০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

শরিয়াভিত্তিক ব্যাংকে আমানত বেড়েছে ১৭ হাজার কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩
  • / ৪২১৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

২০২২ সমাপ্ত বছরে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে আমানত বেড়েছে। ডিসেম্বর শেষে ২০২২ সালে শরিয়াহভিত্তিক ১০ ব্যাংকের আমানত দাঁড়ায় ৪ লাখ ৯ হাজার ৯৪৯ কোটি টাকা। গত ২০২১ সালের ডিসেম্বর শেষে যার পরিমাণ ছিলো ৩ লাখ ৯৩ হজার ১১১ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে শরিয়াভিত্তিক ব্যাংকগুলোতে আমানত বেড়েছে (১৭ হাজার) ১৬ হাজার ৮৩৮ কোটি টাকা।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তথ্য অনুযায়ী, ডিসেম্বরে শরিয়াভিত্তিক ১০ ব্যাংকের মোট আমানত দাঁড়ায় ৭৯ হাজার ৯৫১ কোটি টাকা। তিন মাস আগে অর্থাৎ সেপ্টেম্বরে যার পরিমাণ ছিলো ৯১ হাজার ৭৯২ কোটি। অর্থাৎ এই তিন মাসে ব্যাংকগুলোর আমানত ১১ হাজার ৪২৬ কোটি টাকা কমেছে।

সাম্প্রতিক সময়ে শরিয়াহভিত্তিক কয়েকটি ইসলামি ব্যাংকে বড় ঋণ বিতরণের অনিয়ম প্রকাশ পায়। এর ফলে এসব ব্যাংকে গ্রাহকেরা আমানত রাখা থেকে কিছুটা বিরত থেকেছে। এছাড়া যাদের টাকা ছিলো তারাও তা উঠিয়ে নেয়। এমন পরিস্থিতিতে তারল্যে টান পড়লে বাংলাদেশ ব্যাংক থেকে সাত ইসলামি ব্যাংক টাকা ধার নেয়। এসব অস্থিরতার কারণে ডিসেম্বর প্রান্তিকে এসব ব্যাংকের আমানত কিছুটা কমেছিলো।

আরও পড়ুন: বর্তমান প্রেক্ষাপটে আগামী বাজেট খুবই গুরুত্বপূর্ণ: এফবিসিসিআই সভাপতি

এরই ধারাবাহিকতায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইসলামী শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকে তদারকি বাড়ানো হয়েছে। এখন থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০ কোটি বা তার বেশি টাকার ঋণ বিতরণ ও আদায়ের তথ্য দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।

এছাড়া ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৫০ কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণ অনুমোদনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংক দুটির ৫ কোটি টাকার বেশি অঙ্কের ঋণ বিতরণের আগে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

শরিয়াভিত্তিক ব্যাংকে আমানত বেড়েছে ১৭ হাজার কোটি টাকা

আপডেট: ০৭:১৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩

২০২২ সমাপ্ত বছরে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোতে আমানত বেড়েছে। ডিসেম্বর শেষে ২০২২ সালে শরিয়াহভিত্তিক ১০ ব্যাংকের আমানত দাঁড়ায় ৪ লাখ ৯ হাজার ৯৪৯ কোটি টাকা। গত ২০২১ সালের ডিসেম্বর শেষে যার পরিমাণ ছিলো ৩ লাখ ৯৩ হজার ১১১ কোটি টাকা। অর্থাৎ বছরের ব্যবধানে শরিয়াভিত্তিক ব্যাংকগুলোতে আমানত বেড়েছে (১৭ হাজার) ১৬ হাজার ৮৩৮ কোটি টাকা।বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

তথ্য অনুযায়ী, ডিসেম্বরে শরিয়াভিত্তিক ১০ ব্যাংকের মোট আমানত দাঁড়ায় ৭৯ হাজার ৯৫১ কোটি টাকা। তিন মাস আগে অর্থাৎ সেপ্টেম্বরে যার পরিমাণ ছিলো ৯১ হাজার ৭৯২ কোটি। অর্থাৎ এই তিন মাসে ব্যাংকগুলোর আমানত ১১ হাজার ৪২৬ কোটি টাকা কমেছে।

সাম্প্রতিক সময়ে শরিয়াহভিত্তিক কয়েকটি ইসলামি ব্যাংকে বড় ঋণ বিতরণের অনিয়ম প্রকাশ পায়। এর ফলে এসব ব্যাংকে গ্রাহকেরা আমানত রাখা থেকে কিছুটা বিরত থেকেছে। এছাড়া যাদের টাকা ছিলো তারাও তা উঠিয়ে নেয়। এমন পরিস্থিতিতে তারল্যে টান পড়লে বাংলাদেশ ব্যাংক থেকে সাত ইসলামি ব্যাংক টাকা ধার নেয়। এসব অস্থিরতার কারণে ডিসেম্বর প্রান্তিকে এসব ব্যাংকের আমানত কিছুটা কমেছিলো।

আরও পড়ুন: বর্তমান প্রেক্ষাপটে আগামী বাজেট খুবই গুরুত্বপূর্ণ: এফবিসিসিআই সভাপতি

এরই ধারাবাহিকতায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইসলামী শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকে তদারকি বাড়ানো হয়েছে। এখন থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ১০ কোটি বা তার বেশি টাকার ঋণ বিতরণ ও আদায়ের তথ্য দৈনিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে।

এছাড়া ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ৫০ কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণ অনুমোদনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যাংক দুটির ৫ কোটি টাকার বেশি অঙ্কের ঋণ বিতরণের আগে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে।

ঢাকা/এসএ