০৯:১১ অপরাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪

আজ পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • / ৪১২৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পর পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আজ সোমবার (১১ এপ্রিল) বসছে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন। পাকিস্তানের স্থানীয় সময় আজ দুপুর ২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা রয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীরা অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফকে মনোনীত করেছেন। আর ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে।

গত শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের অনাস্থা ভোটের কার্যক্রম শুরু হয়। এর আগে স্পিকার আসাদ কাইসার পদত্যাগ করেন। নতুন স্পিকার হিসেবে তিনি পাকিস্তান মুসলিম লিগ (পিএমএলএন-নওয়াজ) নেতা ও সাবেক স্পিকার আয়াজ সাদিককে স্পিকার হিসেবে দায়িত্ব দিয়ে যান এবং তাঁকে অধিবেশন পরিচালনার অনুরোধ করেন। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৭৪ জন এমপি। পাস হতে প্রয়োজন ছিল ১৭২টি ভোট। কিন্তু তার চেয়ে দুটি ভোট বেশি হওয়ায় অনাস্থা প্রস্তাব পাস হয়েছে বলে ঘোষণা দেন স্পিকার আয়াজ সাদিক। এতে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান।
এদিকে পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্লামেন্ট ও প্রাদেশিক বিধান সভাগুলো থেকে একযোগে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবারই তারা গণপদত্যাগের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করবে বলে পিটিআইয়ের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন।

গতকাল রোববার (১০ এপ্রিল) এক টুইট বার্তায় ইমরান খান সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী ফাওয়াদ বলেন, পিটিআই পরিষদগুলো থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রক্রিয়া শুরু হবে প্রধানমন্ত্রী নির্বাচনের পর।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

আজ পাকিস্তানে প্রধানমন্ত্রী নির্বাচন

আপডেট: ১১:০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পর পাকিস্তানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আজ সোমবার (১১ এপ্রিল) বসছে দেশটির জাতীয় পরিষদের অধিবেশন। পাকিস্তানের স্থানীয় সময় আজ দুপুর ২টায় পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন বসার কথা রয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব 

প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীরা অন্তর্র্বতীকালীন প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফকে মনোনীত করেছেন। আর ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলটির ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে।

গত শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের অনাস্থা ভোটের কার্যক্রম শুরু হয়। এর আগে স্পিকার আসাদ কাইসার পদত্যাগ করেন। নতুন স্পিকার হিসেবে তিনি পাকিস্তান মুসলিম লিগ (পিএমএলএন-নওয়াজ) নেতা ও সাবেক স্পিকার আয়াজ সাদিককে স্পিকার হিসেবে দায়িত্ব দিয়ে যান এবং তাঁকে অধিবেশন পরিচালনার অনুরোধ করেন। অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৭৪ জন এমপি। পাস হতে প্রয়োজন ছিল ১৭২টি ভোট। কিন্তু তার চেয়ে দুটি ভোট বেশি হওয়ায় অনাস্থা প্রস্তাব পাস হয়েছে বলে ঘোষণা দেন স্পিকার আয়াজ সাদিক। এতে প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান।
এদিকে পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্লামেন্ট ও প্রাদেশিক বিধান সভাগুলো থেকে একযোগে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবারই তারা গণপদত্যাগের সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করবে বলে পিটিআইয়ের সিনিয়র নেতা ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন।

গতকাল রোববার (১০ এপ্রিল) এক টুইট বার্তায় ইমরান খান সরকারের তথ্যমন্ত্রীর দায়িত্ব পালনকারী ফাওয়াদ বলেন, পিটিআই পরিষদগুলো থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রক্রিয়া শুরু হবে প্রধানমন্ত্রী নির্বাচনের পর।

ঢাকা/এসএ