০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪

সিরাজগঞ্জে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
  • / ৪১৮২ বার দেখা হয়েছে

পড়ছে বৃষ্টির মতো কুয়াশা। কুয়াশা কাটিয়ে সূর্যের দেখা মিললেও বাড়ছেনা সর্বনিম্ন তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড  করা হয়েছে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে। উভয় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড  করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে জেলা জুড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতায় কাঁপছে মানুষ।

বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলছে। এটাই এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলার সব প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গতকাল দুই দিনের ছুটি ঘোষণা করা হয়।

তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এ অঞ্চলে এটি সর্বনিম্ন তাপমাত্রা। যার ফলে এই এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ায় উচ্চচাপ বলয়ের কারণে কুয়াশার তীব্রতা বেড়েছে। রোদ উঠলেও জানুয়ারি মাসজুড়েই এমন শীত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

এদিকে এদিন সকালে আকাশে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা কম থাকায় ব্যাপক শীত অনুভূত হচ্ছে। মাঝারি শৈত্যপ্রবাহ দেখা যাওয়ায় নিম্ন আয়ের মানুষগুলোর কর্মজীবনে নেমেছে স্থবিরতা। জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন অনেকে।

আরও পড়ুন: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম আব্দুর রহমান বলেন, সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের হিসেবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায় জেলার মোট ১৬৭১টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান আজকেও ছুটি ঘোষণা করা হয়েছে। তবে অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে। আগামীকালের আবহাওয়া আপডেট পাবার পরে আবার আগামীকালের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সদরের চন্ডিদাসগাতি এলাকার মাঠে কাজ করা কৃষক সুরুত জামান তালুকদার বলেন, আকাশে রোদ উঠলেও ব্যাপক ঠান্ডা। অনেক বছর পর এতো শীত পড়েছে। এই শীতে জমির পানিতে নেমে কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। তবুও কাজ তো করতেই হবে।

প্রসঙ্গত, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় সিরাজগঞ্জের মোট ১৬৭১টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মোট ৫৮৪টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা/কেএ

শেয়ার করুন

x

সিরাজগঞ্জে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ

আপডেট: ১০:৩১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪

পড়ছে বৃষ্টির মতো কুয়াশা। কুয়াশা কাটিয়ে সূর্যের দেখা মিললেও বাড়ছেনা সর্বনিম্ন তাপমাত্রা। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড  করা হয়েছে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে। উভয় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড  করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে জেলা জুড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতায় কাঁপছে মানুষ।

বাঘাবাড়ি প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলছে। এটাই এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলার সব প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গতকাল দুই দিনের ছুটি ঘোষণা করা হয়।

তাড়াশ কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, সকালে এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মৌসুমে এ অঞ্চলে এটি সর্বনিম্ন তাপমাত্রা। যার ফলে এই এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়ায় উচ্চচাপ বলয়ের কারণে কুয়াশার তীব্রতা বেড়েছে। রোদ উঠলেও জানুয়ারি মাসজুড়েই এমন শীত অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

এদিকে এদিন সকালে আকাশে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা কম থাকায় ব্যাপক শীত অনুভূত হচ্ছে। মাঝারি শৈত্যপ্রবাহ দেখা যাওয়ায় নিম্ন আয়ের মানুষগুলোর কর্মজীবনে নেমেছে স্থবিরতা। জীবিকার তাগিদে শীতকে উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন অনেকে।

আরও পড়ুন: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায়

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম আব্দুর রহমান বলেন, সিরাজগঞ্জের বাঘাবাড়ি আবহাওয়া অফিসের হিসেবে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে আসায় জেলার মোট ১৬৭১টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান আজকেও ছুটি ঘোষণা করা হয়েছে। তবে অফিসিয়াল কার্যক্রম চলমান থাকবে। আগামীকালের আবহাওয়া আপডেট পাবার পরে আবার আগামীকালের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সদরের চন্ডিদাসগাতি এলাকার মাঠে কাজ করা কৃষক সুরুত জামান তালুকদার বলেন, আকাশে রোদ উঠলেও ব্যাপক ঠান্ডা। অনেক বছর পর এতো শীত পড়েছে। এই শীতে জমির পানিতে নেমে কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে। তবুও কাজ তো করতেই হবে।

প্রসঙ্গত, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় সিরাজগঞ্জের মোট ১৬৭১টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মোট ৫৮৪টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা/কেএ