০৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত প্রাইম টেক্সটাইল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৪০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
  • / ৪২১০ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস তার সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করেছে। ওই বিনিয়োগ থেকে কোম্পানিটি কোনো আর্থিক সুবিধা পাচ্ছে না। এতে প্রাইম টেক্সটাইল আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সর্বশেষ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করে এমন মন্তব্য করেছে সংশ্লিষ্ট নিরীক্ষক। ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিরীক্ষক জানিয়েছে, প্রাইম টেক্সটাইল থেকে তার সহযোগী কোম্পানিতে ৪ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে। কিন্তু, ওই বিনিয়োগ থেকে প্রাইম টেক্সটাইল কোনো আর্থিক সুবিধা পাচ্ছে না। এছাড়া, ওই বিনিয়োগ বাড়ছে না। এতে কোম্পানিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে, নিরীক্ষক আরও জানিয়েছে, প্রাইম টেক্সটাইল কর্তৃপক্ষ শ্রম আইন পরিপালন করেছে বলে দাবি করছে। তাদের আর্থিক হিসাব নিরীক্ষায় কোনো ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের (ডব্লিউপিপিএফ) তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: লাফার্জ হোলসিমের চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, এখনও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবণ্টিত ডিভিডেন্ড হস্তান্তর করেনি প্রাইম টেক্সটাইল কর্তৃপক্ষ। কোম্পানিটিতে ৩ কোটি ৬ লাখ ৩৫ হাজার টাকার অবণ্টিত ডিভিডেন্ড আছে, যা কয়েক বছর ধরে তাদের কাছে জমা আছে।

এদিকে, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের ব্যবসা ভালো যাচ্ছে না। ফলে, শেয়ারহোল্ডাররা পাচ্ছে না কাঙ্ক্ষিত ডিভিডেন্ড। এমন একটি কোম্পানি থেকে উদ্যোক্তা/পরিচালকদের কোম্পানিতে বিনিয়োগের নামে অর্থ পাচার করা হচ্ছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া প্রাইম টেক্সটাইলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৮ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫০ শতাংশ।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত প্রাইম টেক্সটাইল

আপডেট: ০৭:৪০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩

পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস তার সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করেছে। ওই বিনিয়োগ থেকে কোম্পানিটি কোনো আর্থিক সুবিধা পাচ্ছে না। এতে প্রাইম টেক্সটাইল আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সর্বশেষ হিসাব বছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করে এমন মন্তব্য করেছে সংশ্লিষ্ট নিরীক্ষক। ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিরীক্ষক জানিয়েছে, প্রাইম টেক্সটাইল থেকে তার সহযোগী কোম্পানিতে ৪ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা বিনিয়োগ করা হয়েছে। কিন্তু, ওই বিনিয়োগ থেকে প্রাইম টেক্সটাইল কোনো আর্থিক সুবিধা পাচ্ছে না। এছাড়া, ওই বিনিয়োগ বাড়ছে না। এতে কোম্পানিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে, নিরীক্ষক আরও জানিয়েছে, প্রাইম টেক্সটাইল কর্তৃপক্ষ শ্রম আইন পরিপালন করেছে বলে দাবি করছে। তাদের আর্থিক হিসাব নিরীক্ষায় কোনো ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের (ডব্লিউপিপিএফ) তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: লাফার্জ হোলসিমের চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, এখনও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে অবণ্টিত ডিভিডেন্ড হস্তান্তর করেনি প্রাইম টেক্সটাইল কর্তৃপক্ষ। কোম্পানিটিতে ৩ কোটি ৬ লাখ ৩৫ হাজার টাকার অবণ্টিত ডিভিডেন্ড আছে, যা কয়েক বছর ধরে তাদের কাছে জমা আছে।

এদিকে, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের ব্যবসা ভালো যাচ্ছে না। ফলে, শেয়ারহোল্ডাররা পাচ্ছে না কাঙ্ক্ষিত ডিভিডেন্ড। এমন একটি কোম্পানি থেকে উদ্যোক্তা/পরিচালকদের কোম্পানিতে বিনিয়োগের নামে অর্থ পাচার করা হচ্ছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া প্রাইম টেক্সটাইলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৮ কোটি ২০ লাখ টাকা। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫০ শতাংশ।

ঢাকা/টিএ