০৭:৫০ অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪

অমনোযোগী চালকদের প্রত্যাহার করছে টেসলা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
  • / ৪২০০ বার দেখা হয়েছে

অমনোযোগী চালকদের প্রত্যাহার করছে টেসলা সেলফ-ড্রাইভিং টেস্টিংয়ে মনোযোগ না দেয়ার কারণে একাধিক চালককে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। শুক্রবার টুইটারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলন মাস্ক বলেন, ‘ফুল-সেলফ ড্রাইভিং বেটা এখন থেকে বাড়ানো হবে।… যেসব চালক সড়কে গাড়ি চালানোর সময়ে পর্যাপ্ত মনোযোগ দেননি তাদের আমরা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’ তবে বেটা সফটওয়্যার থেকে কতজন চালককে প্রত্যাহার করা হয়েছে সেবিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। টেসলা কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খোলেনি।

শেয়ারববাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

গত বছরের অক্টোবরে ফুল-সেলফ ড্রাইভিংয়ের বেটা ভার্সন প্রকাশ করা হয়। টেসলার ফুল-সেলফ ড্রাইভিং নিয়ে দীর্ঘদিন বিতর্ক চলে আসছে এবং অটোনোমাস গাড়ির বিশেষজ্ঞরা ব্যাপক সমালোচনা করছেন। বেশিরভাগ বিশেষজ্ঞরা বলছেন, ফুল-সেলফ ড্রাইভিংয়ের অর্থ হলো যে গাড়িতে একজন ব্যক্তি নিরাপদে ঘুমাতে পারবেন ও সেখানে বিকল্প কোনো চালকের প্রয়োজন হবে না।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল সংস্থা সড়কে ফুল-সেলফ ড্রাইভিং টেস্টিংয়ের বিষয়ে নিরাপত্তার যেসব শর্ত রয়েছে তা মেনে চলার অনুরোধ করেছে। ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের চেয়ারম্যান রবার্ট সামওয়াল্ট বলেন, সীমিত তদারকির মধ্যে সড়কে সেলফ ড্রাইভিংয়ের টেস্টিং করছে টেসলা।

তিনি বলেন, যদিও টেসলা সম্প্রতি চালকদের তদারকির বিষয়টি অস্বীকার করেছে, ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনস্ট্রেশনের নজরদারি না করলে সড়কে মোটরযান ব্যবহারকারী ও অন্যান্য পথচারী ঝুঁকির মধ্যে থাকবে। চলতি মাসের শুরুতে ইলন মাস্ক টুইটারে টেসলার বেটা টেস্টিং প্রোগ্রাম নিয়ে পরিকল্পনার কথা জানান। পরে তিনি বলেন, সফটওয়্যারটি আনুষ্ঠানিকভাবে আগামী মাসে প্রকাশ করা হবে। মাস্ক টুইটে বলেন, পিউর ভার্সনের জন্য রাডার ব্যবহৃত হবে না, এটি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি।

সূত্র: সিএনএন।

বিজনেসজার্নাল/ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

অমনোযোগী চালকদের প্রত্যাহার করছে টেসলা

আপডেট: ০৬:৩০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১

অমনোযোগী চালকদের প্রত্যাহার করছে টেসলা সেলফ-ড্রাইভিং টেস্টিংয়ে মনোযোগ না দেয়ার কারণে একাধিক চালককে প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। শুক্রবার টুইটারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলন মাস্ক বলেন, ‘ফুল-সেলফ ড্রাইভিং বেটা এখন থেকে বাড়ানো হবে।… যেসব চালক সড়কে গাড়ি চালানোর সময়ে পর্যাপ্ত মনোযোগ দেননি তাদের আমরা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।’ তবে বেটা সফটওয়্যার থেকে কতজন চালককে প্রত্যাহার করা হয়েছে সেবিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। টেসলা কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খোলেনি।

শেয়ারববাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: বিজনেসজার্নালবিজনেসজার্নাল.বিডি

গত বছরের অক্টোবরে ফুল-সেলফ ড্রাইভিংয়ের বেটা ভার্সন প্রকাশ করা হয়। টেসলার ফুল-সেলফ ড্রাইভিং নিয়ে দীর্ঘদিন বিতর্ক চলে আসছে এবং অটোনোমাস গাড়ির বিশেষজ্ঞরা ব্যাপক সমালোচনা করছেন। বেশিরভাগ বিশেষজ্ঞরা বলছেন, ফুল-সেলফ ড্রাইভিংয়ের অর্থ হলো যে গাড়িতে একজন ব্যক্তি নিরাপদে ঘুমাতে পারবেন ও সেখানে বিকল্প কোনো চালকের প্রয়োজন হবে না।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফেডারেল সংস্থা সড়কে ফুল-সেলফ ড্রাইভিং টেস্টিংয়ের বিষয়ে নিরাপত্তার যেসব শর্ত রয়েছে তা মেনে চলার অনুরোধ করেছে। ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের চেয়ারম্যান রবার্ট সামওয়াল্ট বলেন, সীমিত তদারকির মধ্যে সড়কে সেলফ ড্রাইভিংয়ের টেস্টিং করছে টেসলা।

তিনি বলেন, যদিও টেসলা সম্প্রতি চালকদের তদারকির বিষয়টি অস্বীকার করেছে, ন্যাশনাল হাইওয়ে ট্র্যাফিক সেফটি অ্যাডমিনস্ট্রেশনের নজরদারি না করলে সড়কে মোটরযান ব্যবহারকারী ও অন্যান্য পথচারী ঝুঁকির মধ্যে থাকবে। চলতি মাসের শুরুতে ইলন মাস্ক টুইটারে টেসলার বেটা টেস্টিং প্রোগ্রাম নিয়ে পরিকল্পনার কথা জানান। পরে তিনি বলেন, সফটওয়্যারটি আনুষ্ঠানিকভাবে আগামী মাসে প্রকাশ করা হবে। মাস্ক টুইটে বলেন, পিউর ভার্সনের জন্য রাডার ব্যবহৃত হবে না, এটি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর প্রযুক্তি।

সূত্র: সিএনএন।

বিজনেসজার্নাল/ঢাকা/এনইউ

আরও পড়ুন: