০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
সালতামামি: ২০২৩

বিদায়ী বছরে ডিএসইর মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / ৪২৫৩ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিদায়ী বছরে দেশের প্রধান পুুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়ছে প্রায় ২০ হাজার কোটি টাকা। আলোচ্য বছরটিতে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৯.৬৯ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়েছে। সমাপ্ত বছরে ডিএসইর সূচক বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমান ৯৩ হাজার ৩৮৮ কোটি টাকার বা ৩৯.৮৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রাপ্ত তথ্যাঅনুযায়ী, চলতি বছরের অর্থাৎ ২০২৩ সালে ডিএসইতে ২৪৪ কার্যদিবস লেনদেন হয়েছে। ডিএসইতে চলতি বছরের ডিসেম্বর শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ৮৪৯ কোটি ৬৩ লাখ টাকার। গত বছরের অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস পর্যন্ত ছিল ৭ লাখ ৬০ হাজার ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১৯ হাজার ৯১২ কোটি ৭৪ লাখ টাকা বেড়েছে।

চলতি বছরের ডিসেম্বর শেষ কার্যদিবস পর্যন্ত লেনদেন দাঁড়ায় ১ লাখ ৪১ হাজার ৫৯ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকার৷ গত বছরের অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস পর্যন্ত লেনদেন হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৪৪৭ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকার। সেই হিসেবে বছরের ব্যবধানে লেনদেন ৯৩ হাজার ৩৮৮ কোটি ৬০ হাজার টাকার বা ৩৯.৮৩ শতাংশ কমেছে।

আরও পড়ুন: এসএমই মার্কেটে গড় লেনদেন সাড়ে সাত কোটি টাকা

বিদায়ী বছরের শেষ কার্যদিবস ডিএসইএক্স দাঁড়ায় ছয় হাজার ২৪৬.৫০ পয়েন্টে। গত বছরের অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস ডিএসইএক্স ছিল ছয় হাজার ২০৬.৮১ পয়েন্টে। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইএক্স ৩৯.৬৯ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়েছে।

বছরটিতে ডিএসইএস বা শরীয়াহ সূচক দাঁড়ায় এক হাজার ৩৬৪.১৩ পয়েন্টে। গত বছরের অর্থাৎ ২০২১ সালের শেষ কার্যদিবস ডিএসই শরিয়াহ সূচক ছিল এক হাজার ৩৫৮.৮৩ পয়েন্টে। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.২৯ পয়েন্ট বা ৪.৬২ শতাংশ কমেছে।

এছাড়া, বিদায়ী বছরে ডিএসইর অন্য সূচক ডিএসই-৩০ সূচক দাঁড়ায় দুই হাজার ৯৩.৮৩ পয়েন্টে। গত বছর অর্থাৎ ২০২১ সালের শেষ কার্যদিবস ডিএসই-৩০ সূচক ছিল দুই হাজার ১৯৫.৩০ পয়েন্টে। বছরের ব্যবধানে ডিএসই-৩০ সূচক ১০১.৪৭ পয়েন্ট বা ১৫.৩৬ শতাংশ বেড়েছে।

ঢাকা/টিএ

শেয়ার করুন

x
English Version

সালতামামি: ২০২৩

বিদায়ী বছরে ডিএসইর মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা

আপডেট: ০৩:০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

বিদায়ী বছরে দেশের প্রধান পুুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়ছে প্রায় ২০ হাজার কোটি টাকা। আলোচ্য বছরটিতে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৯.৬৯ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়েছে। সমাপ্ত বছরে ডিএসইর সূচক বাড়লেও টাকার অংকে লেনদেনের পরিমান ৯৩ হাজার ৩৮৮ কোটি টাকার বা ৩৯.৮৩ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রাপ্ত তথ্যাঅনুযায়ী, চলতি বছরের অর্থাৎ ২০২৩ সালে ডিএসইতে ২৪৪ কার্যদিবস লেনদেন হয়েছে। ডিএসইতে চলতি বছরের ডিসেম্বর শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ৮৪৯ কোটি ৬৩ লাখ টাকার। গত বছরের অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস পর্যন্ত ছিল ৭ লাখ ৬০ হাজার ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ১৯ হাজার ৯১২ কোটি ৭৪ লাখ টাকা বেড়েছে।

চলতি বছরের ডিসেম্বর শেষ কার্যদিবস পর্যন্ত লেনদেন দাঁড়ায় ১ লাখ ৪১ হাজার ৫৯ কোটি ৯৩ লাখ ১০ হাজার টাকার৷ গত বছরের অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস পর্যন্ত লেনদেন হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৪৪৭ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকার। সেই হিসেবে বছরের ব্যবধানে লেনদেন ৯৩ হাজার ৩৮৮ কোটি ৬০ হাজার টাকার বা ৩৯.৮৩ শতাংশ কমেছে।

আরও পড়ুন: এসএমই মার্কেটে গড় লেনদেন সাড়ে সাত কোটি টাকা

বিদায়ী বছরের শেষ কার্যদিবস ডিএসইএক্স দাঁড়ায় ছয় হাজার ২৪৬.৫০ পয়েন্টে। গত বছরের অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বর মাসের শেষ কার্যদিবস ডিএসইএক্স ছিল ছয় হাজার ২০৬.৮১ পয়েন্টে। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইএক্স ৩৯.৬৯ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়েছে।

বছরটিতে ডিএসইএস বা শরীয়াহ সূচক দাঁড়ায় এক হাজার ৩৬৪.১৩ পয়েন্টে। গত বছরের অর্থাৎ ২০২১ সালের শেষ কার্যদিবস ডিএসই শরিয়াহ সূচক ছিল এক হাজার ৩৫৮.৮৩ পয়েন্টে। অর্থাৎ বছরের ব্যবধানে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.২৯ পয়েন্ট বা ৪.৬২ শতাংশ কমেছে।

এছাড়া, বিদায়ী বছরে ডিএসইর অন্য সূচক ডিএসই-৩০ সূচক দাঁড়ায় দুই হাজার ৯৩.৮৩ পয়েন্টে। গত বছর অর্থাৎ ২০২১ সালের শেষ কার্যদিবস ডিএসই-৩০ সূচক ছিল দুই হাজার ১৯৫.৩০ পয়েন্টে। বছরের ব্যবধানে ডিএসই-৩০ সূচক ১০১.৪৭ পয়েন্ট বা ১৫.৩৬ শতাংশ বেড়েছে।

ঢাকা/টিএ