০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

সরকারি দুর্নীতিকে ‘বড় সমস্যা’ মনে করেন ৭২% মানুষ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:১৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • / ৪১৭৮ বার দেখা হয়েছে

গত ১২ মাসে যারা সরকারি সেবা নিয়েছেন, তাদের মধ্যে ২৪ শতাংশ মানুষ একবারের জন্য হলেও ঘুষ দিয়েছেন। এ অবস্থায় দেশের ৭২ শতাংশ মানুষ মনে করেন, সরকারি দুর্নীতিই সবচেয়ে ‘বড় সমস্যা’। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার-এশিয়া ২০২০’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করেছে। মূলত এশিয়া অঞ্চলের ১৭টি দেশের ওপর চালানো জরিপ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এসব দেশের মোট ২০ হাজার নাগরিকের ওপর এই জরিপ চালানো হয়। ২০১৯ সালের মার্চ মাস থেকে ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ১৭টি দেশের মধ্যে এক-চতুর্থাংশে একনায়ক শাসনব্যবস্থা চালু আছে। সেসব দেশে জনগণের নাগরিক ও রাজনৈতিক অধিকার যেমন সীমিত, তেমনি সীমিত বাকস্বাধীনতাও। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের প্রতি চারজনে একজন বলেছেন, তাদের দেশে দুর্নীতি একটি বড় সমস্যা। এই প্রতিবেদনে সার্বিকভাবে দেখা গেছে যে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতি পাঁচজনে একজন সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দিয়েছেন।

বাংলাদেশের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বিদ্যমান সরকারি সেবাগুলোর মধ্যে পুলিশের কাছ থেকে সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় নাগরিকদের। শতাংশের হিসাবে তা হলো ৩৭%। আবার সংস্থার দুর্নীতির হিসাবে স্থানীয় সরকারের কর্মকর্তাদের ঘুষ দিতে হয় ৩৫ শতাংশ।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি একটা বড় সমস্যা। প্রকাশিত প্রতিবেদনে সেই বাস্তবতার প্রতিফলন ঘটেছে।

সার্বিকভাবে সরকারি দুর্নীতিকে ‘বড় সমস্যা’ বলে মনে করেন, এমন মানুষের সংখ্যার দিক থেকে সবার ওপরে আছে ইন্দোনেশিয়া। দেশটির প্রায় ৯২ শতাংশ মানুষ এমনটা মনে করেন। তাইওয়ানের ৯১ শতাংশ এবং মালদ্বীপের ৯০ শতাংশ মানুষ মনে করেন, তাদের দেশে সরকারি দুর্নীতি অন্যতম বড় সমস্যা। ভারতে এটি ৮৯ শতাংশ। তুলনামূলক নিজ দেশে সরকারি দুর্নীতিকে বড় সমস্যা মনে করেন না কম্বোডিয়া (৩৩%) ও মিয়ানমারের (৫০%) মানুষ।

এ ছাড়া এশিয়াজুড়ে প্রতি চারজনে একজন মানুষ তাদের দেশের দুর্নীতি দমন সংস্থার নামের সঙ্গে পরিচিত। এর মধ্যে সার্বিকভাবে ৬৩ শতাংশ মানুষ মনে করেন, তাদের দেশের দুর্নীতিবিরোধী সংস্থাটি বেশ ভালো কাজ করছে। স্থানীয় দুর্নীতি দমন সংস্থায় আস্থা রাখার দিক থেকে এশিয়ার ১৭টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে মিয়ানমার। দেশটির প্রায় ৯৪ শতাংশ মানুষ তাদের জাতীয় দুর্নীতিবিরোধী সংস্থায় আস্থা রাখেন। তবে দেশটিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি দমনে যেমন সুষ্ঠু তদন্তে জোর দেওয়া হয়, সেই তুলনায় সামরিক কর্মকর্তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয় বলে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। দুর্নীতি দমন সংস্থায় আস্থা রাখার ক্ষেত্রে মিয়ানমারের পরই অবস্থান বাংলাদেশের। এ দেশে দুর্নীতি দমন সংস্থায় আস্থা রাখেন ৮৬ শতাংশ মানুষ।

সার্বিক জরিপে অংশগ্রহণকারীদের ৩৮ শতাংশ মনে করেন, দুর্নীতি বাড়ছে। আর ২৮ শতাংশ মনে করেন, দুর্নীতি আগের মতোই আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যদিও জনসাধারণ সরকারি দুর্নীতিকে বড় সমস্যা বলে মনে করছে, তবে একই সঙ্গে সংশ্লিষ্ট সরকার এসব দুর্নীতির বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিচ্ছে, তাতে তাদের সমর্থনও রয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের ৬১ শতাংশ মনে করেন, তাদের সরকার দুর্নীতি সামাল দিতে ভালো পদক্ষেপ গ্রহণ করছে। আবার জরিপে এ-ও দেখা গেছে যে সার্বিকভাবে ৩২ শতাংশ নাগরিক মনে করেন, বেশির ভাগ বা সব সংসদ সদস্যই দুর্নীতিতে জড়িত থাকেন।

শেয়ার করুন

x
English Version

সরকারি দুর্নীতিকে ‘বড় সমস্যা’ মনে করেন ৭২% মানুষ

আপডেট: ১১:১৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০

গত ১২ মাসে যারা সরকারি সেবা নিয়েছেন, তাদের মধ্যে ২৪ শতাংশ মানুষ একবারের জন্য হলেও ঘুষ দিয়েছেন। এ অবস্থায় দেশের ৭২ শতাংশ মানুষ মনে করেন, সরকারি দুর্নীতিই সবচেয়ে ‘বড় সমস্যা’। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার-এশিয়া ২০২০’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে এই প্রতিবেদন প্রকাশ করেছে। মূলত এশিয়া অঞ্চলের ১৭টি দেশের ওপর চালানো জরিপ থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এসব দেশের মোট ২০ হাজার নাগরিকের ওপর এই জরিপ চালানো হয়। ২০১৯ সালের মার্চ মাস থেকে ২০২০ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই জরিপ পরিচালিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, এই ১৭টি দেশের মধ্যে এক-চতুর্থাংশে একনায়ক শাসনব্যবস্থা চালু আছে। সেসব দেশে জনগণের নাগরিক ও রাজনৈতিক অধিকার যেমন সীমিত, তেমনি সীমিত বাকস্বাধীনতাও। জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের প্রতি চারজনে একজন বলেছেন, তাদের দেশে দুর্নীতি একটি বড় সমস্যা। এই প্রতিবেদনে সার্বিকভাবে দেখা গেছে যে অংশগ্রহণকারীদের মধ্যে প্রতি পাঁচজনে একজন সরকারি সেবা নিতে গিয়ে ঘুষ দিয়েছেন।

বাংলাদেশের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বিদ্যমান সরকারি সেবাগুলোর মধ্যে পুলিশের কাছ থেকে সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয় নাগরিকদের। শতাংশের হিসাবে তা হলো ৩৭%। আবার সংস্থার দুর্নীতির হিসাবে স্থানীয় সরকারের কর্মকর্তাদের ঘুষ দিতে হয় ৩৫ শতাংশ।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি একটা বড় সমস্যা। প্রকাশিত প্রতিবেদনে সেই বাস্তবতার প্রতিফলন ঘটেছে।

সার্বিকভাবে সরকারি দুর্নীতিকে ‘বড় সমস্যা’ বলে মনে করেন, এমন মানুষের সংখ্যার দিক থেকে সবার ওপরে আছে ইন্দোনেশিয়া। দেশটির প্রায় ৯২ শতাংশ মানুষ এমনটা মনে করেন। তাইওয়ানের ৯১ শতাংশ এবং মালদ্বীপের ৯০ শতাংশ মানুষ মনে করেন, তাদের দেশে সরকারি দুর্নীতি অন্যতম বড় সমস্যা। ভারতে এটি ৮৯ শতাংশ। তুলনামূলক নিজ দেশে সরকারি দুর্নীতিকে বড় সমস্যা মনে করেন না কম্বোডিয়া (৩৩%) ও মিয়ানমারের (৫০%) মানুষ।

এ ছাড়া এশিয়াজুড়ে প্রতি চারজনে একজন মানুষ তাদের দেশের দুর্নীতি দমন সংস্থার নামের সঙ্গে পরিচিত। এর মধ্যে সার্বিকভাবে ৬৩ শতাংশ মানুষ মনে করেন, তাদের দেশের দুর্নীতিবিরোধী সংস্থাটি বেশ ভালো কাজ করছে। স্থানীয় দুর্নীতি দমন সংস্থায় আস্থা রাখার দিক থেকে এশিয়ার ১৭টি দেশের মধ্যে শীর্ষে রয়েছে মিয়ানমার। দেশটির প্রায় ৯৪ শতাংশ মানুষ তাদের জাতীয় দুর্নীতিবিরোধী সংস্থায় আস্থা রাখেন। তবে দেশটিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি দমনে যেমন সুষ্ঠু তদন্তে জোর দেওয়া হয়, সেই তুলনায় সামরিক কর্মকর্তাদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয় বলে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। দুর্নীতি দমন সংস্থায় আস্থা রাখার ক্ষেত্রে মিয়ানমারের পরই অবস্থান বাংলাদেশের। এ দেশে দুর্নীতি দমন সংস্থায় আস্থা রাখেন ৮৬ শতাংশ মানুষ।

সার্বিক জরিপে অংশগ্রহণকারীদের ৩৮ শতাংশ মনে করেন, দুর্নীতি বাড়ছে। আর ২৮ শতাংশ মনে করেন, দুর্নীতি আগের মতোই আছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যদিও জনসাধারণ সরকারি দুর্নীতিকে বড় সমস্যা বলে মনে করছে, তবে একই সঙ্গে সংশ্লিষ্ট সরকার এসব দুর্নীতির বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিচ্ছে, তাতে তাদের সমর্থনও রয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের ৬১ শতাংশ মনে করেন, তাদের সরকার দুর্নীতি সামাল দিতে ভালো পদক্ষেপ গ্রহণ করছে। আবার জরিপে এ-ও দেখা গেছে যে সার্বিকভাবে ৩২ শতাংশ নাগরিক মনে করেন, বেশির ভাগ বা সব সংসদ সদস্যই দুর্নীতিতে জড়িত থাকেন।