১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫

সীমিত পরিসরে চালু হতে পারে গণপরিবহন, সিদ্ধান্ত মঙ্গলবার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • / ১০৪০২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিদ্যমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের পরিপ্রেক্ষিতে চলমান বিধিনিষেধ আরও বাড়ানো হতে পারে।

বিদ্যমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের পরিপ্রেক্ষিতে চলমান বিধিনিষেধ আরও বাড়ানো হতে পারে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে সরকারি সূত্র।

সোমবার (২ আগস্ট) এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সভা অনুষ্ঠিত হতে পারে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তঃমন্ত্রণালয় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, পুলিশ মহাপরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, সভায় করোনাভাইরাস পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে করণীয় নির্ধারণ করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। বৈঠকে কিছু শর্ত শিথিল করে বিধিনিষেধ আরেক দফা বাড়ানো হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান বিধিনিষেধ শেষ হলে নতুন করে যে বিধিনিষেধ আরোপ করা হবে তাতে গণপরিবহন সীমিত পরিসরে খুলে দেওয়া হতে পারে। এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলবে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সীমিত পরিসরে চালু হতে পারে গণপরিবহন, সিদ্ধান্ত মঙ্গলবার

আপডেট: ০৫:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: বিদ্যমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের পরিপ্রেক্ষিতে চলমান বিধিনিষেধ আরও বাড়ানো হতে পারে।

বিদ্যমান করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের পরিপ্রেক্ষিতে চলমান বিধিনিষেধ আরও বাড়ানো হতে পারে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনলাইনে আন্তঃমন্ত্রণালয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে সরকারি সূত্র।

সোমবার (২ আগস্ট) এ সংক্রান্ত চিঠি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সভা অনুষ্ঠিত হতে পারে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তঃমন্ত্রণালয় সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, ১৬ জন সচিব, পুলিশ মহাপরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন।

প্রতিবেদনে আরও বলা হয়, সভায় করোনাভাইরাস পরিস্থিতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে করণীয় নির্ধারণ করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। বৈঠকে কিছু শর্ত শিথিল করে বিধিনিষেধ আরেক দফা বাড়ানো হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান বিধিনিষেধ শেষ হলে নতুন করে যে বিধিনিষেধ আরোপ করা হবে তাতে গণপরিবহন সীমিত পরিসরে খুলে দেওয়া হতে পারে। এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সীমিত পরিসরে খুলবে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: