০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪

সাগর-রুনি মামলার তদন্তে লাগলে ৫০ বছর সময় দিতে হবে: আইনমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪১৪২ বার দেখা হয়েছে

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার সঠিকভাবে দোষী নির্ণয় করতে, তদন্তে যতদিন সময় লাগে তাদেরকে ততটুকু সময় দিতে হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই মামলাটি ব্যতিক্রমী। যেখানে অপরাধীকে ধরা যাচ্ছে না, তদন্ত শেষ করতে পারছেন না, অবশ্যই তাদেরকে সময় দিতে হবে।

আজ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সচিবালয় আইন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে তিনি একথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সাগর-রুনি হত্যা মামলার বিচারে কেন বিলম্ব হচ্ছে- এমন এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, এই মামলায় (সাগর-রুনি) যদি পুলিশ তদন্ত শেষ না করতে পারে, তাহলে কি জোর করে সেই তদন্ত সমাপ্ত করে একটা চূড়ান্ত প্রতিবেদন কিংবা অভিযোগপত্র দেওয়ানো কি ঠিক? তাদের তদন্তে যতদিন সময় লাগে সঠিকভাবে দোষী নির্ণয় করতে তাদেরকে ততটুকু সময় দিতে হবে, তাতে যদি ৫০ বছর লাগে, তাহলে ৫০ বছর সময় দিতে হবে।

তাহলে কি আমরা ৫০ বছর অপেক্ষা করবো এই রায়ের জন্য, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এই মামলাটি ব্যতিক্রমী। যেসব মামলায় অপরাধীকে ধরা গেছে, সেগুলোর বিচার তড়িৎ হচ্ছে। যেখানে অপরাধীকে ধরা যাচ্ছে না, তদন্ত শেষ করতে পারছেন না, অবশ্যই তাদেরকে সময় দিতে হবে।

আরও পড়ুন: কোটা খালি রেখেই শেষ হচ্ছে হজের নিবন্ধন

আনিসুল হক বলেন, ‘অকাট্য প্রমাণ থাকার পরও বিদেশে ছড়ানো হচ্ছে- তার (ড. ইউনূস) বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো প্রথমে মিথ্যা এবং বলা হচ্ছে আমরা তাকে হয়রানির জন্য এটা করছি।’

তিনি বলেন, ‘দুটো কথাই- সরকার ড. ইউনূসকে হয়রানির করার জন্য কিছু করছে না, সরকার ড. ইউনূসের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না। যে মামলা হয়েছে, সেটা শ্রমিকরা করেছিল। এরপর শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে অধিদপ্তর আছে, সেই ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে মামলা করেছে।’

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

সাগর-রুনি মামলার তদন্তে লাগলে ৫০ বছর সময় দিতে হবে: আইনমন্ত্রী

আপডেট: ০৩:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলার সঠিকভাবে দোষী নির্ণয় করতে, তদন্তে যতদিন সময় লাগে তাদেরকে ততটুকু সময় দিতে হবে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই মামলাটি ব্যতিক্রমী। যেখানে অপরাধীকে ধরা যাচ্ছে না, তদন্ত শেষ করতে পারছেন না, অবশ্যই তাদেরকে সময় দিতে হবে।

আজ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সচিবালয় আইন মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে তিনি একথা বলেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সাগর-রুনি হত্যা মামলার বিচারে কেন বিলম্ব হচ্ছে- এমন এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, এই মামলায় (সাগর-রুনি) যদি পুলিশ তদন্ত শেষ না করতে পারে, তাহলে কি জোর করে সেই তদন্ত সমাপ্ত করে একটা চূড়ান্ত প্রতিবেদন কিংবা অভিযোগপত্র দেওয়ানো কি ঠিক? তাদের তদন্তে যতদিন সময় লাগে সঠিকভাবে দোষী নির্ণয় করতে তাদেরকে ততটুকু সময় দিতে হবে, তাতে যদি ৫০ বছর লাগে, তাহলে ৫০ বছর সময় দিতে হবে।

তাহলে কি আমরা ৫০ বছর অপেক্ষা করবো এই রায়ের জন্য, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এই মামলাটি ব্যতিক্রমী। যেসব মামলায় অপরাধীকে ধরা গেছে, সেগুলোর বিচার তড়িৎ হচ্ছে। যেখানে অপরাধীকে ধরা যাচ্ছে না, তদন্ত শেষ করতে পারছেন না, অবশ্যই তাদেরকে সময় দিতে হবে।

আরও পড়ুন: কোটা খালি রেখেই শেষ হচ্ছে হজের নিবন্ধন

আনিসুল হক বলেন, ‘অকাট্য প্রমাণ থাকার পরও বিদেশে ছড়ানো হচ্ছে- তার (ড. ইউনূস) বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো প্রথমে মিথ্যা এবং বলা হচ্ছে আমরা তাকে হয়রানির জন্য এটা করছি।’

তিনি বলেন, ‘দুটো কথাই- সরকার ড. ইউনূসকে হয়রানির করার জন্য কিছু করছে না, সরকার ড. ইউনূসের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না। যে মামলা হয়েছে, সেটা শ্রমিকরা করেছিল। এরপর শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে অধিদপ্তর আছে, সেই ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে মামলা করেছে।’

ঢাকা/এসএম