বাজেটে কোনো ‘দুর্বলতা’ নেই: অর্থমন্ত্রী

- আপডেট: ০৩:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / ১০৩৯৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কোনো ‘দুর্বলতা’ নেই উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন ‘আমি কোনো পার্টিকুলার সেগমেন্ট উল্লেখ করতে চাই না। বাজেটটি যখন বাস্তবায়ন শুরু হবে তখন আমরা দেখব কারা বেনিফিশিয়ারি। উপকারভোগী কারা আমরা সেটি জানতে পারব। যাদের নিয়ে আপনাদের প্রশ্ন তাদের কাভার করার জন্যই আমরা এবারের বাজেট সাজিয়েছি।’
বুধবার (৯ জুন) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বাস করি এবং প্রধানমন্ত্রীও আমাদের নির্দেশ দিয়েছেন। সেটি হচ্ছে নিম্ন আয়ের মানুষদের যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং অর্থনীতির মূল ধারায় নিয়ে আসতে পারি, তাহলে আগামীতে আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। এ নীতিতে আমরা বিশ্বাস করি এবং সেভাবে কাজ করে যাচ্ছি।’
আড়াই কোটির মতো নতুন দরিদ্র হয়েছে বলে বেসরকারি সংস্থার প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আছে তারা এগুলো দেখবে। আমাদের প্রতিষ্ঠান থেকে তথ্য পাওয়ার আগে কারও তথ্য গ্রহণ করতে পারি না।’
অর্থ মন্ত্রণালয় নিয়ে নাগরিক প্লাটফর্মের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রথমে আমাকে বলতে হবে কোন কোন জায়গায় আপনারা ব্যত্যয় দেখেছেন। পুরো তালিকা আমাকে দিতে হবে। সেগুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- চারদিনের অস্থিরতা শেষে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার
- বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা চতুর্থ
- বার্জার পেইন্টসের বোর্ড সভা স্থগিত
- মিরাকল ইন্ডাস্ট্রিজের ইপিএস প্রকাশ
- টগর হত্যা: ২৭ বছর পর আপিলে ১৮ আসামি খালাস
- পুঁজিবাজারে গুজবকারীদের কয়েকটি গ্রুপ শনাক্ত
- কাল থেকে মোংলা পৌরসভায় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ
- করোনাকালে এজেন্ট ব্যাংকিংয়ের প্রবৃদ্ধি শতভাগের বেশি
- বাজেটে এসএমই খাত সেভাবে উপকৃত হয়নি
- `বাংলাদেশের শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য লুকানো রত্ন রয়েছে’
- কাল স্পট মার্কেটে যাচ্ছে বিজিআইসি
- করোনায় বাহরাইনে ৭০ বাংলাদেশির মৃত্যু
- জেলায় জেলায় চোখ রাঙাচ্ছে করোনা
- বিক্রেতা সংকটে হল্টেড ১৩ কোম্পানি
- অস্বাভাবিক দর বাড়ার কারণ জানে না দুই কোম্পানি