০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

‘১২০ শতাংশ ফিট রোনালদো’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৫২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮
  • / ৪৪১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: লিগায় এল ক্লাসিকো ম্যাচে গোড়ালির চোটে মাঠ ছেড়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এমাসের শুরুতে হওয়া সেই ম্যাচের পর থেকেই মাঠের বাইরে পর্তুগিজ তারকা। ২৬ মে লিভারপুরের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রিয়ালের। তার আগে শনিবার রাতে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। যে ম্যাচের আগে রোনালদোর ইনজুরি প্রসঙ্গে বলতে গিয়ে জিদান বলছেন, ১২০ ভাগ ফিট রয়েছেন সি আর সেভেন।

ভিয়ারিয়ালের বিপক্ষে এদিন জয় তুলে নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করতে চাইবে রিয়াল মাদ্রিদ। যদিও সেটি কঠিন জিদানের দলের জন্য। কারণ ৩৭ ম্যাচে ৭৫ পয়েন্ট জিদানের দলের। এম্যাচে জিতলে হবে ৭৮ পয়েন্ট। ওদিকে ৩৭ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট হয়ে আছে ৭৮। রোববার এইবারের বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো। তবে অ্যাথলেটিকো সে ম্যাচে হারলে, আর রিয়াল এদিন জয় পেলে গোল গড়ে এগিয়ে থাকবে জিদানের দল। বার্সেলোনা লিগ শিরোপা আগেই নিশ্চিত করে রেখেছে।

দ্বিতীয় হওয়ার জন্য ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের কাজটা এদিন সেরে রাখতে জিদান খুব সতর্ক। লিভারপুরের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি তো আছেই। এম্যাচে তাই পুরোশক্তির রিয়াল মাদ্রিদকেই দেখা যেতে পারে। মাঠে নামতে পারেন রোনালদোও। জিদান বলেন, ‘এই মুহূর্তে সে ১২০% ফিট। সে ভালো আছে। যদি সে ১২০ ভাগ ফিট থাকে, তবে সেটা আমার জন্য ভালো।’

এদিকে গ্যারেথ বেলও দারুণ খেলেছেন শেষ লা লিগার ম্যাচে। বুঝতেই দেননি রোনালদোর অভাব। সেল্তা ভিগোকে ৬-০ গোলে হারানো ম্যাচে জোড়া গোল করেন তিনি। জিদান বলেন, ‘আপনারা দেখেছেন সে দারুণ খেলেছে। কারণে সে অনেক বেশি চেস্টা করছে।’ জিদান যোগ করে বলেন, ‘সবচেয়ে বড় দিক হলো সবাই শারিরীক ভাবে খুব ভালো পর্যায়ে আছে।’

ভিয়ারিয়ালের মাঠে এদিন ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। খেলা দেখাবে সনি টেন ২।

শেয়ার করুন

x
English Version

‘১২০ শতাংশ ফিট রোনালদো’

আপডেট: ০৬:৫২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮

নিজস্ব প্রতিবেদক: লিগায় এল ক্লাসিকো ম্যাচে গোড়ালির চোটে মাঠ ছেড়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। এমাসের শুরুতে হওয়া সেই ম্যাচের পর থেকেই মাঠের বাইরে পর্তুগিজ তারকা। ২৬ মে লিভারপুরের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রিয়ালের। তার আগে শনিবার রাতে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। যে ম্যাচের আগে রোনালদোর ইনজুরি প্রসঙ্গে বলতে গিয়ে জিদান বলছেন, ১২০ ভাগ ফিট রয়েছেন সি আর সেভেন।

ভিয়ারিয়ালের বিপক্ষে এদিন জয় তুলে নিয়ে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করতে চাইবে রিয়াল মাদ্রিদ। যদিও সেটি কঠিন জিদানের দলের জন্য। কারণ ৩৭ ম্যাচে ৭৫ পয়েন্ট জিদানের দলের। এম্যাচে জিতলে হবে ৭৮ পয়েন্ট। ওদিকে ৩৭ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট হয়ে আছে ৭৮। রোববার এইবারের বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো। তবে অ্যাথলেটিকো সে ম্যাচে হারলে, আর রিয়াল এদিন জয় পেলে গোল গড়ে এগিয়ে থাকবে জিদানের দল। বার্সেলোনা লিগ শিরোপা আগেই নিশ্চিত করে রেখেছে।

দ্বিতীয় হওয়ার জন্য ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের কাজটা এদিন সেরে রাখতে জিদান খুব সতর্ক। লিভারপুরের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতি তো আছেই। এম্যাচে তাই পুরোশক্তির রিয়াল মাদ্রিদকেই দেখা যেতে পারে। মাঠে নামতে পারেন রোনালদোও। জিদান বলেন, ‘এই মুহূর্তে সে ১২০% ফিট। সে ভালো আছে। যদি সে ১২০ ভাগ ফিট থাকে, তবে সেটা আমার জন্য ভালো।’

এদিকে গ্যারেথ বেলও দারুণ খেলেছেন শেষ লা লিগার ম্যাচে। বুঝতেই দেননি রোনালদোর অভাব। সেল্তা ভিগোকে ৬-০ গোলে হারানো ম্যাচে জোড়া গোল করেন তিনি। জিদান বলেন, ‘আপনারা দেখেছেন সে দারুণ খেলেছে। কারণে সে অনেক বেশি চেস্টা করছে।’ জিদান যোগ করে বলেন, ‘সবচেয়ে বড় দিক হলো সবাই শারিরীক ভাবে খুব ভালো পর্যায়ে আছে।’

ভিয়ারিয়ালের মাঠে এদিন ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। খেলা দেখাবে সনি টেন ২।