না ফেরার দেশে চলে গেছেন ফুটবল ঈশ্বর আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। তিনি চলে গেছেন তবুও আছেন ভক্ত-সমর্থকদের হৃদয়ে। এখনো মানুষের মুখে মুখে চলছে ম্যারাডোনা বন্দনা আর স্মৃতিচারণ।
প্রিয় তারকা ম্যারাডোনাকে নিয়ে এবার স্মৃতিচারণ করলেন পোপ ফ্রান্সিস। পুরনো স্মৃতি হাতড়ে পোপ ম্যারাডোনা সম্পর্কে বলেন, ম্যারাডোনা শুধু একজন চ্যাম্পিয়ন ফুটবলারই ছিলেন না, কবিও ছিলেন।
১৯৮৬ সালে আর্জেন্টিনা বনাম পশ্চিম জার্মানির খেলার স্মৃতিচারণ করে পোপ বলেন, ২০১৪ সালে আমার সঙ্গে দেখা হয়েছিল ম্যারাডোনার। তিনি অনেক মানুষকে আনন্দ দেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন। কিন্তু সেবার ফাইনাল ম্যাচটা দেখতে পারিনি।
ফুটবলের দারুণ ভক্ত পোপ ফ্রান্সিস। ম্যারাডোনার মৃত্যুর খবর পেয়ে মানসিকভাবে আহত হয়েছিলেন তিনি। ম্যারাডোনার পরিবারের জন্য তিনি একটি চিঠিসহ জপমালা পাঠিয়েছিলেন।