০৭:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

দেশে করোনায় আরও ৩১ মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • / ৪১৩৯ বার দেখা হয়েছে

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮৩৮ জনে। মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২৪ জন পুরুষ এবং নারী সাতজন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এক দিনে নতুন করে ১ হাজার ৬৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় ১৩৭ ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৩১৫টি। পরীক্ষা করা হয় ১৩ হাজার ২১৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ২৮ লাখ ৬৩ হাজার ১৬৯টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.৬০ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৬৮ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫৫২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৯২ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করুন

x
English Version

দেশে করোনায় আরও ৩১ মৃত্যু

আপডেট: ০৭:৩৪:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮৩৮ জনে। মারা যাওয়া ৩১ জনের মধ্যে ২৪ জন পুরুষ এবং নারী সাতজন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এক দিনে নতুন করে ১ হাজার ৬৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় ১৩৭ ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ৩১৫টি। পরীক্ষা করা হয় ১৩ হাজার ২১৮টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ২৮ লাখ ৬৩ হাজার ১৬৯টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.৬০ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৬৮ শতাংশ এবং মৃত্যুর হার ১.৪৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৫৫২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৯২ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।