০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

‘পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতার বিকাশ গুরুত্বপূর্ণ’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
  • / ১০৪২৮ বার দেখা হয়েছে

পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারের প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য খাত সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতার বিকাশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সিইআইপি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফারুক হাসান বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং আর্থসামাজিক পরিবর্তনে শ্রমবাজারের ধারাকে প্রভাবিত করছে। তাই চাকরির বাজারের পরিবর্তনগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশের উচিত দক্ষতা উন্নয়নে জোর দেওয়া।

বিজিএমইএ সভাপতি বলেন, আসন্ন বৈশ্বিক প্রবণতাগুলো, অটোমেশন, জলবায়ু কার্যক্রম এবং ডিজিটালাইজেশনের কারণে বিশ্ববাণিজ্যে যেসব পরিবর্তন ঘটছে, সেগুলোর সঙ্গে ক্রমাগতভাবে অভিযোজনের মাধ্যমে খাপ খাইয়ে নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের দ্রুত পরিবর্তনশীল চাহিদার সঙ্গে কর্মীদের দক্ষতার সমন্বয়করনের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপানের মধ্যে জয়েন্ট স্টাডি গ্রুপ রিপোর্ট প্রকাশ

অর্থবিভাগের সচিব ও এসইআইপি’র জাতীয় প্রকল্প পরিচালক ড. মো. খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বিশেষ করে তৈরি পোশাকশিল্পে দক্ষজন সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রশংসা করেন। ২০১৪ সাল শুরু হওয়ার পর থেকে এ কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় ৮ লাখ দক্ষ জনশক্তি তৈরি করা হয়েছে।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

‘পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতার বিকাশ গুরুত্বপূর্ণ’

আপডেট: ০৬:৫৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

পরিবর্তনশীল বৈশ্বিক শ্রমবাজারের প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য খাত সংশ্লিষ্টদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতার বিকাশ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

আজ বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সিইআইপি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ফারুক হাসান বলেন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন এবং আর্থসামাজিক পরিবর্তনে শ্রমবাজারের ধারাকে প্রভাবিত করছে। তাই চাকরির বাজারের পরিবর্তনগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বাংলাদেশের উচিত দক্ষতা উন্নয়নে জোর দেওয়া।

বিজিএমইএ সভাপতি বলেন, আসন্ন বৈশ্বিক প্রবণতাগুলো, অটোমেশন, জলবায়ু কার্যক্রম এবং ডিজিটালাইজেশনের কারণে বিশ্ববাণিজ্যে যেসব পরিবর্তন ঘটছে, সেগুলোর সঙ্গে ক্রমাগতভাবে অভিযোজনের মাধ্যমে খাপ খাইয়ে নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের দ্রুত পরিবর্তনশীল চাহিদার সঙ্গে কর্মীদের দক্ষতার সমন্বয়করনের গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপানের মধ্যে জয়েন্ট স্টাডি গ্রুপ রিপোর্ট প্রকাশ

অর্থবিভাগের সচিব ও এসইআইপি’র জাতীয় প্রকল্প পরিচালক ড. মো. খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বিশেষ করে তৈরি পোশাকশিল্পে দক্ষজন সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের প্রশংসা করেন। ২০১৪ সাল শুরু হওয়ার পর থেকে এ কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় ৮ লাখ দক্ষ জনশক্তি তৈরি করা হয়েছে।

ঢাকা/এসএম