শেষ ঘণ্টায় ৮ কোম্পানির বিক্রেতা উধাও

- আপডেট: ০৪:৪৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ১০৪৩৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের শেষ ঘণ্টায় বিক্রেতা উধাও হয়ে গেছে আট কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আল-হাজ্ব টেক্সটাইল, আমান কটন ফাইবার্স ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, আজ বেলা ২টা ২৫ মিনিট পর্যন্ত গ্লোবাল ইন্স্যুরেন্সের স্ক্রিনে ৬৩ হাজার ১৮৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারটির সমাপনী দর ছিল ৫১ টাকা।
এদিকে একই সময়ে রিলায়েন্স ইন্স্যুরেন্সের স্ক্রিনে ২ লাখ ৪৫ হাজার ৪৪৭টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৭১ টাকা ৩০ পয়সা।
একই সময়ে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আল-হাজ্ব টেক্সটাইল, আমান কটন ফাইবার্স ও ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই
- বুধবার স্পট মার্কেটে যাচ্ছে ৩ কোম্পানি
- দেশে পৌঁছেছে ফাইজারের টিকা
- ভারতে দেড়মাস পর করোনা আক্রান্ত দেড় লাখের নিচে
- ডা. সাবিরা হত্যার নেপথ্যে কী?
- জলাবদ্ধতার জেরে রাজধানীজুড়ে তীব্র যানজট
- নিয়াকো অ্যালুসের আইপিও’র শেয়ার বিওতে জমা
- কেপিসিএলের দুইটি পাওয়ার প্লান্টের উৎপাদন বন্ধ
- এফএএস ফাইন্যান্সের পর্ষদ পুনর্গঠন করেছে বিএসইসি
- ২ বছর পর খুলছে আলহাজ টেক্সটাইল
- ৬ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ
- ফাইন্যান্স কোম্পানি আইন ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন
- প্রগতি ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- লংকাবাংলা ফাইন্যান্সের ইপিএস প্রকাশ