সাবেক উপজেলা চেয়ারম্যান বাদলের ওপর হামলা

- আপডেট: ১২:০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
- / ১০৪০৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের (৫০) ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২ জুন) সকাল সাড়ে ৮ টায় বসুরহাট বাজারে ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
আহত মিজানুর রহমান বাদল গণমাধ্যমকে বলেন, সকালে মেয়র কাদের মির্জা তার ৩০-৩৫ জন অনুসারী নিয়ে বসুরহাট বাজারে মহড়া দিচ্ছিল। আমি এবং সাবেক ছাত্রনেতা আলাল ঢাকার উদ্দেশ্যে তাদের পাশ দিয়ে যাচ্ছিলাম। এ সময় কাদের মির্জার অনুসারীরা হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। এতে আমরা আহত হই।
এ ব্যাপারে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মুঠোফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি।এ ঘটনার পর বসুরহাটে আবারও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাজারের ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতারা আতঙ্কে রয়েছেন। যেকোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন তারা।
ঘটনার সত্যতা স্বীকার করে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, গাড়ি ভাঙচুরসহ মিজানুর রহমান বাদল ও হাসিব আহসান আলালকে মারধর করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত পাঁচ মাস কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে এলাকায় অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এ দুই গ্রুপের সংঘর্ষ ইতোমধ্যে একজন সাংবাদিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও শতাধিক।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে ফরচুন সুজ
- সহকর্মীর বিয়ের প্রস্তাবে বিরক্ত কন্যা, খরচ বাড়বে তুলার
- ১২ জুন ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
- সপ্তাহের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন ছাড়াল ১২ হাজার কোটি টাকা
- সপ্তাহের ব্যবধানে পিই রেশিও অপরিবর্তিত
- সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে
- তৃতীয়বারের মতো বিশ্বসেরা বাংলাদেশের পুঁজিবাজার
- শতভাগ বেড়েছে স্বল্পমূলধনী যেসব কোম্পানির শেয়ার দর!
- মূল মার্কেটে ফিরছে ওটিসির ৪ কোম্পানি
- স্টার্টআপে ৫ কোটি টাকা বিনিয়োগ করবে ইভ্যালি
- স্বপ্ন ও ইউএসডিএর মাসব্যাপী ‘টেস্ট অব আমেরিকা’ ক্যাম্পেইন
- প্রধানমন্ত্রীর করোনা তহবিলে সাইফ পাওয়ারের ২ কোটি টাকার অনুদান
- বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করবে এনআরবিসি ব্যাংক
- লোকসান থেকে মুনাফায় গোল্ডেন সন