০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

১৪ নভেম্বর শুরু এসএসসি পরীক্ষা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১
  • / ৪১০৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফেব্রুয়ারিতে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতে বার বার পিছিয়ে যাচ্ছিল এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ। অবশেষে বুধবার এক অনুষ্ঠানে পরীক্ষার নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এরমধ্যে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং ভোকেশনালে এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ২০২১ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ। প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি। করোনা মহামারির মধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া শেষে ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহবান জানান তিনি।

পরীক্ষার কারণে ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আর পরীক্ষা শেষের ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

এবারে প্রশ্নফাঁস হওয়ার কোনও সম্ভাবনা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এবার কেউ প্রশ্নফাঁসের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/এমটি  

শেয়ার করুন

x
English Version

১৪ নভেম্বর শুরু এসএসসি পরীক্ষা

আপডেট: ০৩:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: এসএসসি ও সমমানের পরীক্ষা ১৪ নভেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফেব্রুয়ারিতে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতে বার বার পিছিয়ে যাচ্ছিল এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ। অবশেষে বুধবার এক অনুষ্ঠানে পরীক্ষার নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এসএসসি ও সমমান পরীক্ষায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। এরমধ্যে এসএসসিতে ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে তিন লাখ এক হাজার ৮৮৭ জন এবং ভোকেশনালে এক লাখ ২৪ হাজার ২২৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে ২০২১ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।

গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ। প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি এবং কেন্দ্র বেড়েছে ১৬৭টি। করোনা মহামারির মধ্যে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া শেষে ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানসহ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

এ বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার আহবান জানান তিনি।

পরীক্ষার কারণে ৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে।

আর পরীক্ষা শেষের ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

এবারে প্রশ্নফাঁস হওয়ার কোনও সম্ভাবনা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এবার কেউ প্রশ্নফাঁসের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/এমটি