বাজেটের ১২ শতাংশ যাবে সুদ পরিশোধে

- আপডেট: ০৮:১৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ১০৩৬৯ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ২০২২–২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে শুধু সুদ পরিশোধেই ব্যয় ধরা হয়েছে ৮০ হাজার ৩৭৫ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সুদ পরিশোধের এই ব্যয়ের পরিমাণ প্রস্তাবিত মোট বাজেটের ১১ দশমিক ৮৫ শতাংশ। এই ব্যয়ের বড় অংশই যাবে অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া ঋণের সুদ পরিশোধে।
আগামী অর্থবছর অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৭৩ হাজার ১৭৫ কোটি টাকা। এছাড়া বিদেশি ঋণে ৭ হাজার ২০০ কোটি টাকা। মূলত বিদেশি ঋণের তুলনায় অভ্যন্তরীণ উৎসের ঋণে সুদ অনেক বেশি থাকে।
গত এপ্রিল পর্যন্ত সঞ্চয়পত্রে সরকারের ঋণ স্থিতি রয়েছে তিন লাখ ৬১ হাজার কোটি টাকা। ব্যাংক ব্যবস্থায় ঋণ রয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬০৪ কোটি টাকা। চলতি অর্থবছর অভ্যন্তরীণ উৎসে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম ঋণ নিচ্ছে সরকার। যদিও সংশোধিত বাজেটে অভ্যন্তরীণ ঋণের সুদ পরিশোধে ব্যয় ৩ হাজার কোটি টাকা বাড়িয়ে ৬৫ হাজার কোটি টাকা ধরা হয়েছে। বিদেশি উৎসের সুদ পরিশোধ ব্যয় প্রাক্কলন ৩৪৫ কোটি টাকা কমিয়ে ৬ হাজার ২৪৪ কোটি টাকায় নামানো হয়েছে।
ঢাকা/টিএ