০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫

আনন্দবাজারের আর্জি : মাশরাফির কাছ থেকে শিখুক কলকাতার নেতারা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / ১০৪৩৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: খেলার মাঠ থেকে রাজনীতি- সব জায়গাতেই সফল মাশরাফি বিন মুর্তজা। অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার সম্প্রতি আবারও এসেছেন আলোচনায়। তবে খেলার কারণে নয়, নিজের নির্বাচনি এলাকা নড়াইলে একটি বিবাদ মীমাংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছেন মাশরাফি।

নড়াইল-২ আসনের সংসদ সদস্যের ওই বক্তব্য কেবল ফেসবুকেই সীমাবদ্ধ থাকেনি। কলকাতার শীর্ষস্থানীয় দৈনিক আনন্দবাজার সংবাদ করেছে এ নিয়ে।  তারা শিরোনাম করেছে ‘রাজনীতির মঞ্চের নতুন অধিনায়ক ওপারের মাশরফিকে দেখে এপারের দাদা-দিদিরা যেন শেখেন, আর্জি।’  অর্থাৎ কলকাতার নেতাদের মাশরাফির কাছ থেকে শেখার আহ্বান তাদের।

দুই গ্রামের মধ্যে বিবাদ মীমাংসায় মাশরাফি বলেছিলেন, ‘আমি যে ৩ কিলোমিটার রাস্তা এলাম, দেখলাম ইটের দেওয়াল ভাঙা। বৃদ্ধ মহিলা, আমার মায়ের বয়সী পায়ে ধরছেন। দেখলাম তার ঘর ভেঙে গিয়েছে। কার ইন্ধনে করছেন এমন? তারা আপনাদের কী দেয়? খেতে দেয়? ধরে নিলাম আমার কথাতে করেছেন। আমি খেতে দিই? পরতে দিই? ছেলে মেয়ের পড়াশোনা করাই? হাসপাতালে ভর্তি করে দিই? তা হলে আমি কীসের নেতা?’

তিনি আরও বলেন, ‘আমার কথায় আপনি মারামারি করছেন। জেলে গেলে আপনার ছেলে মেয়ে দেউলিয়া হয়ে যাবে। পুলিশের কাজ পুলিশ করবে। আপনাকে ধরে নিয়ে যাবে। ঢাকা থেকে নেতা বলছে মেরে দিতে, আপনি মেরে দিলেন। আপনি জেলে যাবেন। সে এসে আপনার মামলা লড়বে? জেল তো আপনারাই খাটবেন। ওসি সাহেব এসে ধরে নিয়ে চলে যাবেন। মারামারি করবেন না। কথা বলে মিটিয়ে নিন। আপনারা কিন্তু কথা দিলেন আমাকে যে মারামারি করবেন না।’

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

আনন্দবাজারের আর্জি : মাশরাফির কাছ থেকে শিখুক কলকাতার নেতারা

আপডেট: ০৬:৫৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: খেলার মাঠ থেকে রাজনীতি- সব জায়গাতেই সফল মাশরাফি বিন মুর্তজা। অনেক দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার সম্প্রতি আবারও এসেছেন আলোচনায়। তবে খেলার কারণে নয়, নিজের নির্বাচনি এলাকা নড়াইলে একটি বিবাদ মীমাংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসায় ভাসছেন মাশরাফি।

নড়াইল-২ আসনের সংসদ সদস্যের ওই বক্তব্য কেবল ফেসবুকেই সীমাবদ্ধ থাকেনি। কলকাতার শীর্ষস্থানীয় দৈনিক আনন্দবাজার সংবাদ করেছে এ নিয়ে।  তারা শিরোনাম করেছে ‘রাজনীতির মঞ্চের নতুন অধিনায়ক ওপারের মাশরফিকে দেখে এপারের দাদা-দিদিরা যেন শেখেন, আর্জি।’  অর্থাৎ কলকাতার নেতাদের মাশরাফির কাছ থেকে শেখার আহ্বান তাদের।

দুই গ্রামের মধ্যে বিবাদ মীমাংসায় মাশরাফি বলেছিলেন, ‘আমি যে ৩ কিলোমিটার রাস্তা এলাম, দেখলাম ইটের দেওয়াল ভাঙা। বৃদ্ধ মহিলা, আমার মায়ের বয়সী পায়ে ধরছেন। দেখলাম তার ঘর ভেঙে গিয়েছে। কার ইন্ধনে করছেন এমন? তারা আপনাদের কী দেয়? খেতে দেয়? ধরে নিলাম আমার কথাতে করেছেন। আমি খেতে দিই? পরতে দিই? ছেলে মেয়ের পড়াশোনা করাই? হাসপাতালে ভর্তি করে দিই? তা হলে আমি কীসের নেতা?’

তিনি আরও বলেন, ‘আমার কথায় আপনি মারামারি করছেন। জেলে গেলে আপনার ছেলে মেয়ে দেউলিয়া হয়ে যাবে। পুলিশের কাজ পুলিশ করবে। আপনাকে ধরে নিয়ে যাবে। ঢাকা থেকে নেতা বলছে মেরে দিতে, আপনি মেরে দিলেন। আপনি জেলে যাবেন। সে এসে আপনার মামলা লড়বে? জেল তো আপনারাই খাটবেন। ওসি সাহেব এসে ধরে নিয়ে চলে যাবেন। মারামারি করবেন না। কথা বলে মিটিয়ে নিন। আপনারা কিন্তু কথা দিলেন আমাকে যে মারামারি করবেন না।’

ঢাকা/এনইউ

আরও পড়ুন: