০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব নয়: ডিএসই পরিচালক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / ১০৪৩১ বার দেখা হয়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর উদ্যোগে পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে ১৯ মে ২০২৫, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিএসই’র পরিচালক মেজর জেনারেল কামরুজ্জামান (অব.)। তিনি বলেন, “দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পুঁজিবাজার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জনগণের সঞ্চিত ক্ষুদ্র পুঁজি বড় পুঁজিতে রূপান্তরের মাধ্যমে শিল্পায়নের পথ সুগম হয় পুঁজিবাজারের মাধ্যমে। অথচ পুঁজিবাজার সম্পর্কে যথাযথ জ্ঞান ছাড়া টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আপনারাই এই পুঁজিবাজারের ভবিষ্যৎ নেতৃত্বদানকারী। তাই এখন থেকেই এই খাত সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। আপনাদের উদ্ভাবনী চিন্তা-চেতনা ও মেধা একদিন ঢাকা স্টক এক্সচেঞ্জকে এই অঞ্চলের একটি নেতৃত্বদানকারী স্টক এক্সচেঞ্জে পরিণত করবে।”

ডিএসই পরিচালক বলেন, “আজকের এই কর্মশালাটি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার সম্পর্কে প্রাকটিক্যাল জ্ঞান অর্জনের একটি বড় সুযোগ। তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাপিটাল মার্কেটের টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। যা ভবিষ্যতে তাদের জন্য মূল্যবান হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সাত্বিক আহমেদ শাহ, বিইউবিটি’র ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. সাঈদ মাসুদ হুসাইন এবং ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।

আরও পড়ুন: আমার পদত্যাগের গুজবে কি শেয়ারবাজারে প্রভাব পড়ে না

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান। তিনি পুঁজিবাজারের প্রাথমিক ধারণা, বর্তমান পরিস্থিতি, পুঁজিবাজারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।

ডিএসই জানায়, শুধু বিশ্ববিদ্যালয় নয়, সারাদেশব্যাপী বিনিয়োগকারীদের সচেতন করার লক্ষ্যে তারা ধারাবাহিকভাবে এ ধরনের বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বিনিয়োগকারীদের ঝুঁকি সচেতন ও জ্ঞাত করে তুলতে, এবং একটি টেকসই ও সমৃদ্ধ পুঁজিবাজার গঠনে ডিএসই নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান ছাড়া অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব নয়: ডিএসই পরিচালক

আপডেট: ১০:২৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর উদ্যোগে পুঁজিবাজার কেন্দ্রিক একাডেমিক শিক্ষা সচেতনতামূলক ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে ১৯ মে ২০২৫, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিএসই’র পরিচালক মেজর জেনারেল কামরুজ্জামান (অব.)। তিনি বলেন, “দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে পুঁজিবাজার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। জনগণের সঞ্চিত ক্ষুদ্র পুঁজি বড় পুঁজিতে রূপান্তরের মাধ্যমে শিল্পায়নের পথ সুগম হয় পুঁজিবাজারের মাধ্যমে। অথচ পুঁজিবাজার সম্পর্কে যথাযথ জ্ঞান ছাড়া টেকসই অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আপনারাই এই পুঁজিবাজারের ভবিষ্যৎ নেতৃত্বদানকারী। তাই এখন থেকেই এই খাত সম্পর্কে জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। আপনাদের উদ্ভাবনী চিন্তা-চেতনা ও মেধা একদিন ঢাকা স্টক এক্সচেঞ্জকে এই অঞ্চলের একটি নেতৃত্বদানকারী স্টক এক্সচেঞ্জে পরিণত করবে।”

ডিএসই পরিচালক বলেন, “আজকের এই কর্মশালাটি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য পুঁজিবাজার সম্পর্কে প্রাকটিক্যাল জ্ঞান অর্জনের একটি বড় সুযোগ। তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাপিটাল মার্কেটের টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারবে। যা ভবিষ্যতে তাদের জন্য মূল্যবান হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) সাত্বিক আহমেদ শাহ, বিইউবিটি’র ফ্যাকাল্টি অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. সাঈদ মাসুদ হুসাইন এবং ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।

আরও পড়ুন: আমার পদত্যাগের গুজবে কি শেয়ারবাজারে প্রভাব পড়ে না

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান। তিনি পুঁজিবাজারের প্রাথমিক ধারণা, বর্তমান পরিস্থিতি, পুঁজিবাজারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ, বিনিয়োগ কৌশলসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন এবং শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন।

ডিএসই জানায়, শুধু বিশ্ববিদ্যালয় নয়, সারাদেশব্যাপী বিনিয়োগকারীদের সচেতন করার লক্ষ্যে তারা ধারাবাহিকভাবে এ ধরনের বিনিয়োগ শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বিনিয়োগকারীদের ঝুঁকি সচেতন ও জ্ঞাত করে তুলতে, এবং একটি টেকসই ও সমৃদ্ধ পুঁজিবাজার গঠনে ডিএসই নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

ঢাকা/এসএইচ