০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

পিছিয়ে পড়েও জয়, কোপায় আর্জেন্টিনাকে পেছনে ফেলল প্যারাগুয়ে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • / ৪১৭৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দিনের শুরুর ম্যাচে আর্জেন্টিনা ড্র করেছিল চিলির বিপক্ষে। সে সুযোগটাই নিয়েছে প্যারাগুয়ে। দশ জনের বলিভিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে পৌঁছে গেছে কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের শীর্ষে।

এজন্য অবশ্য বিরতির আগে বলিভিয়ার লাল কার্ডটাকেও ধন্যবাদ দিতে পারে দলটি। তখন ১-০ গোলে পিছিয়ে থাকা প্যারাগুয়ে যে তিনটে গোলই দিয়েছে বলিভিয়া দশ জনের দলে পরিণত হওয়ার পর!

এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুডোভিকো স্টেডিয়ামে মঙ্গলবার সকালে বলিভিয়া এগিয়ে যায় ম্যাচের দশম মিনিটে। পেনাল্টি থেকে দলটিকে এগিয়ে দেন এরউইন সাভেদ্রা। বিরতির একটু আগে বড় ধাক্কা খায় দলটি। অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হাউমে কুয়েয়ার। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

তুলনামূলক কম শক্তিশালী বলিভিয়ার ভাগ্যে দুর্গতি লেখা হয়ে গিয়েছিল তখনই। প্রতিপক্ষ প্যারাগুয়ে তার আনুষ্ঠানিকতা সারে বিরতির পর। ৬২ মিনিটে দারুণ এক ভলিতে দলটিকে সমতায় ফেরান আলেহান্দ্রো রোমেরো। এর মিনিট তিনেক পরই আরেক রোমেরোর আঘাত, আনহেল রোমেরোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। এরপর বলিভিয়ার কফিনে শেষ পেরেকটাও ঠোকেন তিনিই, ৮০ মিনিটে তার গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে প্যারাগুয়ে।

এর ফলে কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের শীর্ষেও উঠে এসেছে তারা। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট, আর আর্জেন্টিনার ঝুলিতে আছে এক পয়েন্ট। নিজেদের পরের ম্যাচটাও সেই আর্জেন্টিনার বিপক্ষেই খেলবে প্যারাগুয়ে। আগামী ২২ জুন বাংলাদেশ সময় সকাল ছয়টায় হবে ম্যাচটি।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

পিছিয়ে পড়েও জয়, কোপায় আর্জেন্টিনাকে পেছনে ফেলল প্যারাগুয়ে

আপডেট: ১২:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: দিনের শুরুর ম্যাচে আর্জেন্টিনা ড্র করেছিল চিলির বিপক্ষে। সে সুযোগটাই নিয়েছে প্যারাগুয়ে। দশ জনের বলিভিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে পৌঁছে গেছে কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের শীর্ষে।

এজন্য অবশ্য বিরতির আগে বলিভিয়ার লাল কার্ডটাকেও ধন্যবাদ দিতে পারে দলটি। তখন ১-০ গোলে পিছিয়ে থাকা প্যারাগুয়ে যে তিনটে গোলই দিয়েছে বলিভিয়া দশ জনের দলে পরিণত হওয়ার পর!

এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুডোভিকো স্টেডিয়ামে মঙ্গলবার সকালে বলিভিয়া এগিয়ে যায় ম্যাচের দশম মিনিটে। পেনাল্টি থেকে দলটিকে এগিয়ে দেন এরউইন সাভেদ্রা। বিরতির একটু আগে বড় ধাক্কা খায় দলটি। অহেতুক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হাউমে কুয়েয়ার। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

তুলনামূলক কম শক্তিশালী বলিভিয়ার ভাগ্যে দুর্গতি লেখা হয়ে গিয়েছিল তখনই। প্রতিপক্ষ প্যারাগুয়ে তার আনুষ্ঠানিকতা সারে বিরতির পর। ৬২ মিনিটে দারুণ এক ভলিতে দলটিকে সমতায় ফেরান আলেহান্দ্রো রোমেরো। এর মিনিট তিনেক পরই আরেক রোমেরোর আঘাত, আনহেল রোমেরোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। এরপর বলিভিয়ার কফিনে শেষ পেরেকটাও ঠোকেন তিনিই, ৮০ মিনিটে তার গোলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে প্যারাগুয়ে।

এর ফলে কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের শীর্ষেও উঠে এসেছে তারা। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট, আর আর্জেন্টিনার ঝুলিতে আছে এক পয়েন্ট। নিজেদের পরের ম্যাচটাও সেই আর্জেন্টিনার বিপক্ষেই খেলবে প্যারাগুয়ে। আগামী ২২ জুন বাংলাদেশ সময় সকাল ছয়টায় হবে ম্যাচটি।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: