গত পাঁচ মাসে ২২ হাজার কোটি টাকা জব্দ করেছে বিএফআইইউ
- আপডেট: ০৭:৪৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
- / ১০৩৮৭ বার দেখা হয়েছে
২০২৪ সালের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ব্যাংক হিসাব ও পুঁজিবাজার থেকে ২২ হাজার কোটি টাকা জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা- বিএফআইইউ। সংস্থাটির সব শেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রতিবেদনে বলা হয়, ১১২টি মামলায় ৩৬৬ জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এই ব্যক্তিদের ব্যাংক হিসেবে রয়েছে সাড়ে ১৪ হাজার কোটি টাকার বেশি।
আরও পড়ুন: এস আলম পরিবারের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, সম্পদ জব্দের আদেশ
এছাড়া পুঁজিবাজার থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা জব্দ করেছে বিএফআইইউ। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানরই ছয় হাজার ৮০০ কোটি টাকার সমপরিমাণ শেয়ার।
যেসব ব্যাংক হিসাবে অনিয়ম পাওয়া গেছে বা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আর্থিক এ গোয়েন্দা সংস্থাটি।
ঢাকা/এসএইচ




































