০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

অল্প বৃষ্টিতেই চট্টগ্রামে জলাবদ্ধতা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১
  • / ১০৩৭৭ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বৃষ্টির পানিতে চট্টগ্রামের নিম্নাঞ্চলে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে।

বুধবার (২৫ আগস্ট) ভোর থেকেই জেলায় বৃষ্টি শুরু হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতেই দুই নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, ডিসি রোড, প্রবর্তক, কাতালগঞ্জ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে গেছে।

জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হওয়া নগরবাসীর চলাচল বিঘ্নিত হচ্ছে। পানি ঢুকে সিএনজি নষ্ট হয়ে যেতে দেখা গেছে বিভিন্ন জায়গায়। অফিসমুখী মানুষকে হাঁটু পর্যন্ত পানি দিয়ে হেটে বা অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে দুই নম্বর গেইট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা রাকিব উদ্দিন গণমাধ্যমকে বলেন, বৃষ্টি হলেই পানি উঠবে, এটা যেন নিয়ম হয়ে গেছে। বর্ষা এলেই দুর্ভোগ শুরু হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনে কাজ চললেও আমরা সুফল পাচ্ছি না। মুরাদপুর থেকে জিইসি মোড় পর্যন্ত হাঁটু পানি। গাড়িও পাওয়া যাচ্ছে না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দুই নম্বর গেইটে কথা হয় নাজির আহমদের সঙ্গে। তিনি গণমাধ্যমকে বলেন, জরুরি কাজে বাসা থেকে বের হয়েছি। সড়কে হাঁটু পরিমাণ পানি থাকায় অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে যেতে হচ্ছে। নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার না করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

ফারুক নামে এক সিএনজি চালক বলেন, ভাড়া নিয়ে মুরাদপুর যাচ্ছিলাম। ষোলশহর এলাকায় পানি উঠে সিএনজি নষ্ট হয়ে গেছে। এখন সিএনজি টেনে নিয়ে যেতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই আমরা দুর্ভোগে পড়ে যাই।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ বলেন, আজ বিকেল পর্যন্ত বৃষ্টি থাকতে পারে। চট্টগ্রামে আজ এখন পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

অল্প বৃষ্টিতেই চট্টগ্রামে জলাবদ্ধতা

আপডেট: ০২:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: বৃষ্টির পানিতে চট্টগ্রামের নিম্নাঞ্চলে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে।

বুধবার (২৫ আগস্ট) ভোর থেকেই জেলায় বৃষ্টি শুরু হয়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতেই দুই নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, ডিসি রোড, প্রবর্তক, কাতালগঞ্জ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে গেছে।

জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হওয়া নগরবাসীর চলাচল বিঘ্নিত হচ্ছে। পানি ঢুকে সিএনজি নষ্ট হয়ে যেতে দেখা গেছে বিভিন্ন জায়গায়। অফিসমুখী মানুষকে হাঁটু পর্যন্ত পানি দিয়ে হেটে বা অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে দুই নম্বর গেইট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা রাকিব উদ্দিন গণমাধ্যমকে বলেন, বৃষ্টি হলেই পানি উঠবে, এটা যেন নিয়ম হয়ে গেছে। বর্ষা এলেই দুর্ভোগ শুরু হয়ে যায়। জলাবদ্ধতা নিরসনে কাজ চললেও আমরা সুফল পাচ্ছি না। মুরাদপুর থেকে জিইসি মোড় পর্যন্ত হাঁটু পানি। গাড়িও পাওয়া যাচ্ছে না।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দুই নম্বর গেইটে কথা হয় নাজির আহমদের সঙ্গে। তিনি গণমাধ্যমকে বলেন, জরুরি কাজে বাসা থেকে বের হয়েছি। সড়কে হাঁটু পরিমাণ পানি থাকায় অতিরিক্ত রিকশা ভাড়া দিয়ে যেতে হচ্ছে। নালা-নর্দমা নিয়মিত পরিষ্কার না করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

ফারুক নামে এক সিএনজি চালক বলেন, ভাড়া নিয়ে মুরাদপুর যাচ্ছিলাম। ষোলশহর এলাকায় পানি উঠে সিএনজি নষ্ট হয়ে গেছে। এখন সিএনজি টেনে নিয়ে যেতে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই আমরা দুর্ভোগে পড়ে যাই।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শেখ ফরিদ আহমদ বলেন, আজ বিকেল পর্যন্ত বৃষ্টি থাকতে পারে। চট্টগ্রামে আজ এখন পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: