০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • / ৪১২৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ ১২ ফেব্রুয়ারি ২০২২, শনিবার। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এ দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুর দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব
ঘটনাবলি:
১৫৫৪ – নয়দিন ধরে ইংল্যান্ডের সিংহাসন দাবির এক বছর পর লেডি জেন গ্রেকে রাজদ্রোহিতার অভিযোগে শিরশ্ছেদ করা হয়।
১৮৭৭ – প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয়।

১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইতালি।
১৯৭৩ – উত্তর ভিয়েতনাম প্রথম মার্কিন যুদ্ধবন্দি দলকে মুক্তি প্রদান করে।
১৯৮১ – কক্সবাজারে সামুদ্রিক ঝড়ে ২০ জনের প্রাণহানি ঘটে।
১৯৯৩ – কপিল দেবের টেস্ট ক্রিকেটে ৪ শ’ ইউকেট ও ৫ হাজার রান সংগ্রহের রেকর্ড।
১৯৯৭ – বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৮ – বিমান দুর্ঘটনায় সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট লে. জে. আল বুজায়ের ও তথ্যমন্ত্রী ইব্রাহিম নিহত।
১৯৯৯ – অভিশংসনের অভিযোগ থেকে মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের অব্যাহিত।

জন্ম
১০১৪ – জার্মানি ও ইতালির রাজা কনরাড জন্মগ্রহণ করেন।
১৫৬৭ – থমাস চেম্পিয়ন, ইংরেজ সুরকার ও কবি।
১৭৯৪ – আলেক্সান্ডার পেত্রভ, রুশ দাবাড়ু ও সুরকার।
১৮০৯ – চার্লস ডারউইন, ইংরেজ জীববিজ্ঞানী; বিবর্তনবাদের জনক।
১৮০৯ – আব্রাহাম লিংকন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
১৮৬১ – ফ্রাঙ্ক রিনহার্ট‌, আমেরিকান ফটোগ্রাফার।
১৯০০ – ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক মধু বসু।
১৯১১ – বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদ জন্মগ্রহণ করেন।
১৯১৫ – মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামী আউং সান জন্মগ্রহণ করেন।
১৯১৯ – সুভাষ মুখোপাধ্যায়, ভারতের বাঙালি পদাতিক কবি।
১৯২০ – প্রাণ, ভারতীয় অভিনেতা।
১৯৪৩ – আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশী কথাসাহিত্যিক।
১৯৫১ – চৌধুরী রহমত আলি, ব্রিটিশভারতীয়-পাকিস্তানি জাতীয়তাবাদি, পাকিস্তান শব্দের প্রবক্তা।
১৯৯১ – পেট্রিক হারমান, জার্মান ফুটবলার।

মৃত্যু
১০১৪ – জার্মানি ও ইতালির রাজা কনরাড জন্মগ্রহণ করেন।
১২৪২ – জার্মান রাজা সপ্তম হেনড্রিকের মৃত্যু হয়।
১৮০৪ – ইমানুয়েল কান্ট, জার্মান দার্শনিক।
১৮৭৮ – আলেকজান্ডার ডাফ খ্রিষ্টধর্ম যাজক ও বৃটিশ ভারতে শিক্ষাবিস্তারে পুরোধা ব্যক্তিত্ব।
১৯১৬ – রিচার্ড ডেডেকিন্ট, জার্মান গণিতবিদ।
১৯৩৪ – ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী সূর্য সেন মৃত্যুবরণ করেন।
১৯৪৭ – মোসেস গোমবার্গ‌, ইউক্রেনীয়-আমেরিকান রসায়নবিদ ও একাডেমিক।
১৯৬০ – অস্কার এন্ডারসন, বুলগেরীয়-জার্মান গণিতবিদ ও একাডেমিক।
১৯৬১ – অতুলচন্দ্র গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীব।
১৯৭৫ – মহীউদ্দিন, সাম্যবাদী ধারার বাঙালি কবি।
১৯৭৬ – সাল মিনেও, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা ও পরিচালক।
১৯৭৮ – শিশুসাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র প্রয়াত হন।
১৯৮০ – ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার প্রয়াত হন

 

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

আপডেট: ১১:৩৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ ১২ ফেব্রুয়ারি ২০২২, শনিবার। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এ দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুর দিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব
ঘটনাবলি:
১৫৫৪ – নয়দিন ধরে ইংল্যান্ডের সিংহাসন দাবির এক বছর পর লেডি জেন গ্রেকে রাজদ্রোহিতার অভিযোগে শিরশ্ছেদ করা হয়।
১৮৭৭ – প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয়।

১৯৭২ – বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইতালি।
১৯৭৩ – উত্তর ভিয়েতনাম প্রথম মার্কিন যুদ্ধবন্দি দলকে মুক্তি প্রদান করে।
১৯৮১ – কক্সবাজারে সামুদ্রিক ঝড়ে ২০ জনের প্রাণহানি ঘটে।
১৯৯৩ – কপিল দেবের টেস্ট ক্রিকেটে ৪ শ’ ইউকেট ও ৫ হাজার রান সংগ্রহের রেকর্ড।
১৯৯৭ – বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৯৮ – বিমান দুর্ঘটনায় সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট লে. জে. আল বুজায়ের ও তথ্যমন্ত্রী ইব্রাহিম নিহত।
১৯৯৯ – অভিশংসনের অভিযোগ থেকে মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের অব্যাহিত।

জন্ম
১০১৪ – জার্মানি ও ইতালির রাজা কনরাড জন্মগ্রহণ করেন।
১৫৬৭ – থমাস চেম্পিয়ন, ইংরেজ সুরকার ও কবি।
১৭৯৪ – আলেক্সান্ডার পেত্রভ, রুশ দাবাড়ু ও সুরকার।
১৮০৯ – চার্লস ডারউইন, ইংরেজ জীববিজ্ঞানী; বিবর্তনবাদের জনক।
১৮০৯ – আব্রাহাম লিংকন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
১৮৬১ – ফ্রাঙ্ক রিনহার্ট‌, আমেরিকান ফটোগ্রাফার।
১৯০০ – ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক মধু বসু।
১৯১১ – বিচারপতি ও বুদ্ধিজীবী সৈয়দ মাহবুব মোর্শেদ জন্মগ্রহণ করেন।
১৯১৫ – মিয়ানমারের স্বাধীনতা সংগ্রামী আউং সান জন্মগ্রহণ করেন।
১৯১৯ – সুভাষ মুখোপাধ্যায়, ভারতের বাঙালি পদাতিক কবি।
১৯২০ – প্রাণ, ভারতীয় অভিনেতা।
১৯৪৩ – আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশী কথাসাহিত্যিক।
১৯৫১ – চৌধুরী রহমত আলি, ব্রিটিশভারতীয়-পাকিস্তানি জাতীয়তাবাদি, পাকিস্তান শব্দের প্রবক্তা।
১৯৯১ – পেট্রিক হারমান, জার্মান ফুটবলার।

মৃত্যু
১০১৪ – জার্মানি ও ইতালির রাজা কনরাড জন্মগ্রহণ করেন।
১২৪২ – জার্মান রাজা সপ্তম হেনড্রিকের মৃত্যু হয়।
১৮০৪ – ইমানুয়েল কান্ট, জার্মান দার্শনিক।
১৮৭৮ – আলেকজান্ডার ডাফ খ্রিষ্টধর্ম যাজক ও বৃটিশ ভারতে শিক্ষাবিস্তারে পুরোধা ব্যক্তিত্ব।
১৯১৬ – রিচার্ড ডেডেকিন্ট, জার্মান গণিতবিদ।
১৯৩৪ – ব্রিটিশবিরোধী বাঙালি বিপ্লবী সূর্য সেন মৃত্যুবরণ করেন।
১৯৪৭ – মোসেস গোমবার্গ‌, ইউক্রেনীয়-আমেরিকান রসায়নবিদ ও একাডেমিক।
১৯৬০ – অস্কার এন্ডারসন, বুলগেরীয়-জার্মান গণিতবিদ ও একাডেমিক।
১৯৬১ – অতুলচন্দ্র গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং বিশিষ্ট আইনজীব।
১৯৭৫ – মহীউদ্দিন, সাম্যবাদী ধারার বাঙালি কবি।
১৯৭৬ – সাল মিনেও, মার্কিন চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা ও পরিচালক।
১৯৭৮ – শিশুসাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্র প্রয়াত হন।
১৯৮০ – ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার প্রয়াত হন

 

ঢাকা/টিএ