০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাজারে আনলো করোনার ওষুধ ‘মোলনুপিরাভির’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • / ৪১২৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ে এলো করোনা চিকিৎসায় বিশ্বের প্রথম মুখে খাওয়ার ওষুধ ‘মোলনুপিরাভির’ যা MolvirTM (মোলভির) ক্যাপসুল নামে বাজারে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে এরিক এস চৌধুরী (ডিরেক্টর, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল সার্ভিসেস ডিপার্টমেন্ট) আনুষ্ঠানিকভাবে MolvirTM (মোলভির) এর মোড়ক উন্মোচন করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে MolvirTM (মোলভির) সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্যাদি উপস্থাপন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আতিকুজ্জামান (জেনারেল ম্যানেজার, মার্কেটিং ডিভিশন)। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহমেদ কামরুল আলম (ডিরেক্টর, মার্কেটিং ডিভিশন)। অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, মাহমুদুর রহমান ভুইয়া (জেনারেল ম্যানেজার, সেলস্) সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গত ৮ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড মোলনুপিরাভির উৎপাদন ও বাজারজাতকরণের জরুরি অনুমোদন পায়। কোভিডের চিকিৎসায় জরুরি ব্যবহারের জন্য এই অ্যান্টি-ভাইরাল ঔষধটির অনুমোদন দেয়া হয়েছে। এর আগে গত ৪ নভেম্বর মোলনুপিরাভির রোগীদের জন্য ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্যভিত্তিক ঔষধ নিয়ন্ত্রক সংস্থা UKMHRA।

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক (MERCK) এবং রিজব্যাক বায়োথেরাপিউটিকসের তৈরি করোনাভাইরাসের চিকিৎসায় এটিই প্রথম ওষুধ, যা মুখে সেবন করতে হবে। ওষুধটির উপর গবেষণা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে। মোলনুপিরাভির ওষুধটি কোভিডের চিকিৎসায় রোগীদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুহার ৫০ শতাংশ কমিয়ে আনতে পারে। গুণগত মানের দিক থেকে স্কয়ারের MolvirTM (মোলভির) ক্যাপসুল অনেকাংশে এগিয়ে রয়েছে। দ্রুত দ্রবণীয় হওয়ায় স্কয়ারের MolvirTM (মোলভির) ক্যাপসুল ৩০ মিনিটে এর কার্যকারিতা শুরু করে। এছাড়া এর ফর্মুলেশনে সোডিয়াম না থাকায় তা কিডনি ও হার্টের রোগীদের জন্যেও নিরাপদ।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেবলমাত্র ১৮ বছরের উপরে করোনায় আক্রান্তরা এ ওষুধ সেবন করতে পারবেন। সকালে ৪টি ও রাতে ৪টি করে ক্যাপসুল মোট ৫ দিন খেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করা যাবে না। উল্লেখ্য, দেশের এই ক্রান্তিলগ্নে ও করোনা দুর্যোগে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সকল জরুরি ওষুধসহ করোনায় ব্যবহৃত ওষুধ সমূহ যেমন ফেভিনিল (ফেভিপিরাভির), রেমডিনিল (রেমডেসিভির), এলাইস ট্যাবলেট (আইভারমেকটিন), জার্মিসল হ্যান্ড রাব ইত্যাদি ঔষধের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে যাচ্ছে।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

x
English Version

স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাজারে আনলো করোনার ওষুধ ‘মোলনুপিরাভির’

আপডেট: ০৭:০১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়ে এলো করোনা চিকিৎসায় বিশ্বের প্রথম মুখে খাওয়ার ওষুধ ‘মোলনুপিরাভির’ যা MolvirTM (মোলভির) ক্যাপসুল নামে বাজারে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে এরিক এস চৌধুরী (ডিরেক্টর, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল সার্ভিসেস ডিপার্টমেন্ট) আনুষ্ঠানিকভাবে MolvirTM (মোলভির) এর মোড়ক উন্মোচন করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে MolvirTM (মোলভির) সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্যাদি উপস্থাপন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আতিকুজ্জামান (জেনারেল ম্যানেজার, মার্কেটিং ডিভিশন)। অনুষ্ঠান সঞ্চালনা করেন আহমেদ কামরুল আলম (ডিরেক্টর, মার্কেটিং ডিভিশন)। অনুষ্ঠানে কোম্পানির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন, মাহমুদুর রহমান ভুইয়া (জেনারেল ম্যানেজার, সেলস্) সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গত ৮ ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড মোলনুপিরাভির উৎপাদন ও বাজারজাতকরণের জরুরি অনুমোদন পায়। কোভিডের চিকিৎসায় জরুরি ব্যবহারের জন্য এই অ্যান্টি-ভাইরাল ঔষধটির অনুমোদন দেয়া হয়েছে। এর আগে গত ৪ নভেম্বর মোলনুপিরাভির রোগীদের জন্য ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাজ্যভিত্তিক ঔষধ নিয়ন্ত্রক সংস্থা UKMHRA।

যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক (MERCK) এবং রিজব্যাক বায়োথেরাপিউটিকসের তৈরি করোনাভাইরাসের চিকিৎসায় এটিই প্রথম ওষুধ, যা মুখে সেবন করতে হবে। ওষুধটির উপর গবেষণা হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে। মোলনুপিরাভির ওষুধটি কোভিডের চিকিৎসায় রোগীদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যুহার ৫০ শতাংশ কমিয়ে আনতে পারে। গুণগত মানের দিক থেকে স্কয়ারের MolvirTM (মোলভির) ক্যাপসুল অনেকাংশে এগিয়ে রয়েছে। দ্রুত দ্রবণীয় হওয়ায় স্কয়ারের MolvirTM (মোলভির) ক্যাপসুল ৩০ মিনিটে এর কার্যকারিতা শুরু করে। এছাড়া এর ফর্মুলেশনে সোডিয়াম না থাকায় তা কিডনি ও হার্টের রোগীদের জন্যেও নিরাপদ।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেবলমাত্র ১৮ বছরের উপরে করোনায় আক্রান্তরা এ ওষুধ সেবন করতে পারবেন। সকালে ৪টি ও রাতে ৪টি করে ক্যাপসুল মোট ৫ দিন খেতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধ সেবন করা যাবে না। উল্লেখ্য, দেশের এই ক্রান্তিলগ্নে ও করোনা দুর্যোগে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সকল জরুরি ওষুধসহ করোনায় ব্যবহৃত ওষুধ সমূহ যেমন ফেভিনিল (ফেভিপিরাভির), রেমডিনিল (রেমডেসিভির), এলাইস ট্যাবলেট (আইভারমেকটিন), জার্মিসল হ্যান্ড রাব ইত্যাদি ঔষধের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করে যাচ্ছে।

ঢাকা/এমটি