১০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

রাজশাহীকে উদ্বেগে ফেলে চোট সাইফউদ্দিনের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • / ৪১৫০ বার দেখা হয়েছে

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার রাজশাহী দলের বড় তারকাই বলা চলে মোহাম্মদ সাইফউদ্দিনকে। কিন্তু সেই তারকাকেই হারানোর শঙ্কায় পড়েছে দলটি। আজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

ক্রাচে ভর দিয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়া সাইফউদ্দিনকে প্লেয়ার্স ড্রাফটে প্রথম সুযোগেই দলে ভিড়িয়েছিল মিনিস্টার রাজশাহী। ব্যাটে-বলে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের ওপর বড় ভরসা ছিল তাঁর দলের। কিন্তু তাঁর চোটের যে অবস্থা দেখা গেল, তাতে তিনি আদৌ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে পারবেন কি না, সন্দেহ। পায়ের গোড়ালিতে আঘাত পাওয়া সাইফউদ্দিনের স্ক্যানিং হবে আজ বিকেলে। এরপরই জানা যাবে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে তাঁর খেলার সম্ভাবনা কতটুকু।

 

রাজশাহী দলের টিম ম্যানেজার হান্নান সরকার জানিয়েছেন, ‘অনুশীলন সেশনে গোঁড়ালিতে চোট পেয়েছে সাইফউদ্দিন। সে এখন দলের ফিজিও ও বিসিবি মেডিকেল দলের তত্ত্বাবধানে আছে। বিসিবির প্রটোকল অনুযায়ী তাঁর চিকিৎসা চলছে। ফিজিও আগামীকাল সাইফাউদ্দিনের সর্বেশষ অবস্থা সম্পর্কে জানাবেন।’

আগামী পরশু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম ম্যাচেই ঢাকার সঙ্গে খেলা রাজশাহীর।

শেয়ার করুন

x
English Version

রাজশাহীকে উদ্বেগে ফেলে চোট সাইফউদ্দিনের

আপডেট: ০৫:১৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার রাজশাহী দলের বড় তারকাই বলা চলে মোহাম্মদ সাইফউদ্দিনকে। কিন্তু সেই তারকাকেই হারানোর শঙ্কায় পড়েছে দলটি। আজ সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

ক্রাচে ভর দিয়ে মাঠ থেকে বেরিয়ে যাওয়া সাইফউদ্দিনকে প্লেয়ার্স ড্রাফটে প্রথম সুযোগেই দলে ভিড়িয়েছিল মিনিস্টার রাজশাহী। ব্যাটে-বলে তাঁর অলরাউন্ড পারফরম্যান্সের ওপর বড় ভরসা ছিল তাঁর দলের। কিন্তু তাঁর চোটের যে অবস্থা দেখা গেল, তাতে তিনি আদৌ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলতে পারবেন কি না, সন্দেহ। পায়ের গোড়ালিতে আঘাত পাওয়া সাইফউদ্দিনের স্ক্যানিং হবে আজ বিকেলে। এরপরই জানা যাবে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে তাঁর খেলার সম্ভাবনা কতটুকু।

 

রাজশাহী দলের টিম ম্যানেজার হান্নান সরকার জানিয়েছেন, ‘অনুশীলন সেশনে গোঁড়ালিতে চোট পেয়েছে সাইফউদ্দিন। সে এখন দলের ফিজিও ও বিসিবি মেডিকেল দলের তত্ত্বাবধানে আছে। বিসিবির প্রটোকল অনুযায়ী তাঁর চিকিৎসা চলছে। ফিজিও আগামীকাল সাইফাউদ্দিনের সর্বেশষ অবস্থা সম্পর্কে জানাবেন।’

আগামী পরশু বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম ম্যাচেই ঢাকার সঙ্গে খেলা রাজশাহীর।