ফু-ওয়াং সিরামিকের ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন

- আপডেট: ০৬:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
- / ১০৬২৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং সিরামিক ইন্ডাষ্ট্রি লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রবিবার (৩১ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারগণের সম্মতি ক্রমে ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এজিএমে সভাপতিত্ব করেন পরিচালক, সৈয়দ রেজারাজ আহমেদ। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থ বছরে উদ্যোক্তা এবং পরিচালক ব্যতীত সকল শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।
আরও পড়ুন: বিদায়ী বছরে ডিএসইর মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
সভায় মোঃ শাহিদ হোসন তানজিল, মনোনীত পরিচালক; নারায়ন রায়, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; মোহাম্মদ হামিদুর রশিদ, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; রফিকুজ্জামান ভূঞা, প্রধান নির্বাহী কর্মকর্তা; আহমেদ মোনাব্বী, প্রধান আর্থিক কর্মকর্তা; মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর, কোম্পানি সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার জুমে উপস্থিত ছিলেন।
সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর।
ঢাকা/এসএ