৯ পয়সা।
আগামী ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ জুলাই।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ঢাকা ইন্সুরেন্স লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৯ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৬ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩১ টাকা ৬১ পয়সা (পুর্নমূল্যায়িত)। আগের বছর একই সময়ে এনএভি ছিল ৩০ টাকা ১৩ পয়সা (পুর্নমূল্যায়িত)। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিপি) হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। আগের বছর এনওসিপি ছিল ১ টাকা ৬০ পয়সা।
আগামী ১০ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৪ জুলাই।
ট্রাস্ট ব্যাংক লিমিটেড: কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮০ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ১৭ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৭ টাকা ৩৭ পয়সা (পুর্নমূল্যায়িত)। আগের বছর একই সময়ে এনএভি ছিল ২৩ টাকা ৭৫ পয়সা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিপি) হয়েছে ৬১ টাকা ২১ পয়সা। আগের বছর এনওসিপি ছিল ৩১ টাকা ০৮ পয়সা।
আগামী ০৯ আগস্ট বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৭ জুলাই।
এপিএসসিএল বন্ড: এপিএসসিএল নন-কনভাটেবল অ্যান্ড ফুল্লি রিডেম্বল কুপন বিয়ারি বন্ড ইউনিটহোল্ডারদের জন্য ৮.৫০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে।
বন্ডটি চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত দ্বিতীয় বছরের প্রথমার্ধের জন্য এই কুপন রেট ঘোষণা করে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ জুলাই।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- সংশোধিত রাজস্বেও ঘাটতি ৪৪ হাজার কোটি টাকা
- আজকের রাশিফল: ১৯ জুন ২০২০
- ১৯ জুন: ইতিহাসে আজকের এই দিনে
- সপ্তাহের ব্যবধানে পিই রেশিও কমেছে ১ দশমিক ৩০ শতাংশ
- সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে
- ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা উধাও!
- গ্রাহকদের টাকা ফিরিয়ে দিতে চায় বানকো সিকিউরিটিজ
- মিলিয়ে নিন, সোনালী লাইফের আইপিওতে আপনার আবেদন হয়েছে কি-না!
- শেয়ারদর ওঠা-নামার সর্বোচ্চ সীমা বেঁধে দিল বিএসইসি
- জিআই সনদ পেল আরও ৬ পণ্য
- উঠে গেল পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির ফ্লোর প্রাইস
- ৮০ হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকে চাকরির সুযোগ
- মেঘনা গ্রুপে জরুরি নিয়োগ, আবেদন করুন আজই
- ১ জুলাই থেকে বন্ধ হচ্ছে না অবৈধ মোবাইল ফোন
- মাইক্রোসফটের চেয়ারম্যান হলেন সত্য নাদেলা!