০৭:১২ অপরাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

আবারও ফ্রান্সের কোচ দেশম

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • / ১০৩৯৬ বার দেখা হয়েছে

‘বিশ্বকাপের জন্যই দেশমের জন্ম।’ খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন। কোচ হয়ে দু’বার দলকে বিশ্বকাপে তুলেছেন। কোচ দিদিয়ের দেশমকে নিয়ে তাই কথাটা বলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমাও হয়তো বুঝে গিয়েছিলেন এই দেশমকে ছাড়বে না ফ্রান্স ফুটবল ফেডারেশন। সেজন্যই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিশ্বকাপ ভাগ্যসম্পন্ন ওই দেশমই নতুন মেয়াদে ফ্রান্সের কোচের দায়িত্ব পেয়েছেন। টানা দু’বার বিশ্বকাপের ফাইনাল, যার একটিতে শিরোপা জয়। এক ইউরোর ফাইনাল তোলা কোচকে কেন ছাড়বে ফ্রান্স! চাকরির সিদ্ধান্তটা ১৯৯৮ বিশ্বকাপ জয়ী কোচের হাতেই ছেড়ে দিয়েছিল ফ্রান্স ফুটবল ফেডারেশন। তিনি সম্মত হওয়ায় ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন তিনি।

ঐতিহ্য অনুযায়ী ফ্রান্স দেশি কাউকে কোচ করতে পছন্দ করে। ১৯৬৪ সালে স্বদেশি হেনরিকে দিয়ে যার শুরু। তবে দু’জন বিদেশিও দায়িত্ব পালন করেছেন। একজন স্পেনের হোসে আরিবাস, অন্যজন রোমানিয়ার স্টেফেন কোভাক। এরপর ঘরের ছেলেরাই দায়িত্ব পেয়েছেন। চতুর্থ মেয়াদে চুক্তি নবায়ন করায় ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পাওয়া কোচ তিনি। ১৪ বছর এক পদে তিনি। সেখানে দারুণসব অর্জন তার। কোচ হিসেবে এরই মধ্যে নয়টি ট্রফি ছুঁয়েছেন। যার মধ্যে দুটি ফ্রান্সের হয়ে বাকিগুলো ক্লাবে।

আরও পড়ুন: যুদ্ধবিরতি শেষে বিজয়ের শপথ রাশিয়ার

তিনি ফ্রান্সের সফল কোচদের একজন। সামনের দুটি প্রতিযোগিতায় (২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ, ২০২৬ সালে বিশ্বকাপ) শিরোপা জয়ের আশা নিয়েই দায়িত্ব নিয়েছেন তিনি। একটি ট্রফি পেলেও কোচ হিসেবে লিখবেন নতুন ইতিহাস। দেশম পুনরায় দায়িত্ব নেওয়ায় তার সাবেক সতীর্থ ও সাবেক রিয়াল কোচ জিনেদিন জিদানের হয়তো মন খারাপ। আপাতত লেস ব্লুজদের ডাগ আউটে দাঁড়ানো হচ্ছে না তার। এমবাপ্পের সঙ্গে দেশমের সম্পর্ক বেশ ভালো। তবে ওই এমবাপ্পেও কোচ হিসেবে মনে মনে জিদানকেই চাইতেন। জিজু অবশ্য ব্রাজিলের কোচ হয়ে ওই আক্ষেপ পূরণ করতে পারেন। গুঞ্জন তো তেমনই।

তার জামানায় লেস ব্লুজরা

২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল

২০১৬ ইউরোতে রানার্সআপ

২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন

২০২০ ইউরোতে শেষ ষোলো

২০২১ নেশন্স লিগে চ্যাম্পিয়ন

২০২২ বিশ্বকাপে রানার্সআপ

একনজরে দেশমের দায়িত্ব

ফ্রান্সের ডাগআউটে :৩৮৩৫ দিন

যোগদান :২০১২ সালের ৮ জুলাই

থাকবেন :২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত

ম্যাচ   জয়  ড্র  হার    খেলোয়াড় ব্যবহার

১৩৯  ৮৯  ২৬  ১০৫

ঢাকা/এসএম

শেয়ার করুন

আবারও ফ্রান্সের কোচ দেশম

আপডেট: ০২:১৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

‘বিশ্বকাপের জন্যই দেশমের জন্ম।’ খেলোয়াড় হিসেবে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন। কোচ হয়ে দু’বার দলকে বিশ্বকাপে তুলেছেন। কোচ দিদিয়ের দেশমকে নিয়ে তাই কথাটা বলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমাও হয়তো বুঝে গিয়েছিলেন এই দেশমকে ছাড়বে না ফ্রান্স ফুটবল ফেডারেশন। সেজন্যই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিশ্বকাপ ভাগ্যসম্পন্ন ওই দেশমই নতুন মেয়াদে ফ্রান্সের কোচের দায়িত্ব পেয়েছেন। টানা দু’বার বিশ্বকাপের ফাইনাল, যার একটিতে শিরোপা জয়। এক ইউরোর ফাইনাল তোলা কোচকে কেন ছাড়বে ফ্রান্স! চাকরির সিদ্ধান্তটা ১৯৯৮ বিশ্বকাপ জয়ী কোচের হাতেই ছেড়ে দিয়েছিল ফ্রান্স ফুটবল ফেডারেশন। তিনি সম্মত হওয়ায় ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন তিনি।

ঐতিহ্য অনুযায়ী ফ্রান্স দেশি কাউকে কোচ করতে পছন্দ করে। ১৯৬৪ সালে স্বদেশি হেনরিকে দিয়ে যার শুরু। তবে দু’জন বিদেশিও দায়িত্ব পালন করেছেন। একজন স্পেনের হোসে আরিবাস, অন্যজন রোমানিয়ার স্টেফেন কোভাক। এরপর ঘরের ছেলেরাই দায়িত্ব পেয়েছেন। চতুর্থ মেয়াদে চুক্তি নবায়ন করায় ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পাওয়া কোচ তিনি। ১৪ বছর এক পদে তিনি। সেখানে দারুণসব অর্জন তার। কোচ হিসেবে এরই মধ্যে নয়টি ট্রফি ছুঁয়েছেন। যার মধ্যে দুটি ফ্রান্সের হয়ে বাকিগুলো ক্লাবে।

আরও পড়ুন: যুদ্ধবিরতি শেষে বিজয়ের শপথ রাশিয়ার

তিনি ফ্রান্সের সফল কোচদের একজন। সামনের দুটি প্রতিযোগিতায় (২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ, ২০২৬ সালে বিশ্বকাপ) শিরোপা জয়ের আশা নিয়েই দায়িত্ব নিয়েছেন তিনি। একটি ট্রফি পেলেও কোচ হিসেবে লিখবেন নতুন ইতিহাস। দেশম পুনরায় দায়িত্ব নেওয়ায় তার সাবেক সতীর্থ ও সাবেক রিয়াল কোচ জিনেদিন জিদানের হয়তো মন খারাপ। আপাতত লেস ব্লুজদের ডাগ আউটে দাঁড়ানো হচ্ছে না তার। এমবাপ্পের সঙ্গে দেশমের সম্পর্ক বেশ ভালো। তবে ওই এমবাপ্পেও কোচ হিসেবে মনে মনে জিদানকেই চাইতেন। জিজু অবশ্য ব্রাজিলের কোচ হয়ে ওই আক্ষেপ পূরণ করতে পারেন। গুঞ্জন তো তেমনই।

তার জামানায় লেস ব্লুজরা

২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল

২০১৬ ইউরোতে রানার্সআপ

২০১৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন

২০২০ ইউরোতে শেষ ষোলো

২০২১ নেশন্স লিগে চ্যাম্পিয়ন

২০২২ বিশ্বকাপে রানার্সআপ

একনজরে দেশমের দায়িত্ব

ফ্রান্সের ডাগআউটে :৩৮৩৫ দিন

যোগদান :২০১২ সালের ৮ জুলাই

থাকবেন :২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত

ম্যাচ   জয়  ড্র  হার    খেলোয়াড় ব্যবহার

১৩৯  ৮৯  ২৬  ১০৫

ঢাকা/এসএম