০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

সাম্প্রদায়িক বিশৃঙ্খলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: পরিবেশ মন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
  • / ৪১০৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্তে বের হয়ে আসবে। এ ঘটনায় অপরাধী যে ব্যক্তিই হোক, তাকে শাস্তির আওতায় আনা হবে। শুক্রবার (১৫ অক্টোবর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজারে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের জুড়ী-বড়লেখায় এরকম কোনও ঘটনার পুনরাবৃত্তি হয়নি। কোনও দিন হবে না। কারণ এখানকার হিন্দু-মুসলিম, আমরা ভাই ভাই হিসেবে বসবাস করি। আমরা আত্মার আত্মীয় হিসেবে একে অন্যের সঙ্গে মিলে চলি। আমাদের ঈদে আপনাদের পূজায় আমরা একাকার হই। আনন্দ উপভোগ করি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আলোচনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক অনুকূল চন্দ্র দাসের সভাপতিত্বে ও অকিল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, তালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদুৎ কান্তি দাস প্রমুখ।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

x
English Version

সাম্প্রদায়িক বিশৃঙ্খলায় জড়িতদের ছাড় দেওয়া হবে না: পরিবেশ মন্ত্রী

আপডেট: ০১:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা তদন্তে বের হয়ে আসবে। এ ঘটনায় অপরাধী যে ব্যক্তিই হোক, তাকে শাস্তির আওতায় আনা হবে। শুক্রবার (১৫ অক্টোবর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের বাংলাবাজারে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের জুড়ী-বড়লেখায় এরকম কোনও ঘটনার পুনরাবৃত্তি হয়নি। কোনও দিন হবে না। কারণ এখানকার হিন্দু-মুসলিম, আমরা ভাই ভাই হিসেবে বসবাস করি। আমরা আত্মার আত্মীয় হিসেবে একে অন্যের সঙ্গে মিলে চলি। আমাদের ঈদে আপনাদের পূজায় আমরা একাকার হই। আনন্দ উপভোগ করি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আলোচনা সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক অনুকূল চন্দ্র দাসের সভাপতিত্বে ও অকিল চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, তালিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদুৎ কান্তি দাস প্রমুখ।

ঢাকা/এমটি