০৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

আশার বানীতে বছরের সর্বোচ্চ উত্থানে পুঁজিবাজার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • / ৪১৪৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি সপ্তাহ থেকে পুঁজিবাজার ঘুরে দাড়াবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইতুল ইসলাম। সেই সঙ্গে জানিয়েছিলেন পুঁজিবাজার ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কথা। এরই ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে।

চলতি বছরের এক দিনে সূচকের সর্বোচ্চ উত্থানের পাশাপাশি প্রায় সাড়ে তিন’শ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৩২ পয়েন্ট বা ২ শতাংশ বেড়েছে। বেড়েছে টাকার অংকে লেনদেনও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারের পতনরোধ ও লেনদেন বৃদ্ধিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বিএসইসি। এর প্রেক্ষিতে বাজারের স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক বৈঠকও করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। এছাড়া বাজারে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি চালাচালিও হয়েছে একাধিকবার। শেষ পর্যন্ত বিভিন্ন পক্ষ থেকে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা আসলেও তা আলোর মুখ দেখেনি।

তবে বাংলাদেশ ব্যাংক থেকে এক্সপোজার লিমিট সংক্রান্ত নির্দেশনা, মার্জিন ঋণ ইস্যুতে বিএসইসির নির্দেশনা, আইসিবি কেন্দ্রীক কয়েকটি গুরুত্বপূর্ন সিদ্ধান্তু এসেছিল; যা পুঁজিবাজার উন্নয়নে ভূমিকা রাখার কথা থাকলেও তা বাস্তবে প্রতিফলিত হয়নি। সবশেষে বৃহস্পতিবার বাজারের স্থিতিশীলতায় বিএসইসি প্রধানের আশার বানীতেই যেন প্রান ফিরে পেল পুঁজিবাজার।

ওইদিন বিএসইসির চেয়ারম্যান বলেছিলেন, আগামী সপ্তাহ থেকে পুঁজিবাজারে ভালো কিছু হবে। তিনি বলেন, পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ঘণ্টা আলাপ হয়েছে। আশা করছি, সবাই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

বিনিয়োগকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বাজার নিয়ে আতঙ্কিত হওয়ার মতো বড় কিছু নেই। আপনারা অন্যের কথায় কান দেবেন না। গুজবে প্রভাবিত হয়ে প্রতারিত হবেন না।

শিবলী রুবাইয়াত বলেন, আমাদের বড় কোনো সমস্যা নেই। দেশের অর্থনীতি খুবই শক্তিশালী। ভয়ের কিছু নেই। বর্তমানে বহির্বিশ্বের কারণে একটু সমস্যা হচ্ছে, এটা সাময়িক।

বাজার বিশ্লেষনে দেখা যায়, প্রকৌশল, বিমা, বিদ্যুৎ ও জ্বালানি এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারেরে দাম বৃদ্ধির মাধ্যমে সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার (২৯ মে) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এসব খাতের শেয়ারে বিক্রেতার তুলনায় ক্রেতা বেশি থাকায় এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৩১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৬৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে বৃহস্পতিবার ও রোববার টানা দুদিন পুঁজিবাজারে উত্থান হলো। তবে তার আগের দিন বুধবার দরপতন হয়েছিল।

রোববার ডিএসইতে ৮৩৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৯৪ কোটি ৪৯ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার (২৬ মে) ডিএসইতে ৫৩৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৬ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৩৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪২টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৮২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x
English Version

আশার বানীতে বছরের সর্বোচ্চ উত্থানে পুঁজিবাজার

আপডেট: ০৩:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: চলতি সপ্তাহ থেকে পুঁজিবাজার ঘুরে দাড়াবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইতুল ইসলাম। সেই সঙ্গে জানিয়েছিলেন পুঁজিবাজার ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কথা। এরই ধারাবাহিকতায় সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে।

চলতি বছরের এক দিনে সূচকের সর্বোচ্চ উত্থানের পাশাপাশি প্রায় সাড়ে তিন’শ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৩২ পয়েন্ট বা ২ শতাংশ বেড়েছে। বেড়েছে টাকার অংকে লেনদেনও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারের পতনরোধ ও লেনদেন বৃদ্ধিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বিএসইসি। এর প্রেক্ষিতে বাজারের স্টেকহোল্ডারদের সঙ্গে ধারাবাহিক বৈঠকও করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। এছাড়া বাজারে বিনিয়োগ বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি চালাচালিও হয়েছে একাধিকবার। শেষ পর্যন্ত বিভিন্ন পক্ষ থেকে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা আসলেও তা আলোর মুখ দেখেনি।

তবে বাংলাদেশ ব্যাংক থেকে এক্সপোজার লিমিট সংক্রান্ত নির্দেশনা, মার্জিন ঋণ ইস্যুতে বিএসইসির নির্দেশনা, আইসিবি কেন্দ্রীক কয়েকটি গুরুত্বপূর্ন সিদ্ধান্তু এসেছিল; যা পুঁজিবাজার উন্নয়নে ভূমিকা রাখার কথা থাকলেও তা বাস্তবে প্রতিফলিত হয়নি। সবশেষে বৃহস্পতিবার বাজারের স্থিতিশীলতায় বিএসইসি প্রধানের আশার বানীতেই যেন প্রান ফিরে পেল পুঁজিবাজার।

ওইদিন বিএসইসির চেয়ারম্যান বলেছিলেন, আগামী সপ্তাহ থেকে পুঁজিবাজারে ভালো কিছু হবে। তিনি বলেন, পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ঘণ্টা আলাপ হয়েছে। আশা করছি, সবাই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

বিনিয়োগকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বাজার নিয়ে আতঙ্কিত হওয়ার মতো বড় কিছু নেই। আপনারা অন্যের কথায় কান দেবেন না। গুজবে প্রভাবিত হয়ে প্রতারিত হবেন না।

শিবলী রুবাইয়াত বলেন, আমাদের বড় কোনো সমস্যা নেই। দেশের অর্থনীতি খুবই শক্তিশালী। ভয়ের কিছু নেই। বর্তমানে বহির্বিশ্বের কারণে একটু সমস্যা হচ্ছে, এটা সাময়িক।

বাজার বিশ্লেষনে দেখা যায়, প্রকৌশল, বিমা, বিদ্যুৎ ও জ্বালানি এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারেরে দাম বৃদ্ধির মাধ্যমে সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার (২৯ মে) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এসব খাতের শেয়ারে বিক্রেতার তুলনায় ক্রেতা বেশি থাকায় এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৩১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৬৭ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। এর ফলে বৃহস্পতিবার ও রোববার টানা দুদিন পুঁজিবাজারে উত্থান হলো। তবে তার আগের দিন বুধবার দরপতন হয়েছিল।

রোববার ডিএসইতে ৮৩৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৯৪ কোটি ৪৯ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার (২৬ মে) ডিএসইতে ৫৩৯ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৬ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৩৯৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে  দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৬ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪২টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৮২ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ২১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা/এসএ