সর্বোচ্চ দামেও মিলছে না তিন কোম্পানির শেয়ার

- আপডেট: ১২:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১০৩৬২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- আইপিডিসি ফিন্যান্স, সাউথবাংলা ব্যাংক ও রিজেন্ট টেক্সটাইল লিমিটেড।
সূত্র মতে, আজ বেলা ১২টা ৩ মিনিট পর্যন্ত আইপিডিসি ফিন্যান্সের স্ক্রিনে ৬০ লাখ ৪৭ হাজার ১১৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
এদিকে একই সময়ে সাউথবাংলা ব্যাংকের স্ক্রিনে ৭৬ লাখ ২৮ হাজার ৩৩৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
একই সময়ে রিজেন্ট টেক্সটাইল লিমিটেডর স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
ঢাকা/এনইউ
আরও পড়ুন: