০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

৮০ হাজার প্রবাসী এ পর্যন্ত আইপিও আবেদন করেছেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৯:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
  • / ৪৪০৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের পুঁজিবাজারে বর্তমানে ১ লাখ ৬১ হাজার ৯৭৫ প্রবাসী বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টধারী রয়েছেন। এ পর্যন্ত ৮০ হাজার প্রবাসী প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন করেছেন। আইপিওতে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ কোটা বরাদ্দ রয়েছে।

সোমবার (১৫ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যৌথ উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল গণশুনানিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, আইপিও বিনিয়োগকারীদের আবেদন আরও সহজ করা হচ্ছে। আইপিওর প্রক্রিয়াতেও সময় কমানো হয়েছে। নতুন নিয়মে আইপিওতে প্রবাসীদের জন্য একটি নির্দিষ্ট কোটা রাখা হয়েছে।

তিনি বলেন, এখনও আইপিওতে আবেদন করতে প্রবাসীদের অনেক খরচ করতে হয়। এ পর্যন্ত প্রায় ৮০ হাজার প্রবাসী আবেদন করেছেন। লটারি বিজয়ী প্রবাসীদের বিও হিসেবে বরাদ্দকৃত শেয়ার কিংবা শেয়ারের সব তথ্য পৌঁছাতে প্রায় ২ মাস সময় লাগে। এ সময় যাতে কমিয়ে আনা যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।

উদ্বোধনী পর্বে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রবাসী ভাই-বোনরা অনেক কষ্ট করে অর্থ উপার্জন করেন। তাদের পাঠানো অর্থের কারণে রেমিটেন্সের রেকর্ড সৃষ্টি করেছে। রেমিটেন্স যোদ্ধাদের সম্মান অনেক উপরে। পুঁজিবাজারের মাধ্যমে দেশের উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সকে কিভাবে সংযুক্ত করা যায়, সে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

অপর কমিশনার আব্দুল হালিম বলেন, এ পর্যন্ত তিনটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আগের শুনানিগুলোর পরামর্শ কমিশন বিবেচনায় নিয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা বিনিয়োগকারীদের সমস্যা জানতে চাই এবং সে লক্ষ্যে কাজ করতে চাই।

গণশুনানিতে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক(এমডি) আব্দুল মতিন পাটোয়ারি, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি শরিফ আনোয়ার হোসেন এবং ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র ম্যানেজার রবিউল ইসলামসহ ডিএসই এবং বিএসইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেসজার্নাল/এইচজে

ট্যাগঃ

শেয়ার করুন

x
English Version

৮০ হাজার প্রবাসী এ পর্যন্ত আইপিও আবেদন করেছেন

আপডেট: ০৯:২৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১

দেশের পুঁজিবাজারে বর্তমানে ১ লাখ ৬১ হাজার ৯৭৫ প্রবাসী বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টধারী রয়েছেন। এ পর্যন্ত ৮০ হাজার প্রবাসী প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদন করেছেন। আইপিওতে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ কোটা বরাদ্দ রয়েছে।

সোমবার (১৫ মার্চ) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) যৌথ উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল গণশুনানিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, আইপিও বিনিয়োগকারীদের আবেদন আরও সহজ করা হচ্ছে। আইপিওর প্রক্রিয়াতেও সময় কমানো হয়েছে। নতুন নিয়মে আইপিওতে প্রবাসীদের জন্য একটি নির্দিষ্ট কোটা রাখা হয়েছে।

তিনি বলেন, এখনও আইপিওতে আবেদন করতে প্রবাসীদের অনেক খরচ করতে হয়। এ পর্যন্ত প্রায় ৮০ হাজার প্রবাসী আবেদন করেছেন। লটারি বিজয়ী প্রবাসীদের বিও হিসেবে বরাদ্দকৃত শেয়ার কিংবা শেয়ারের সব তথ্য পৌঁছাতে প্রায় ২ মাস সময় লাগে। এ সময় যাতে কমিয়ে আনা যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে।

উদ্বোধনী পর্বে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, আমাদের প্রবাসী ভাই-বোনরা অনেক কষ্ট করে অর্থ উপার্জন করেন। তাদের পাঠানো অর্থের কারণে রেমিটেন্সের রেকর্ড সৃষ্টি করেছে। রেমিটেন্স যোদ্ধাদের সম্মান অনেক উপরে। পুঁজিবাজারের মাধ্যমে দেশের উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সকে কিভাবে সংযুক্ত করা যায়, সে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।

অপর কমিশনার আব্দুল হালিম বলেন, এ পর্যন্ত তিনটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। আগের শুনানিগুলোর পরামর্শ কমিশন বিবেচনায় নিয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা বিনিয়োগকারীদের সমস্যা জানতে চাই এবং সে লক্ষ্যে কাজ করতে চাই।

গণশুনানিতে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক(এমডি) আব্দুল মতিন পাটোয়ারি, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সভাপতি শরিফ আনোয়ার হোসেন এবং ডিএসইর লিস্টিং অ্যাফেয়ার্স বিভাগের সিনিয়র ম্যানেজার রবিউল ইসলামসহ ডিএসই এবং বিএসইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজনেসজার্নাল/এইচজে