এনআরবি ব্যাংকের যশোরে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

- আপডেট: ১২:২৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩
- / ১০৪৬৫ বার দেখা হয়েছে
সম্প্রতি এনআরবি ব্যাংকের অর্থায়নে ১০/৫০/১০০ টাকার হিসাবধারীদের জন্য “৫০০ কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কীম’ এর আওতায় যশোরে গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা বলেন, দেশের সমস্ত জনগনকে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় এনে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করতে পারলেই বাংলাদেশ সত্যিকার অর্থেই সোনার বাংলায় রুপান্তরিত হবে। এন আর বি ব্যাংক বর্তমানে সেই কাজটিই করে যাচ্ছে। এ ছাড়াও দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে দেশব্যাপি কৃষকদের মাঝে কৃষি ঋণ বিতরণে ভূমিকা রেখে যাচ্ছে। দেশের এসএমই অর্থায়নে এন আর বি ব্যাংক বলিষ্ঠ ভুমিকা বর্তমানে বেশ উল্লেখযোগ্য।
আরও পড়ুন: শরিয়াভিত্তিক ব্যাংকে আমানত বেড়েছে ১৭ হাজার কোটি টাকা
বিশেষ অতিথি ছিলেন এন আর বি ব্যাংকের উপ-ব্যভস্থাপনা পরিচালক মোঃ শাহীন হাওলাদার, হেড অফ এস এম ই ও এগ্রি ব্যাংকিং প্রধান এ এম জাহেদ, এন আর বি ব্যাংকের যশোর শাখা ব্যবস্থাপক সৌমিত্র বিশ্বাস ও অনান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এগারজন প্রান্তিক পর্যায়ের বিভিন্ন আয় উৎসারী কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের চেক প্রদানের মাধ্যমে প্রকাশ্যে এই আর্থিক অন্তর্ভুক্তিমূলক ঋণ প্রদান করা হয়।
ঢাকা/এসএ