আইপিওর টাকায় ওয়্যারহাউজের কাজ সম্পন্ন করেছে কুইন সাউথ

- আপডেট: ১২:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / ১০৪৩২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা ব্যবহার করে স্বয়ংক্রিয় ওয়্যারহাউজের কাজ সম্পন্ন করেছে। এর আগে ওয়্যারহাউজের সক্ষমতা কম থাকায় কোম্পানিটি তার উৎপাদনক্ষমতার ৬৫ শতাংশ ব্যবহার করতে পারত। এখন স্বয়ংক্রিয় ওয়্যারহাউজের ফলে কোম্পানিটির উৎপাদনক্ষমতার ব্যবহার ২৫ শতাংশ বেড়ে যাবে।
তথ্যমতে, স্বয়ংক্রিয় ওয়্যারহাউজটি নির্মাণে কোম্পানিটি আইপিওর অর্থ থেকে ৭ কোটি ৪৬ লাখ ৪৪ হাজার ৫০ টাকা ব্যবহার করেছে। এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছর শেষে কোম্পানটি জানিয়েছে যে ওয়্যারহাউজ নির্মাণে আইপিওর অর্থ থেকে যে পরিমাণ ব্যবহার করার বিষয়ে বলা হয়েছে তা সম্পূর্ণভাবে ব্যয় করা হয়েছে। পরবর্তী সময়ে আইপিওর এ অর্থ ব্যবহারের বিষয়টি কোম্পানিটির ২০২০ হিসাব বছরের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা অনুমোদন করে।
কোম্পানিটির সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২০-২১ হিসাব বছরের নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৭৮ পয়সা। হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৬ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৪ পয়সা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরে কোম্পানিটি মোট ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ লভ্যাংশ উদ্যোক্তা ও পরিচালক ব্যতীত বাকি শেয়ারহোল্ডারদের জন্য এবং বাকি ৮ শতাংশ বোনাস লভ্যাংশ সব শেয়ারহোল্ডারকে দেয়া হয়। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৯৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১ টাকা ৬৪ পয়সা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির এনএভিপিএস ছিল ১৬ টাকা ৬২ পয়সা।
৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের জন্য উদ্যোক্তা-পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের ৮ শতাংশ নগদ ও সব ধরনের শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে কুইন সাউথ টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। উদ্যোক্তা-পরিচালকদের কাছে কোম্পানিটির ৫ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার ৪০০ ও বিদেশী ও সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে ৫ কোটি ১৫ লাখ ১৯ হাজার ৬০০টি শেয়ার রয়েছে। নগদ লভ্যাংশ হিসেবে সাধারণ শেয়ারহোল্ডাররা মোট ৪ কোটি ১২ লাখ ১৫ হাজার ৬৮০ টাকা পাবেন। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা। ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৭ টাকা ৭৩ পয়সা। কুইন সাউথ টেক্সটাইল ২০১৮ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক ও ৭ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল কুইন সাউথ টেক্সটাইল শেয়ারের সর্বশেষ দর ছিল ২৭ টাকা ৪০ পয়সা। সমাপনী দরও ছিল ২৭ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২০ টাকা ২০ পয়সা থেকে ৩৪ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
২০১৮ সালে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৩০ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭০ কোটি ৭৬ লাখ টাকা। কোম্পানিটির মোট ১৩ কোটি ৮ লাখ ৭৬ হাজার ২০টি শেয়ারের মধ্যে ৫৩ দশমিক ২৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের কাছে। এছাড়া ১৫ দশমিক ৯০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ১৬ দশমিক ৯৯ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৩ দশমিক ৮৮ শতাংশ শেয়ার সাধারণ শেয়ারহোল্ডারদের হাতে রয়েছে।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- টিভিতে আজকের খেলা
- কোক-বিয়ারের বোতল সরানোয় শাস্তি পাবেন রোনালদো-পগবারা?
- ভূমিসহ ঘর পাচ্ছে আরও ৫৩ হাজার গৃহহীন পরিবার
- রোববার স্পট মার্কেটে যাচ্ছে ৪ কোম্পানি
- এক ঘণ্টায় লেনদেন ৪৭৯ কোটি টাকা
- রামেকের করোনা ইউনিটে প্রাণ হারালেন আরও ১০ জন
- বঙ্গবন্ধু শিল্প নগরে জমি বরাদ্দ পেয়েছে ইফাদ অটোস
- বন্ড ইস্যুর সিদ্ধান্তে পরিবর্তন এনেছে মার্কেন্টাইল ব্যাংক
- আজকের রাশিফল: ১৭ জুন ২০২০
- ১৭ জুন : ইতিহাসে আজকের এই দিনে
- বারাকা পতেঙ্গার আইপিও আবেদন শেষ আজ
- অ-তালিকাভুক্ত বীমা কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে বিএসইসির উদ্যোগ
- রাশিয়ার টিকা আমদানি ও উৎপাদনে ওরিয়ন ফার্মার প্রস্তাবে সম্মতি
- গুজবের অবসান, পদ্মা সেতুর চূড়ান্ত টোলহার অনুমোদন
- পরিচালক নিয়োগে ব্যাংক-বিমা-আর্থিক খাতে আসছে এক আইন