২০১০ সালের পর পুঁজিবাজারে লেনদেনের রেকর্ড

- আপডেট: ০৩:০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
- / ১০৪৮৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাজেট পরবর্তী সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের রেকর্ড হয়েছে। এদিন, ডিএসই’র অধিকাংশ কোম্পানি ও ফান্ডের দর পতন হলেও লেনদেন ২ হাজার ৬৫৯ কোটি টাকা ছাড়িয়েছে। যা ২০১০ সালের ৭ অক্টোবরের পর সর্বোচ্চ। ২০১০ সালের ৭ অক্টোবর দুই হাজার ৮০১ কোটি টাকার লেনদেন হয়।
এদিন, ডিএসই’র সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৫.১৩ পয়েন্ট কমেছে। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্যসূচক ০.২৫ পয়েন্ট কমেছে।
ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার দিনশেষে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, দর কমেছে ২০১টির ও দর অপরিবর্তিত ছিল ২০টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এসময় ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৫.১৩ পয়েন্ট। শরীয়াহ্ ও ডিএস-৩০ সূচক যথাক্রমে ৬.১৩ পয়েন্ট ও ১৮.৯৬ পয়েন্ট বেড়েছে।
বিনিয়োগকারীদের বিক্রয় চাপ অব্যাহত থাকলেও বড় মূলধণী কোম্পানিগুলোর শেয়ার দরের ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনশেষে ডিএসইতে ২ হাজার ৬৫৮ কোটি টাকা লেনদেন হয়েছে। যা ২০১০ সালের ৭ অক্টোবরের পর সর্বোচ্চ। ২০১০ সালের ৭ অক্টোবর দুই হাজার ৮০১ কোটি টাকার লেনদেন হয়।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, দর কমেছে ১৩৮টির ও দর অপরিবর্তিত ছিল ১৮টি প্রতিষ্ঠানের। এসময় সিএসইতে ১৫৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসই’র সার্বিক মূল্যসূচক বেড়েছে ০.২৫ পয়েন্ট। দিনশেষে সিএসইতে টার্নওভার তালিকায় শীর্ষে উঠে এসেছে ডাচ-বাংলা ব্যাংক।
ঢাকা/এনইউ
আরও পড়ুন্:
- সুদমুক্ত ঋণ পাচ্ছেন তাঁতিরা
- ১০ মাসে ৯২ হাজার কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি
- বাজেট থেকে কী পাচ্ছে শেয়ারবাজার
- দেশে সিনোভ্যাকের টিকার অনুমোদন, পরিবেশক ইনসেপ্টা
- বঙ্গবন্ধু সেতু থেকে এখন পর্যন্ত টোল আদায় ৬৩৪৩ কোটি টাকা
- ডিভিডেন্ড পাঠিয়েছে ডাচ-বাংলা ব্যাংক
- শেয়ার দর বাড়ার কারণ জানা নেই ঢাকা ডাইংয়ের
- ৮ কোম্পানির শেয়ার যেন সোনার হরিণ!
- কালো টাকা প্রবেশে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪ গুণ
- আজ থেকে ১০০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রি টিসিবির
- সোমবার ২ কোম্পানির লেনদেন বন্ধ
- সোমবার ৩ কোম্পানির লেনদেন চালু
- ‘অপ্রদর্শিত অর্থ’ শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ থাকছে!
- বোনাস বিওতে পাঠিয়েছে ২ কোম্পানি
- আজিমপুর স্টাফ কোয়ার্টার থেকে ঢাবি ছাত্রীর লাশ উদ্ধার
- বাজেটে আট প্রস্তাবের পুনর্বিবেচনা চায় সিএসই