১৪৮ কোম্পানিতে নজর দিয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা

- আপডেট: ০৭:১৩:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
- / ১০৮২৭ বার দেখা হয়েছে
বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতায় দেশের পুঁজিবাজার ছিল নিম্নমুখী। কিন্তু এ ধারা থেকে একটু একটু করে বেরিয়ে আসছে দেশের পুঁজিবাজার। এরই ধারাবাহিকতায় ডিসেম্বরে ১৪৮ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এছাড়া কমেছে ১০৭ কোম্পানির এবং ৭৫ কোম্পানির অপরিবর্তিত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, ডিসেম্বরে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ন্যাশনাল টির। আলোচ্য সময়ে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১৪.৭৫ শতাংশ। গত নভেম্বর মাসে ছিলো ৮.৯৭ শতাংশ। সে হিসেবে কোম্পানিটিতে বিনিয়োগ বেড়েছে ৫.৭৮ শতাংশ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আলোচ্য সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংক। আলোচ্য সময়ে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ১৪.৭৮ শতাংশ। গত নভেম্বর মাসে ছিলো ৯.৮২ শতাংশ। সে হিসেবে কোম্পানিটিতে বিনিয়োগ বেড়েছে ৪.৯৬ শতাংশ।
ডিসেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ার ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স। আলোচ্য সময়ে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিলো ২৪.৩৫ শতাংশ। গত নভেম্বর মাসে ছিলো ১৯.৬৭ শতাংশ। সে হিসেবে কোম্পানিটিতে বিনিয়োগ বেড়েছে ৪.৬৮ শতাংশ।
আরও পড়ুন: পুঁজিবাজারে ৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে আইসিবি
এছাড়া ডিসেম্বরে খাতভিত্তিক যেসব খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে সেগুলো হলো:
ব্যাংক খাত: আলোচিত সময়ে এ খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২০ ব্যাংকের। এ সময়ে সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকের সব চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৪.৯৬ শতাংশ।
সিমেন্ট খাত: আলোচিত সময়ে এ খাতে ২ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এ সময়ে মেঘনা সিমেন্টের সব চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৬৯ শতাংশ।
সিরামিক খাত: আলোচিত সময়ে এ খাতে ৪ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এ সময়ে মুন্নু সিরামিকের সব চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৬৫ শতাংশ।
প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাত: আলোচিত সময়ে এ খাতে ২০ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এ সময়ে আনোয়ার গ্যালভানাইজিংয়ের সব চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২.৪৮ শতাংশ।
আর্থিক প্রতিষ্ঠান (ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স): আলোচিত সময়ে এ খাতে ৭ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এ সময়ে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের সব চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৬৮ শতাংশ।
খাদ্য ও আনুসাঙ্গিক খাত: আলোচিত সময়ে এ খাতে ৬ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এ সময়ে ন্যাশনাল টির সব চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৫.৭৮ শতাংশ।
ফুয়েল ও পাওয়ার: আলোচিত সময়ে এ খাতে ৯ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এ সময়ে ইন্ট্রাকোরের সব চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ২.১৭ শতাংশ।
আরও পড়ুন: অধিকাংশ কোম্পানির আয় কমেছে
বিমা খাত: আলোচিত সময়ে এ খাতে ২৫ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এ সময়ে প্রগতি ইন্স্যুরেন্সের সব চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৪.৬৮ শতাংশ।
তথ্যপ্রযুক্তি খাত: আলোচিত সময়ে এ খাতে ৩ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এ সময়ে অগ্নি সিস্টেমের সব চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৫৫ শতাংশ।
বিবিধ খাত: আলোচিত সময়ে এ খাতে ৫ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এ সময়ে সিনোবাংলার সব চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১.৬৬ শতাংশ।
সেবা ও আবাসন খাত: আলোচিত সময়ে এ খাতে ২ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এসময়ে শমরিতা হসপিটালের সব চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৭০ শতাংশ।
ঔষধ ও রসায়ন: আলোচিত সময়ে এ খাতে ১২ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এ সময়ে ওরিয়ন ইনফিউশনের সব চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৪.৪২ শতাংশ ।
চামড়া শিল্প খাত: আলোচিত সময়ে এ খাতে ২ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এ সময়ে ফরচুন সুজের সব চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৫৫ শতাংশ।
আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে ৪২ কোম্পানি
টেলিযোগাযোগ খাত: আলোচিত সময়ে এ খাতে ২ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এ সময়ে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের সব চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.৩৬ শতাংশ।
বস্ত্র খাত: আলোচিত সময়ে এ খাতে ২২ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এ সময়ে এইচ আর টেক্সটাইলের সব চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১.৪৩ শতাংশ।
ভ্রমণ ও পর্যটন খাত: আলোচিত সময়ে এ খাতে ২ কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। এ সময়ে ইউনিক হোটেলের সব চেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ০.২৫ শতাংশ।
ঢাকা/টিএ