০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪

যুদ্ধবিরতি শেষে বিজয়ের শপথ রাশিয়ার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • / ৪২৯৯ বার দেখা হয়েছে

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার একতরফা যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এই সংঘাতে কিয়েভের বিরুদ্ধে বিজয় অর্জনের শপথ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম ডেপুটি চিফ অব স্টাফ সের্গেই কিরিয়েনকো মস্কোর এমন শপথের কথা জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও ইউক্রেনের অর্থোডক্স খ্রিস্টানদের ক্রিসমাস পালনের জন্য একতরফা যুদ্ধবিরতি শেষে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার ৩৬ ঘণ্টার ওই যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করে এটিকে ভণ্ডামি হিসেবে অ্যাখ্যায়িত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন: কীর্তনের মধ্য দিয়ে শুরু লিট ফেস্টের শেষ দিনের আয়োজন

মস্কো ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনের খেরসনে একটি ফায়ার সার্ভিস স্টেশনে হামলার অভিযোগ এনেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো বলেছেন, ৩৬ ঘণ্টার একতরফা যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়া একতরফা যুদ্ধবিরতিকে সম্মান করেছে। কিন্তু ইউক্রেনীয় বাহিনী ক্রমাগত গোলাবর্ষণ করেছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

যুদ্ধবিরতি শেষে বিজয়ের শপথ রাশিয়ার

আপডেট: ১২:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার একতরফা যুদ্ধবিরতি শেষ হওয়ার পর এই সংঘাতে কিয়েভের বিরুদ্ধে বিজয় অর্জনের শপথ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম ডেপুটি চিফ অব স্টাফ সের্গেই কিরিয়েনকো মস্কোর এমন শপথের কথা জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও ইউক্রেনের অর্থোডক্স খ্রিস্টানদের ক্রিসমাস পালনের জন্য একতরফা যুদ্ধবিরতি শেষে বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত শুক্রবার ৩৬ ঘণ্টার ওই যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করে এটিকে ভণ্ডামি হিসেবে অ্যাখ্যায়িত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও পড়ুন: কীর্তনের মধ্য দিয়ে শুরু লিট ফেস্টের শেষ দিনের আয়োজন

মস্কো ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনের খেরসনে একটি ফায়ার সার্ভিস স্টেশনে হামলার অভিযোগ এনেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের দফতরের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো বলেছেন, ৩৬ ঘণ্টার একতরফা যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও হামলা চালিয়েছে রুশ বাহিনী।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়া একতরফা যুদ্ধবিরতিকে সম্মান করেছে। কিন্তু ইউক্রেনীয় বাহিনী ক্রমাগত গোলাবর্ষণ করেছে।

ঢাকা/এসএম