৫ কোম্পানির কারণে সূচক কমেছে ১৩ পয়েন্ট

- আপডেট: ০৮:১৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ১০৪০১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ বুধবার (১৯ অক্টোবর) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য সূচক কমেছে ১০.৫২ পয়েন্ট। সূচকের এমন পতনে টেনে ধরার সর্বোচ্চ চেষ্টায় ছিলো পাঁচ কোম্পানি। এই ৫ কোম্পানির দায়ে আজ সূচক কমেছে ১৩.৫০ পয়েন্ট।
কোম্পানিগুলো হলো: বিকন ফার্মা, ওরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং জেএমবি সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইস লিমিটেড। ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিকন ফার্মা: আজ কোম্পানিটির সবচেয়ে বেশি সূচক টেনে নামানোর চেষ্টায় ছিলো। ডিএসইর সূচক নামানোর ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ৩.৫৩ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ২.৪৯ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক কমেছে ৩.৫৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১৭ টাকা ৩০ পয়সা।
ওরিয়ন ফার্মাসিটিক্যালস: আজ কোম্পানিটি ডিএসইর সূচক টেনে নামানোর ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে ছিল। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫.৯০ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ৩.১৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৩ টাকা ২০ পয়সায়।
আরও পড়ুন: ফ্লোর প্রাইসে আটকে আছে ২৩০ কোম্পানির বিনিয়োগকারীদের ভাগ্য!
ইস্টার্ন হাউজিং: আজ কোম্পানিটি ডিএসইর সূচক টেনে নামানোর ক্ষেত্রে তৃতীয় অবস্থানে ছিল। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ১০ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ২.৪৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৪ টাকা ২০ পয়সায়।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন: আজ কোম্পানিটি ডিএসইর সূচক টেনে নামানোর ক্ষেত্রে চতুর্থ অবস্থানে ছিল। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫.৬৫ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ২.২২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২৮ টাকা ৭০ পয়সায়।
জেএমবি সিরিঞ্জ এন্ড মেডিক্যাল ডিভাইস: আজ কোম্পানিটি ডিএসইর সূচক টেনে নামানোর ক্ষেত্রে পঞ্চম অবস্থানে ছিল। এদিন কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭.৪০ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ২.১৮ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৫ টাকা ১০ পয়সায়।
ঢাকা/টিএ