০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪

সূচকের পতনেও লেনদেনে বীমার আধিপত্য

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
  • / ৪২৬০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও বীমা খাতের আধিপত্য অব্যাহত। আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ডিএসইর মোট লেনদেনের ৫১.৮১ শতাংশই বীমা খাতের। এদিন ডিএসইর সকল মূল্য সূচকের পতনেও বীমার দাপটে বেড়েছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সাথে কমেছে লেনদেন। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৬৯৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৪ কোটি ৫৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬৬২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইর লেনদেন বাড়ায় সবচেয়ে বেশি অবদান বীমা খাতের। ডিএসইর মোট লেনদেনের ৫১.৮১ শতাংশ বা ৩৩৬ কোটি ৩৭ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।

বীমা খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে ইস্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির ২৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ বীমা খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ৫৫টি কোম্পানির মধ্যে ৩৮টির দর বেড়েছে, ১১টির দর কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত ছিল।

দ্বিতীয় স্থানে রয়েছে খাদ্য ও আনুষাঙ্গিক খাত। ডিএসইর মোট লেনদেনের ১১.৭১ শতাংশ বা ৭৬ কোটি ৩ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।

খাদ্য ও আনুষাঙ্গিক খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ কোম্পানিটির  ৩৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ খাদ্য ও আনুষাঙ্গিক খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ২১টি কোম্পানির মধ্যে ১টির দর বেড়েছে, ১৫টির কমেছে এবং ৪টির দর অপরিবর্তিত ছিল।

৩৫ কোটি ৫৭ লাখ টাকার বা ৫.৪৮ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে বিবিধ খাত। এ খাতের ১২ কোম্পানির মধ্যে ৯টির কমেছে এবং ৩টির দর অপরিবর্তিত ছিল। বিবিধ খাতে ১৭ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন করে এ খাতের শীর্ষে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরও পড়ুন: টার্নওভারের শীর্ষে ফু- ওয়াং ফুড

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার  ১৩৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির।

অপর বাজার সিএসই’র প্রধান সূচক ৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৬২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবস থেকে ৭৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন সিএসইতে ১৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

সূচকের পতনেও লেনদেনে বীমার আধিপত্য

আপডেট: ০৩:১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও বীমা খাতের আধিপত্য অব্যাহত। আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ডিএসইর মোট লেনদেনের ৫১.৮১ শতাংশই বীমা খাতের। এদিন ডিএসইর সকল মূল্য সূচকের পতনেও বীমার দাপটে বেড়েছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সাথে কমেছে লেনদেন। ডিএসই, সিএসই ও আমার স্টক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৬৯৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৩৪ কোটি ৫৪ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬৬২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইর লেনদেন বাড়ায় সবচেয়ে বেশি অবদান বীমা খাতের। ডিএসইর মোট লেনদেনের ৫১.৮১ শতাংশ বা ৩৩৬ কোটি ৩৭ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।

বীমা খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে ইস্টার্ণ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির ২৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ বীমা খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ৫৫টি কোম্পানির মধ্যে ৩৮টির দর বেড়েছে, ১১টির দর কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত ছিল।

দ্বিতীয় স্থানে রয়েছে খাদ্য ও আনুষাঙ্গিক খাত। ডিএসইর মোট লেনদেনের ১১.৭১ শতাংশ বা ৭৬ কোটি ৩ লাখ টাকা লেনদেন হয়েছে এই খাতে।

খাদ্য ও আনুষাঙ্গিক খাতের সবচেয়ে বেশি লেনদেন করেছে ফু-ওয়াং ফুড লিমিটেড। আজ কোম্পানিটির  ৩৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ খাদ্য ও আনুষাঙ্গিক খাতের লেনদেনে অংশ নেয়া এই খাতের ২১টি কোম্পানির মধ্যে ১টির দর বেড়েছে, ১৫টির কমেছে এবং ৪টির দর অপরিবর্তিত ছিল।

৩৫ কোটি ৫৭ লাখ টাকার বা ৫.৪৮ শতাংশ লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে বিবিধ খাত। এ খাতের ১২ কোম্পানির মধ্যে ৯টির কমেছে এবং ৩টির দর অপরিবর্তিত ছিল। বিবিধ খাতে ১৭ কোটি ৯৬ লাখ টাকার লেনদেন করে এ খাতের শীর্ষে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরও পড়ুন: টার্নওভারের শীর্ষে ফু- ওয়াং ফুড

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার  ১৩৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির।

অপর বাজার সিএসই’র প্রধান সূচক ৭ পয়েন্ট কমে ১৮ হাজার ৬২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবস থেকে ৭৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন সিএসইতে ১৪৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির দাম।

ঢাকা/টিএ