১৯ আগস্ট থেকে সড়কে শতভাগ গণপরিবহন চলবে

- আপডেট: ০১:২৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
- / ১০৩৫৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামী ১৯ আগস্ট থেকে রাস্তায় শতভাগ গণপরিবহন চলাচল করার অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ পথে সব ধরনের গণপরিবহন চলাচল করতে পারবে। সব ক্ষেত্রে মাস্ক পরিধান এবং স্বাস্থ্য অধিদফতর থেকে প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।
এতে আরও বলা হয়, যেকোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
করোনার সংক্রমণের লাগাম টেনে ধরতে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। তবে ঈদ উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়।
এরপর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও বিধিনিষেধ বাস্তবায়ন করা হয়। পরে তা আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।
দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় ১১ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়ে রোববার (৮ আগস্ট) প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
তবে এদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করার অনুমতি দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সড়ক রেল ও নৌ-পথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন/যানবাহন চলাচল করতে পারবে। সড়কপথে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন (সিটি করপোরেশন এলাকায় বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ে জেলা প্রশাসক) নিজ নিজ অধিক্ষেত্রের আইন-শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট দফতর/সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।
আজ এ নিয়ে নতুনকরে প্রজ্ঞাপন জারি করলো সরকার। তাই আগামী ১৯ আগস্ট থেকে রাস্তায় শতভাগ পরিবহন চলাচল করতে পারবে।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- সোমবার স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি
- বিক্রেতা সংকটে হল্টেড সাউথবাংলা ব্যাংক
- পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্তে নুরানী ডাইংয়ের শেয়ার দরে আবারো চমক!
- ডিএসই থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে
- শেয়ার বিক্রির ঘোষণা এক্সিম ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের
- সূচকের বড় উত্থানে চলছে ডিএসই’র লেনদেন
- আজ বিকেলে ছয় কোম্পানির বোর্ড সভা
- এবার খুলল পর্যটনকেন্দ্র, আসন সংখ্যার অর্ধেক ব্যবহারের অনুমতি
- জিএমপি সনদ পেল বিকন ফার্মা
- সাত জেলাতেই করোনায় অর্ধশতাধিক মৃত্যু
- বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডিএসই’র দোয়া মাহফিল
- ক্যাশ ডিভিডেন্ড পাঠিয়েছে সাউথইস্ট ব্যাংক
- বোনাস বিওতে পাঠিয়েছে দুই কোম্পানি