সূচকের সামান্য উত্থানে লেনদেন ছাড়াল ২ হাজার কোটি

- আপডেট: ০৩:৩০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১০৩৮১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও ২ হাজার কোটি টাকার ঘর ছাড়িয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে দুই হাজার ৩২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৯২ কোটি ৪১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল এক হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকার।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২২ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৩ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫২ পয়েন্ট কমেছে।
মঙ্গলবার ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, দর কমেছে ১৯৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১২ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৪৫২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৯০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার।
সিএসইতে মোট ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, দর কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।
ঢাকা/এনইউ
- মূল্য সংবেদনশীল তথ্য নেই আরও ২ কোম্পানির
- দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
- কাল মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ
- বুধবার ওয়ালটন হাইটেকের লেনদেন চালু
- চাঙ্গা বাজারেও অনাগ্রহে ৩৪ কোম্পানির শেয়ার
- ছুটছে পুঁজিবাজার, এমন পরিস্থিতিতে বিনিয়োগ কতটা নিরাপদ?
- ফের বীমার শেয়ারদরই চাঙ্গা
- ডিএসই’র নোটিসের জবাব দিল কপারটেক ইন্ডাস্ট্রিজ
- সর্বোচ্চ মুনাফায়ও যেসব শেয়ার ছাড়ছেন না বিনিয়োগকারীরা
- পিছিয়ে পড়েও জয়, কোপায় আর্জেন্টিনাকে পেছনে ফেলল প্যারাগুয়ে
- আজ আষাঢ়ের প্রথম দিন
- রামেকের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু
- আজ বিকেলে ৪ কোম্পানির বোর্ড সভা
- ৯৬ বছরের পুরনো রেকর্ড ছুঁয়ে দিলেন মেসি